বলতে পারেন কেমন হবে?

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: বিষ্যুদ, ১৯/০৬/২০০৮ - ১:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেমন হবে চোররা যদি ঠ্যাঙ্গায় ধরে পুলিশ পেলে?
কেমন হবে টিচার যদি ছাগল পড়ায় ছাত্র ফেলে?
কেমন হবে মঙ্গল থেকে চাঁদের দিকে ছাড়লে রকেট?
কেমন হবে জামার হাতায় দশটা করে থাকলে পকেট?
কেমন হবে শুটকি-পোলাও কাঁঠাল মেখে সিদ্ধ খেলে?
কেমন হবে অষ্টাদশীর ষাট বছরের বৃদ্ধ ছেলে?
কেমন হবে পাঁচ বছরের ছেলের হলে লম্বা দাড়ি?
কেমন হবে খেঁকশিয়ালে করলে বাঘের খবরদারি?
কেমন হবে গামলা মাথায় ইস্কাটনে ঘুরতে গেলে?
কেমন হবে হাতির পিঠে পিঁপড়ে যদি টেনিস খেলে?
কেমন হবে হালের বলদ হঠাত্ যদি সেলাম ঠোকে?
কেমন হবে চামড়া গায়ের ঝলসে গেলে চন্দ্রালোকে?
এমন কিছুই আর হবে না, একটু যাহোক রঙ্গ হবে--
সুস্থ যত নিয়মকানুন একটু শুধু ভঙ্গ হবে!


মন্তব্য

নুশেরা তাজরীন এর ছবি

সুকুমারের আবোলতাবোল আর সেভাবে মিস করবনা যদি এমন ছড়া নিয়মিত পাই।

আকতার আহমেদ এর ছবি

এইবার কিন্তু বস ফাটাই ফালাইসেন !
প্রথমে (বিপ্লব) অত:পর গুল্লি শেষে কোলাকুলি

কীর্তিনাশা এর ছবি

গুল্লি
গুরু দারুন হইছে। কিন্তু ২য় লাইনটা পড়তে গিয়া কেমন যেন খটকা লাগলো । বুঝলাম না আমারই সমস্যা নাকি ছন্দের সমস্যা।

---------------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

হুম! আপনার ছড়া কই? ছাড়েন না ক্যান?

ইশতিয়াক রউফ এর ছবি

ভাল লাগলো।

জি.এম.তানিম এর ছবি

ভালো লাগলো।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্পর্শ এর ছবি

দারুণ লেগেছে! বললে কম হবে! অসাধারণ!

তবে কিছু যদি মনে না করেন তাইলে বলি, দ্বিতীয় লাইন টা মনে হয় একটু দেখতে পারেন।

....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

অমিত আহমেদ এর ছবি

ভালো লাগলো।
সচলে এখন অনেক ছড়াকার। এবার একটি ই-বই করা যায় না!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

পরিবর্তনশীল এর ছবি

সেকেণ্ড লাইন পড়তে একটু সমস্যা হয়েছে আমারও।
বাকীটা ফাটাফাটি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মৃদুল আহমেদ এর ছবি

দ্বিতীয় লাইনটি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে নতুনভাবে ঢেলে সাজালাম... আশা করি এবার আর পড়তে ততটা ছন্দ কাটবে না বোধহয়!
হলে আবার জানান, কারণ
আমি তো আছি... আমি কি মইরা গেছি?
প্রয়াত ভানু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটি লাইন উদ্ধৃত করলাম!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আকতার আহমেদ এর ছবি

বস.. তাইলে আমার একখান কথা আছে

কেমন হবে চোররা যদি ঠ্যাঙ্গায় ধরে পুলিশ পেলে?
কেমন হবে টিচার যদি ছাগল পড়ায় ছাত্র ফেলে?

পেলে/ফেলে না দিয়ে অন্য কিছু দেয়া যায়না বস?

যেমন :
কেমন হবে চোররা যদি ঠ্যাঙ্গায় ধরে পুলিশ পেলে
কেমন হবে .....................জেলে/রেলে/গেলে...

অমিত আহমেদ এর ছবি
স্নিগ্ধা এর ছবি

কি বা আর বলি ? যথারীতি ......

মাহবুব লীলেন এর ছবি

তখন....

চাকরি করে উল্টা বেতন গুনতে হবে
গোআর মুখে 'মুই ক্রিমিন্যাল' শুনতে হবে
জিনিসের দাম কমতে কমতে শূন্য হবে
খুন খারাবি করলে অনেক পূণ্য হবে
মৃদুল ভায়ের সাহিত্যরোগ বিদায় হবে
সচল পাতায় গুঁতাগুঁতির কী দায় হবে?

আকতার আহমেদ এর ছবি

অভিনন্দন ছড়াকার মাহবুব লীলেন

মাহবুব লীলেন এর ছবি

নারে ভাই
যতই ডাকাডাকি করেন ওই দিকে আর পা বাড়াবো না
আমরা বেতাল আর বেমিলের লোক
কলম ধরার শুরুতে শব্দে শব্দে কিছু ঠোকাঠুকি করে তাল তোলার চেষ্টা করেছিলাম
পরে দেখলাম ওটা অন্যদের জিনিস
কারণ আমি যদি রাস্তায় তাল আর মিল খুঁজতে খুঁজে চলি তবে তালগোল পাকিয়ে কোনদিন ড্রেনের মধ্যে পড়ে থাকতে হবে

সুরহীনতা- তালহীনতা আমার জন্য অনেক ভালো
নিজের প্রতিটি সেকেন্ডের সঙ্গে খাপে খাপে মিলে যায়

সুর তাল লয় আর ঐক্য দূর থেকে দেখি
আর মনে মনে বলি

আমাদের গ্রামে তোমাদের মতো নিজস্ব কোনো নদী নেই
এমনকি আশপাশে দশ কিলো পথেও না

আমার ঘরের নাক বরারর স্তব্ধ বদ্ধ জলাশয়; বিশাল হাওর...

হাওরে পানি আছে কিন্তু নদীর মতো স্রোত নেই বলে সব হয়ে পড়ে এলোমেলো এবড়ো থেবড়ো ঢেউ

কিন্তু

অভিজাত তরুণীর মতো বেঢল যৌবন শক্ত শাড়ির বাঁধনে বেঁধে
ধীর স্থীর সতর্ক স্রোতের কোনো নদী নেই

তাই যত কিছু স্রোতের মতো গোছালো তার থেকে দূরে দূরে থাকি

অছ্যুৎ বলাই এর ছবি

কেমন হবে চোররা যদি ঠ্যাঙ্গায় ধরে পুলিশ পেলে?
নতুন এ কী? চোররাই তো ভাগা দিয়ে পুলিশ পালে।
কেমন হবে টিচার যদি ছাগল পড়ায় ছাত্র ফেলে?
ছাগল গরু সবই পড়ায় মাসের শেষে টাকা পেলে।

কেমন হবে মঙ্গল থেকে চাঁদের দিকে ছাড়লে রকেট?
ফোবোস ডিমোস জোট পাকিয়ে চাঁদকে দিবে মেটাল জ্যাকেট।
কেমন হবে জামার হাতায় দশটা করে থাকলে পকেট?
পার পকেটে মোবাইল রাখায় সেলফোনিদের বাড়বে মার্কেট।

কেমন হবে শুটকি-পোলাও কাঁঠাল মেখে সিদ্ধ খেলে?
মাগনা পেলে বাঙালিরা আলকাতরাও শুকনা গেলে।
কেমন হবে অষ্টাদশীর ষাট বছরের বৃদ্ধ ছেলে?
মাতব্বরি ছুটে যাবে খেলতে গিয়ে অক্কা পেলে।

কেমন হবে পাঁচ বছরের ছেলের হলে লম্বা দাড়ি?
রামপাঠাদের নেতা হবে ভাব নিবে সে বড় খোঁয়াড়ি।
কেমন হবে খেঁকশিয়ালে করলে বাঘের খবরদারি?
বিড়ালেরও বাড়বে গাহাক বাঘের সাথে চরম আঁড়ি।

কেমন হবে গামলা মাথায় ইস্কাটনে ঘুরতে গেলে?
টাকটা তবে বেঁচেই যাবে পুলিশ যদি প্যাঁদায় ফেলে।
কেমন হবে হাতির পিঠে পিঁপড়ে যদি টেনিস খেলে?
টেনিস racket কে বানাবে ঠেকছে কেমন গোলমেলে।

কেমন হবে হালের বলদ হঠাত্ যদি সেলাম ঠোকে?
ঘোড়ার মত জিন পরিয়ে দিতে হবে দড়ি নাকে।
কেমন হবে চামড়া গায়ের ঝলসে গেলে চন্দ্রালোকে?
দুষ্টু প্রেমিক সাজা পাবে ডেটিংয়ে এসে রাতের ফাঁকে।

এমন কিছুই আর হবে না, একটু যাহোক রঙ্গ হবে--
সুস্থ যত নিয়মকানুন একটু শুধু ভঙ্গ হবে!
যা ঘটে ভাই, তাহাই নিয়ম অন্য কিছু নিয়ম কবে?
দেখে দেখে এসব কিছু অনুভূতিটাই ভোঁতা হবে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

স্নিগ্ধা এর ছবি

যা ঘটে ভাই, তাহাই নিয়ম অন্য কিছু নিয়ম কবে?
দেখে দেখে এসব কিছু অনুভূতিটাই ভোঁতা হবে।

চলুক

মৃদুল আহমেদ এর ছবি

আসেন বলাইদা, আপনার মাথাটা একটু দলাইমলাই করে আরাম দেই... এই এক ছড়া নিয়ে খামাখাই যে মাথা খাটানটাই না খাটালেন!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অছ্যুৎ বলাই এর ছবি

মাথা আসলেই আউলা-ঝাউলা হয়ে গেছে। প্রশ্নের উত্তরের জন্য খাটতে হয় নি; কিন্তু ছন্দ মিলানোর চেষ্টা করতে গিয়ে মাথায় পটকা থেকে রকেট লাঞ্চার সবকিছুই প্রয়োগ করতে হয়েছে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মৃদুল আহমেদ এর ছবি

লীলুদার ছড়ার পর তো আমার ছ্যাড়াব্যাড়া অবস্থা...
ছ্যাড়াব্যাড়া অবস্থার ব্যাখ্যা জানতে চান? যে অবস্থায় একজন "সম্ভ্রান্ত তরুণ" একজন "উদ্বাস্তু উদ্ভ্রান্ত ছ্যাড়া"য় রূপান্তরিত হয়!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

এহেছান লেনিন এর ছবি

এতো সুন্দর ছড়া আর
কি বলেন ভাই পড়া হবেনা!
পড়ে ফেললাম এক দমে তাই
দুই গুরুকেই সালাম জানাই।

ধন্যবাদ
ছড়াকার ও ছড়ার উত্তর দানকারী দুজনকেই।
******************************

রক্তে নেবো প্রতিশোধ...

রক্তে নেবো প্রতিশোধ...

মুশফিকা মুমু এর ছবি

হাহাহা মজার হবে মজার হবে খাইছে
অছ্যুৎ বলাই ভাই ও মজার লিখলেন।
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ফারুক ওয়াসিফ এর ছবি

সুকুমারের আবোলতাবোল আর সেভাবে মিস করবনা যদি এমন ছড়া নিয়মিত পাই।

নুশেরার সঙ্গে একমত।
দ্যাখলেন তো, আপনার ছড়ার গুণ,
যিনি আর লিখবেন না ছড়া
তিনিও কেমন পাগলপারা

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ফাটায়ালাইসেন!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দ্রোহী এর ছবি

পোস্ট ও মন্তব্য পড়ার পর কইলামঃ

পুরা কোপানি!!!!!!!!!!!


কি মাঝি? ডরাইলা?

খেকশিয়াল এর ছবি

ওরে-এ-এ-এ জটিল !!
ফাডাফাডি টাইপ একটা ছড়া হইসে,
লীলেনদা আর বলাইদার টাও কাডাকাডি হইসে
পুরা ছড়া কোম্পানি, জোশ জোশ ! দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

সেই রকম হইছে। এ গতি দুর্নিবার হোক। আমরা চাই বাংলা সাহিত্যে আবার ছড়ার সুবর্ণ সময় সচলের ছড়াকারদের হাতেই সূচিত হোক।

স্পর্শ এর ছবি

এইবার পার্ফেক্ট !! হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

লুৎফুল আরেফীন এর ছবি

নুশেরার মন্তব্যটা আমি ধার করছি।
অতি সুঃস্বাদু!

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।