অ্যাই পোলাপান-ন-ন... লাগাও হাততালি!

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: মঙ্গল, ০১/০৭/২০০৮ - ১২:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

মোমবাতি কোনখানে... কেকখানা আনো না!
হইচই এত কেন?
তাও বুঝি জানো না...
আজকে যে সচলের জন্মের দিনটা!
দাঁড়া! দাঁড়া! এক পাক নেচে নেই ধিন তা!
নাচানাচি পরে আগে কেক কাটো জোরসে...
(এক কেকে এত লোক? মডুরাম মরসে!)
আরো আছে সিঙ্গারা, সমুচা ও মিষ্টি...
তারপরও কারো কারো মুখ কালোকিষ্টি...
সিঙ্গারা-সমুচাতে নয় তারা তুষ্ট,
লোক অতি দুষ্ট!
...তারা চায় আজ রাতে ভয়াবহ ফিস্টি!

প্লেটভরা বিরিয়ানি সাথে বোরহানি চায়,
কচি পাঁঠা তাজা গরু সবই খানদানি চায়,
আরো চায় মুর্গির রোস্ট করা ঠ্যাঙ গো...
সবশেষে গোটা বারো রাজশাহী ম্যাঙ্গো!

ধ্যাত্তেরি! থামা সব খাবারের গল্প...
বেশিদিন বাঁচে তারা, যারা খায় অল্প!
জন্মদিনের সুখে এত বেশি খাইলে
টান মেরে তুলে নিয়ে যাবে আজরাইলে...

ভয় নেই মডুরাম, কেক কাটো খুশিতে--
থাকুক না পেটুকেরা মনে মনে ফুঁসিতে...
ধাকে তিনা তেরেকেটে ধিনি ধিনি ধেরে তাক!
এক ফুঁয়ে মোমবাতি লাফ দিয়ে নিভে যাক!

হাততালি! হাততালি! বাহবা কী ফূর্তি!
শুভ হোক সচলের বারো মাস পূর্তি!
হাততালি! হাততালি! হিপ হিপ হুর রে!
এক যুগ পূর্তিটা নয় বেশি দূর রে!


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

হা হা হা। মডুরামের হাতে কেক কাটা! তাইলে হইছে!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ইশতিয়াক রউফ এর ছবি

সেইরম!

খেকশিয়াল এর ছবি

কেক খামু কেক খামু কেক কাটো মডুরাম
কিপটামি করসো কি একলাই সব খাম দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আহমেদুর রশীদ এর ছবি

জব্বর জব্বর
লালনীলদীপাবলী
জন্মের খব্বর

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

আকতার আহমেদ এর ছবি

"আজকে যে সচলের জন্মের দিনটা"
শাহবাগে কেক কাটা হবে নাকি তিনটা !
হিপ হিপ হুররে
চারদিকে উত্সব বিজয়ের সুর রে !

গৌতম এর ছবি

তাই! শাহবাগে কখন কেক কাটা হবে??
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

হেহেহেহে। দারুণ হইছে।

থাকুক না পেটুকেরা মনে মনে ফুঁসিতে...

পেটুকদের পচাইলেন ক্যান? মাইন্ড খাইছি মন খারাপ

~ ফেরারী ফেরদৌস

নজমুল আলবাব এর ছবি

পেটে ক্ষিদা ধরায়া দিলরেএএএ...

ভুল সময়ের মর্মাহত বাউল

আকতার আহমেদ এর ছবি

গৌতম লিখেছেন :
তাই! শাহবাগে কখন কেক কাটা হবে??

টুটুল ভা'য়ের ব্লগে জেনেছি এ তথ্য
ঘটনাটা সত্য !

মাহবুব লীলেন এর ছবি

শুধু শিশুখাদ্যের তালিকা দেখে তরল বিহীন জন্মদিনের অনুষ্ঠান বর্জন করলাম

খেকশিয়াল এর ছবি

লীলেনদা রাগ করেন কেন ? আমরা দামড়াপেয় ও পান করুম। এই দেখেন কি পাইসি !! ভদকা মেকার !! এইটা অর্ডার দিয়া আনান যায় না ? আমার একটা লাগত খুবই মন খারাপ
auto

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মাহবুব লীলেন এর ছবি

নজরুল টের পাওয়ার আগে আমারে পাঠায়ে দিলে ডবল দাম দিমু

কীর্তিনাশা এর ছবি

আরররে সাবাশ! মৃদুল ভাই তো পুরা ফাটায়া দিছেন।
[img=auto]Free Smileys & Emoticons at Clipart of.com[/img]
------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

হাহাহাহাহাহাহা
আপ্নে তো পুরা মুমু আর তার নাচের দল নিয়ে আসছেন গড়াগড়ি দিয়া হাসি
( মুমু আছে নাকি আশেপাশে !! ইয়ে, মানে... )

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তারেক এর ছবি

দারুণ !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

স্বপ্নাহত এর ছবি

ভাইজান, অহন কিন্তু মোটেও আর পোলাপাইন নাই। রীতিমত বড় মানুষ হয়ে গেছি চাল্লু

যাকগা, মুরুব্বি মানুষ... কইলেন যখন (তালিয়া)

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

রেনেট এর ছবি

অতি চমতকার ছড়া! মৃদুল ভাই জিন্দাবাদ!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

৫ তারা হাসি অসাধারন হাসি
আমিও খাবো দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পান্থ রহমান রেজা এর ছবি

মৃদুল ভাই, আমি কিন্তু পোলাপান না। ২৫ বছরের যুবক। তবে ভালো লাগলো বলে বাচ্চাগোর মতো খুশিতে হাততালি দিলাম।

স্নিগ্ধা এর ছবি

মৃদুল, দেখা যাচ্ছে আমিই সবচাইতে 'সুশীল' সচল! যা যা খেতে বলা হয়েছে তার প্রত্যেকটা খাচ্ছি তো বটেই, এবং খাচ্ছি আরো দুই সচলকে সাথে নিয়ে! (ইয়ে, চিকেন চাপ্‌লী কাবাবটা ফাটাফাটি মজা, আর ওরীয় আইস্ক্রীম কেকটা এই গরমের দিনে কেমন লাগতে পারে আশা করি বুঝিয়ে বলতে হবে না? দেঁতো হাসি )

আমি কিন্তু মনপ্রাণ দিয়ে জন্মদিন পালন করছি, হুহ!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দুর্দান্ত, প্রাণবন্ত ছড়া।
তবে খাবার বর্ণনা একটু রয়েসয়ে দিলে ভালো হতো না!
দাঁড়ান, আজ আমি পেট ভরে মদ খাবো!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দ্রোহী এর ছবি

দুর্দান্ত ছড়া।

আমি গরীর মানুষ। আপনারা সবাই খান। আমি হা করে দেখি .....


কি মাঝি? ডরাইলা?

অতিথি লেখক এর ছবি

বাহ বাহ। দুর্দান্ত ছড়া।

জিজ্ঞাসু

অতন্দ্র প্রহরী এর ছবি

চরম! দেঁতো হাসি

মৃদুল আহমেদ এর ছবি

ইসসস! স্নিগ্ধাদির বিবরণ শুনে আমারই এখন জিভে পানি আসছে...
ছড়ায় খাবারের কথা লেখা এক জিনিস, আর সত্যি সত্যি খেতে শোনা আরেক জিনিস...
পরের পয়সায় মাগনা খাওয়া পেলে আমি অনেক খেতে পারি... দেঁতো হাসি
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।