ছোটবেলা থেকেই "নেশা" শব্দটা নিয়ে আমার ভেতরে এক ধরনের সংশয় কাজ করত।
নেশা জিনিসটা ভালো না খারাপ, সংশয়টা তা নিয়েই ।
একটা জিনিস একইসঙ্গে কী করে ভালো এবং খারাপ হতে পারে, সেটা মাথায় আসত না! কারণ দেখতে পেতাম বাবাকে মা বকাবকি করছে, তোমার সিগারেটের নেশাটা আর ছাড়তে পারলে না! এই করে করেই দেখবে একদিন শরীরের বারোটা বেজে গেছে!
বাবাকে লজ্জিত একটা হাসি মুখে নিয়ে সেই বকা হজম করতে দেখে বুঝতে পারতাম, সিগারেটের নেশাটা খারাপ।
আবার এর মধ্যেই দাদু একদিন আমাদের বাসায় বেড়াতে এলেন। তার আবার দাবা খেলার খুব নেশা। বাবাও খুব একটা খারাপ খেলতেন না, দুজনে মিলে খুব লেগে পড়লেন! তখন বাবা প্রায় সময়েই বলতেন, নাঃ! দাবার নেশাটা সাঙ্ঘাতিক চেপে বসেছে...
কিন্তু এই নেশার কথা শুনে মাকে মোটেই চটে যেতে দেখতাম না। বরং বাবার সঙ্গে এই নিয়ে হাসিঠাট্টা করতেন। তার মানে এই নেশা ভালো?
এ ব্যাপারটাই আমাকে প্যাঁচে ফেলে দিয়েছিল। এরকম অনেক জায়গাতেই "নেশা" ব্যাপারটা নিয়ে আমার শিশুমন ছিল বিভ্রান্তির চূড়ান্তে!
তবে এই বিভ্রান্তি খুব বেশিদিন থাকে নি। বাবাকে একদিন জিজ্ঞেস করতেই তিনি প্রথমে হেসে উঠলেন, তারপর খুব যত্ন করে আমাকে বোঝালেন, কী করে নেশা ব্যাপারটা একইসঙ্গে ভালো এবং খারাপ দুটোই হতে পারে। কোনটা ভালো এবং কোনটা খারাপ, সেটা নির্ভর করছে নেশাটা কিসের, তার ওপর। বই পড়ার নেশা, স্ট্যাম্প জমাবার নেশা, খেলাধুলার নেশা--এসব নেশা খারাপ নয়, কারণ এগুলো কারো ক্ষতি করে না। আবার এমন কিছু নেশা আছে, যেগুলো মানুষের ক্ষতি করে। যেমন, সিগারেটের নেশা।
আমার বাবা সেই ছোট আমাকে এর বেশি জ্ঞান দিয়ে ভারগ্রস্ত করতে চান নি। শেষে শুধু একটা কথাই বলেছিলেন, যেটা আজকে এখনো আমার কাছে বেদবাক্যের মতো... সবচেয়ে খারাপ নেশা সেটাই, যেটা সবচে বেশি সংখ্যক মানুষের ক্ষতি করে!
বড় হবার পর এখন ছোটবেলার সেই বোকামির কথা মনে করে হাসি পায়। নেশা কত প্রকার ও কী কী, এখন সেটা খুব ভালোমতোই হাড়ে হাড়ে জানি। প্রতিযোগিতার নেশায় স্কুলের কত ছোট ছোট বাচ্চাদের বাবা-মাকে পাগলা হয়ে উঠতে দেখেছি, টাকার ইনকামের নেশায় কাছেরই অনেক মানুষকে বিবেক হারিয়ে ফেলতে দেখেছি! মাদকের নেশায় আচ্ছন্ন পরিচিত মানুষদের দেখেছি অচেনা হয়ে হারিয়ে যেতে... এখন আর নেশার ভালোমন্দ নিয়ে ধোঁকায় পড়ে যাই না!
কিন্তু মাথার ভেতরে বাবার সেই কথাটা এখনো ঘুরফির করে... কোন নেশা কতটা খারাপ, তা বিচার করবে সেই নেশা কত বেশিসংখ্যক মানুষের সর্বনাশ বয়ে আনছে, তা দিয়ে।
এই চিন্তাটা আমি অনেকবার করেছি। এবং ভেবে ভেবে বেরও করেছি, কোন নেশাটি সবচে খারাপ!
সেই নেশা ক্ষমতার।
কারো সন্দেহ থাকলে চোখ রাখার উপযুক্ত স্থান : বাংলাদেশ।
মন্তব্য
আপাতত সচলায়তনের নেশা। আমার ভাত আগে জাউ হতো, এখন পাতিলসহ পোড়ে।
রাইস কুকার জিন্দাবাদ!
নেশার লিস্টি করে লাভ নেই। কৌতূহল বেশি তো, তাই সব নেশাই আমার আছে, নয়তো হবে।
(হোহোহো)
আমরা সবাই চান্দা তুলে রাইস কুকার কিনে দিব আপনার জন্মদিনে (হাসি)
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
রাইস কুকারে হিটিং অন থাকতে থাকতে ভাত তো আবার চাল হয়ে যায় ;)
(পরিবারে ডায়াবেটিসের ব্যাপক প্রাদুর্ভাব; রাইস কুকার টঙ্গে উঠায় রাখছি; ভাতের মাড় না গাইলা খাইলে খবর আছে )
ডায়েবেটিসের সাথে ভাতের মাড়ের সম্পর্ক আছে নাকি? (ইয়ে)
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ভয়াবহ সম্পর্ক >:)
আর শোনেন, আপনি যখন গিফট করবেনই, হোবার্ট কোম্পানির টুয়েন্টি কোয়ার্টের একটা মিক্সার হলে ভাল হয়... :D
হোবার্ট কোম্পানি, টুয়েন্টি কোয়ার্ট এত কিছু তো জানি না আপু।
দোকানে যাই, দামের ট্যাগ দেখতে থাকি, যেটা সবচেয়ে সস্তা, ওইটা কিনে নিয়ে আসি।
আর উপহার কিনতে হলে ডলার স্টোর (দেঁতোহাসি)
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
প্রতিপত্তি, জাতীয় বা আন্তর্জাতিক অর্থে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
বুঝতার্সি! খুউব খারাপ নেশা!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
আপাতত ব্লগিং।
কি মাঝি? ডরাইলা?
আপাতত সচলায়তন।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
হুমায়ুন আহমেদের একটা বই এ কারো একটা কথা ছিল এরকম-
"লিশা বড় খারাপ জিনিষ"
সেই কথা আমারো।
আর সবচেয়ে খারাপ নেশা হল 'বিজয়ের' । :-s
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
আরে না না, সবাই মজাকর্তাসেন! সিরিয়াসলি নেন ব্যাপারটা! বলেন, কোনটা সবচে খারাপ নেশা!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
যে কোন কিছু হাল্কা ভাবে নেয়া (চাল্লু)
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
হা হা হা
এই নেশায় আমি আকন্ঠ ডুবে আছি, রেনেট।
সবকিছুই আমার কাছে হালকা লাগে।
গালাগালি শুনে বুঝি, এইটা একটা দোষ।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কোনো একটা নেশায় নিজেকে জড়িয়ে রাখতেই হবে- এই নেশাটা সবচেয়ে খারাপ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ...ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আমি বলব টাকার নেশা সবচেয়ে খারাপ নেশা
তবে নিজের কথা বললে বলব যা আয় তার চেয়ে বেশি কেনাকাটার নেশা :s
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ব্লগীং...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
ঘুম। আমার সর্বনাশ করে ছাড়লো।
হাঁটুপানির জলদস্যু
বকরবকর। এই জিনিসটা আমি ঘরে বাইরে, বন্ধুমহলে, কেউ না থাকলে চ্যাটরুমে মানুষ ধইরা হলেও চালায়া যাইতেছি।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
মৃদুল ভাই, মজা করতে শুরু করেছি আমিই। ক্ষমা করবেন।
তবে ক্ষতির ব্যাপ্তি বিবেচনায় আমার ধারণা সিগারেট। একজন স্মোকার তার আশেপাশের সবার ক্ষতি করে। Passive smoking এর ক্ষতি direct smoking এর চেয়ে একটুও কম না।
Passive smoking বিষয়ে খুব মজার একটা ভিডিও। এখানে আপলোড করে দিয়েছি। সাইজ ৪.৮ মেগাবাইট।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
কবিতা। এই নেশা মারাত্মক। নিজেরতো ভীষণ ক্ষতি করেই। না আসে অর্থ-কড়ি, না আসে কিছু। মান-সম্মান সব ডোবে। সংসারে টিকে থাকা দায় হয়ে যায়। আর আশে পাশের লোকদেরও দৌড়ের ওপর রাখে। কত লোক দেখলাম জীবনে, যার হাঁটতে পর্যন্ত নিদারুণ কষ্ট, কবিতার নাম শোনার পর খিচ্চা দৌড় মারে। এই সচলেও তাদের কারো কারো সাথে দেখা মেলা হয়ত কঠিন না! তাই সব দিক বিবেচনা করলে আমারতো কবিতার কথাই মনেহয়।
আমার নেশার কথা আমি কমু না ;)
কারণ শুনলে পাবলিক গাইল দিয়া ভুত ছাড়াইবো। শুধু কৈতারি, আমার নেশা কারুর কোনও ক্ষতি করে না :)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
সিগারেটের নাম এক নম্বরে রাখবো, বহু কষ্টে ৬ বছরের ধূমপানের অভ্যাস ত্যাগ করেছি, তাই ভালো মতোই জানি এ ব্যাপারে।
আর অন্যান্য দিকে বলতে হয়, ইন্টারনেটের নেশাটাই খারাপ। আমি আদ্যপান্ত ইন্টারনেটগ্রস্ত মানুষ। আই আর সি দিয়ে শুরু, ফোরাম এবং অবশেষে ব্লগিং , আমার লেখাপড়া পুরোপুরি শিকেয় উঠেছে এই ইন্টারনেটের জন্য।
আমার কাছে এটাই নিকৃষ্ট নেশা !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
দিনে এক প্যাকেট সিগারেট খাই সেই কয়েকযুগ থেকে , কিন্তু আজ পর্যন্ত নেশা হল না ।
দিনে ১২ ঘন্টা নেটে থাকি , তবু নেশা হল না ।
১০ ঘন্টা ঘুমাই , কিন্তু নেশা হল না ।
ইশ , আমার কোন নেশা নেই ।
'লাভ'-এর নেশা। বাংলা ইংরেজি যে অর্থেই নেন। খুব খারাপ ! হয় নিজে জ্বলবো, নয় তো অন্যরে জ্বালাইবো। এক্কেবারে ফকফকা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
জর্জ বুশের আগ্রাসী নেশা... এক ইরাকেই কত লোক মইরা সাফ হইলো...
জর্জ বুশ টাইপ অন্য লোকেদের নেশাও এইখানে বিবেচ্য
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
'আমিত্বের' নেশা, সবচেয়ে খারাপ। যে কোন দিকে চলে যেতে পারে, সাথে নিয়েও যেতে পারে।
- মেয়ে মানুষের বাঁকা নজর!
এই নেশায় সারা পৃথিবী কাইত। দুনিয়ার তাবৎ যুদ্ধ বিগ্রহ, ঘটনা-রটনা, কোপাকুপি, খুন-খারাবি, কিলাকিলি, চুলাচুলি, জাতাজাতি ইভেন পাদাপাদি সব-ই ঐ বাঁকা নজরকে কেন্দ্র করে। এর চাইতে দুষ্টু নেশা আর কোনোটাই নাই। বাজী লাগতে চাইলে বাজী। দুই টেকা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অভিজ্ঞতা!!
বুঝেছ বাওয়া? স্রেফ অভিজ্ঞতা থেকে বলছে।
কি মাঝি? ডরাইলা?
যে নেশা মানুষের শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করে সেটাই সবচেয়ে খারাপ নেশা।ধূমপান, মদ্যপান, ড্রাগের নেশা এগুলোকে আমি কখনোই দুই চোখে দেখতে পারিনা তাই সবার আগেই রাখবো।এছাড়া অন্য অনেক কিছুই নেশা হয়ে দাড়াতে পারে তবে একটু হলেও হয়তো ভাল এগুলোর চেয়ে।আমি ব্যক্তিগতভাবে ইন্টারনেটে নেশাগ্রস্থ মানুষ, আমার পড়ালেখার অবস্থা আর নাইবা বললাম।ক্ষতি করছে অবশ্যই এটা আমার।
লেখাপড়ার নেশা। তাও পাঠ্যবই। সেই ছোটবেলা থেকেই এই নেশার মধ্যেই আছি। :D
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ইন্টারনেট ... পড়ালেখার চোদ্দটা বাজায়ে দিছে :(
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
হুমম! নেশা নেশা খেলছেন সবাই! এটাও কি এক নেশা নয়?
মৃদুল ভাই বলেছেন - "সবচেয়ে খারাপ নেশা সেটাই, যেটা সবচে বেশি সংখ্যক মানুষের ক্ষতি করে"; কথা হল সবাই যে নেশা করতে পছন্দ করে ঐ নেশা, নাকি একজনের যে নেশা সবাইরে কান্দায় ঐ নেশা?
প্রথমটা যদি সত্যি হয় তাহলে একটা কথা আছে! সবাই যেই জিনিস করতে চায়, ঐটা কি আদৈ নেশার সংজ্ঞায় পড়বে?
***
প্রধাণ নেশা কি এটা হতে পারে - আমদের আসলে নেশা করার নেশা আছে??
CONFUSED :0?
নতুন মন্তব্য করুন