(এটি একটি ছড়ানাট্য বলতে পারেন। চাইলে ঘরে বসে খাটটাকে মঞ্চ বানিয়ে আবৃত্তিও করতে পারেন যে কেউ। সংখ্যায় তিনজন হলেই এনাফ!)
(সবাই মিলে)
সবাই করেন তারিফ রে ভাই, সবাই করেন তারিফ...
পাঠক বাড়ুক প্রথম ভালোর, পচুক জেলে আরিফ!
ন্যায় ও নীতি থাকুক বেঁচে, কর্তারা হোন স্থায়ী...
সমস্তটার মূলে নাদান আরিফ ব্যাটাই দায়ী!
(একজন)
তাক ডুমা ডুম তাক!
যাদের শোনার ধৈর্য্য আছে, তারাই শুনে যাক...
এক দেশে এক মতি ছিল...
তার চ্যালাদের ধারণা সে
সব অগতির গতি ছিল...
সমাজবাদি মিছিল ছাড়াও
সম্পাদনায় মতি ছিল...
কীইবা তাতে ক্ষতি ছিল?
কারান বাজার বাঁধল বাসা...
পত্রিকা তার দারুণ খাসা!
মিডিয়াতে বানায় হিরো,
কেরিয়ারে লাগায় গিরো,
সব মিলিয়ে বিশাল বনের
সেই যে বনস্পতি ছিল...
কীইবা তাতে ক্ষতি ছিল?
কোনোই ক্ষতি তার ছিল না
এমন পেপার আর ছিল না
কিন্তু শেষে মামলা খেয়ে
নতুন সুরে উঠল গেয়ে
সাঁতরে গিয়ে উঠল পারে
সাঙ্গোপাঙ্গ সহকারে...
বোঝেই নি সে, ওটাই যে তার
সবসেরা বেইজ্জতি ছিল!
(দায় চাপানোর জন্য আরিফ
বাচ্চা ছেলে অতি ছিল!)
মতিয় টিপস :
(ব্যবসা এবং বাণিজ্য ভাই মোটেই সহজ নয়
পত্রিকাটা চালাও দুদিন... বুঝবা মহাশয়!)
(আবার সবাই মিলে)
সবাই করেন তারিফ রে ভাই, সবাই করেন তারিফ...
পাঠক বাড়ুক প্রথম ভালোর, পচুক জেলে আরিফ!
(একজন)
সুমন্তদা চাকরি করেন ইত্তেফাকে আজ...
নতুন বেতন, নতুন চেয়ার, নতুন নতুন কাজ!
লোক দেখানো প্রহসনে তিনিই লাভবান,
শেষ রাতে ওস্তাদের মতন তিনিই মারেন দান!
ইত্তেফাকের ফুলবাগানে আজকে তিনি মালী...
চুপ করে ক্যান? এই পোলাপান, লাগাও সবাই তালি!
(হাততালির আওয়াজ হবে)
আর আনিসুল হক মাওলা... চাকরিজীবি লেখক,
সেই সময়ে সেও তো ছিল নিস্ক্রিয় এক দেখক...
গদ্য এবং কার্টুনে তার নেই আরিফের খোঁজ,
বন্ধুসভায় ব্যস্ত সে যে... (দিচ্ছে ছবির পোজ!)
সম্পাদকের পাতায় গেলেই হাজার রকম কলাম...
হাজার খবর-তত্ত্বে ঠাসা (পড়তে গিয়ে ম'লাম!)
কিন্তু কারো একটা লেখায় নেই আরিফের রেশ...
ধন্য সকল বুদ্ধিজীবি, ধন্য তাদের দেশ!
(সবাই মিলে)
সবাই করেন তারিফ রে ভাই, সবাই করেন তারিফ...
প্রবৃদ্ধি হোক বাংলাদেশের, পচুক জেলে আরিফ!
ন্যায় ও নীতি থাকুক বেঁচে, কর্তারা হোন স্থায়ী...
সমস্তটার মূলে নাদান আরিফ ব্যাটাই দায়ী!
প্রশ্ন :
ভয় কি ছিল জুজুর?
উত্তর :
জ্বি না, ভয়টা ছিল কাটমোল্লা হুজুর!
প্রশ্ন :
অ চাচা, বোইজলেম না তো, ঐ হেরা কি য্যান সোন্দর সোন্দর কতা বলি গালো...
উত্তর :
বোইজলি নে, বলি গালো, যা কিসু ভালো, তার মাতায় পানি ঢালো...!
মন্তব্য
ঝাজা
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
ঝাজা
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
কাকু! মাশাল্লা দিলে জব্বর অইয়ে!
-জুলিয়ান সিদ্দিকী
কম্পিউটার অফ করে দিছিলাম । আবার অন করলাম আমার আট লাইনের ছড়া-মন্তব্যটা মুছে শুধু এক শব্দে মন্তব্য করার জন্য - অসাধারণ !
মাগ্গো মা!!!!!!!! ইতা কিতা হইড়লাম!!!!!!!!!!!!!!!
জাঝা, (বিপ্লব), মুখফোড় ......... ৫ সবকিছু দিলাম।
কি মাঝি? ডরাইলা?
অসাধারণ!!!! অসাধারণ!!! অসাধারণ!!!!!
আর কিছু দেয়ার নেই, তাই আপাতত ৫ তারাই দিয়ে গেলাম।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
অসাধারণ! ফাটাইলাইসেন!
দুর্ধর্ষ এই দুটো লাইন:
সবাই করেন তারিফ রে ভাই, সবাই করেন তারিফ...
পাঠক বাড়ুক প্রথম ভালোর, পচুক জেলে আরিফ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপনাকে জাঝা
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
কওনের কিছু নাই। কামান আমার বন্ধ। এই প্রথম কাউরে পাঁচতারা দিলাম। তুমুল, অসাধারন, দারুণ হইছে।
আপনাকে বিপ্লব
সাবাস, প্রিয় ছড়াকার! অসাধারণ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
হা হা হা হা...
দারুণ হইছে... আপনে হালায় ছড়াও লেখতারেন... ফাটায়া...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি আর কি কমু? সবাই তো সব কইয়া ফালাইছে। আমি খালি পইড়া টাসকি খাইয়া পইড়া থাকলাম।
কীর্তিনাশা
এই যুগেও বাসায় নেটের কানেকশন নেই, অফিস ছাড়ার আগে একটা লেখা ঝেড়ে পরের দিন এসে মন্তব্য দেখি... সবাইকে ধন্যবাদ, কিন্তু আরিফের জন্য একটা কিছু করা দরকার... কী করা যায় তাই ভাবছি...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
(বেড়াল)
পড়েছিলাম কাল রাতে, কিন্তু কিছুতেই বাংলা টাইপ হচ্ছিল না। তাই এই বিলম্বিত অভিনন্দন। বস্তুটি বেশ উপাদেয় হইয়াছে।
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
বস্তুটা সার্ভ করবেন নাকি আপনার কলিগদের?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
দুর্ধর্ষ!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
অতুলনীয়, অনন্য, অসাধারণ
I second with Nushera Apu-really extra ordinary!
Nushera Apu-where is your write up, why you are not writing any more? Missing your write ups, please come back
নতুন মন্তব্য করুন