কোন দেশেতে বাস করি?

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: রবি, ০১/০৬/২০০৮ - ৭:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কোন দেশেতে বাস করি ভাই,
কোন দেশেতে বাস করি?
একটু মতের বিরোধ হলেই
জ্যান্ত মানুষ লাশ করি--
দুঃখি মায়ের সুখের জগত
এক লহমায় নাশ করি--
তুমি আমার আমি তোমার
বোনের সর্বনাশ করি--

কোন দেশেতে বাস করি?

স্যারের হাতে নগদ গুঁজে
দুচোখ বুঁজে পাস করি--
এই আমরাই ভবিষ্যতে
প্রশ্নপত্র ফাঁস করি--
অফিস অফিস দুর্নীতি আর
ধাপ্পাবাজির চাষ করি--

কোন দেশেতে বাস করি?

এমপি মামার ছত্রছায়ায়
প্রাণ খুলে সন্ত্রাস করি--
গরিব চাষার টুকরো জমি
হাসতে হাসতে গ্রাস করি--
কাজের মেয়ের গা পুড়িয়ে
আনন্দ-উল্লাস করি--

কোন দেশেতে বাস করি?

পাকিস্তানের নিশান হাতে
ক্রিকেটে উচ্ছ্বাস করি--
সবটা বুঝি, তাও নিজেকে
ভণ্ড নেতার দাস করি--
বিজয় দিবস মঞ্চে মিথ্যা
প্রতিজ্ঞা একরাশ করি--

কোন দেশেতে বাস করি?

সবচে যেটা অবাক শেষে
সেটাই বলি, স্বাধীন দেশে
মৌলবাদির দাপট দেখে
আতঙ্কে হাঁসফাঁস করি--

কোন দেশেতে বাস করি?


মন্তব্য

নুশেরা তাজরীন এর ছবি

চলুক
আচ্ছা, পাঁচতারা একবারের বেশী দেওয়া যায় না?

মৃদুল আহমেদ এর ছবি

এই বাড়িয়ে দেয়া হাতটিতে বুড়ো আঙ্গুলটার বদলে এক পিস পেস্ট্রি থাকলে কী ক্ষতি হত? ইস... পেস্ট্রি! চক্লাম! উলস!
ধন্যবাদ নুশেরা... কেমন আছেন আপনি?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

নুশেরা তাজরীন এর ছবি

ভাল আর থাকি কেমনে, গরীবের উঠানে রাজামশাই পা দেবেন না বলে দিয়েছেন... মন খারাপ

মুহম্মদ জুবায়ের এর ছবি

ক্যামেরায় তোলা ছড়া। দুর্দান্ত।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

একটানে পড়ে শেষ করলাম। কী অপূর্ব! সাথে সাথে ঝপাং পাঁচ তারা!

হাসান মোরশেদ এর ছবি

'এ আমাদের বাংলাদেশ,আমাদেরই বাংলা রে...'

-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

স্নিগ্ধা এর ছবি

এই দেশেতেই বাস করি -

ছড়ায় ছড়ায়, ছড়ায় কথা
হতাশ মনের ব্যাকুলতা -
মৃদুল মৃদুল স্বপ্নগুলো বলছে ডেকে - "নীরবতা
ভেঙ্গে এবার রুখে দাঁড়াও, শেষ করো এই বিষের ব্যথা......"

তাই, তারপরও, এই দেশেতেই বাস করি -

চমৎকার মৃদুল! পথনাটকের মতো যদি পথে পথে এই ছড়াগুলো ছড়িয়ে দেয়া যেত - মৃদুল আহমেদ আর আকতার আহমেদ এর নাম ফিরতো মুখে মুখে !

দ্রোহী এর ছবি

দারুন!!!!!!!!!!!


কি মাঝি? ডরাইলা?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দুর্ধর্ষ! ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দুর্ধর্ষ! ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দুর্ধর্ষ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

আমি পাঁচ তারার যায়গায় পঞ্চাশ তারা দিলাম। ওরে বাপরে বাপ ! এমন ছন্দের দাপট বহুকাল দেখি নাই।
আর ছড়ার বিষয়বস্তু তো - আমাদের সবার চিরকালের আক্ষেপ।
কীর্তিনাশা

বেক্কল ছড়াকার এর ছবি

দুর্ধর্ষ !

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তবুও বাংলাদেশ।

তীরন্দাজ এর ছবি

দুর্দান্ত ছড়াকার আর দুর্দান্ত সব ছড়াগুলো !
কাকের হাতে বড়শী রেখে,
রাজবাড়ীকে ছড়ায় মূলো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

Shamim Khan এর ছবি

সারা জীবন প্রতীক্ষা করবো এমন অন্তত একটিবার লেখার জন্য। শ্রদ্ধা জানবেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।