তুই তো মানুষ বিশাল মাপের, কথায় কথায় হাত্তি মারস...
মুক্তিসেনার পৃষ্ঠদেশে জোশ মিটায়া লাত্থি মারস...
কী আর কমু, তুই তো শালা বিরাট বড় হিরো...
টাইন্যা ইতিহাসের নাড়ী লাগায়া দিছস গিরো!
নাঙ্গা-ভুখা বাঙ্গালিরা সবাই যহন বাঁটে...
তহন তোরা হুরের খেলায় ব্যস্ত থাহস খাটে!
তারপরেও একটা কথা স্মরণ রাখিস বাপ,
যার পিডে তুই আইজকা গেলি রাইখ্যা জুতার ছাপ...
আমরা সবাই ভুইল্যা যামু,
চেইত্যা আবার ঝুইল্যা যামু, কইরা দিমু মাপ!
ঐ বেডা তো ভুলব না,
ঐ জামাটা গায়ের থিকা হয়ত সে আর খুলব না,
করতে কিছু পারব না, তারপরেও ছাড়ব না...
তার ঘরেও হয়ত আছে পুলা...
স্বপ্ন দ্যাহে পিডায়া তরে করব কবে লুলা!
(চুপ্পে তোরে কইয়া রাহি, ঐ পুলাডা পাজি,
পশ্চাতে তোর ব্যাম্বো দিতে মরতেও সে রাজি!)
মন্তব্য
আমার মায়ের সব করেছে যে লুট..
তার গুয়াতে ব্যাম্বু দিলি
মৃদুল তোরে স্যালুট !
দাঁতের বদল দাঁত নেব আর চোখের বদল চোখ...
পাওনা ফেলে রাখব মোরা নই তো তেমন লোক!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
ছবিটা মনে হয় একটু রিসাইজ করতে হবে।
হাঁটুপানির জলদস্যু
মন্তব্য করার আর কিছুই নাই --------- পিটায় হাড্ডি ভাঙা ছাড়া!
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
আপনাকে জাঝা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কথা বলা বলি বহুত হইল। এবার সত্যি সত্যি ব্যাম্বু ঢুকানোর দরকার।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ঈশ...সত্যি সত্যি যদি সেটা করতে পারতাম।
মৃদুল ভাইকে উত্তম ছড়ার জন্য *****
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
ঘৃণা ভরা থুথুও ওদের জন্য নয় ওদের লাশ শকুনে খাক্
ওরা আমাদের জীবন মরণ শত্রু-.....
মৃদুল আহামেদ, মধ্যরাতে এক লাইন 'আমার সোনার বাংলা..' গাইলাম। আমার বিবেককে দাঁড় করিয়ে ঐ পতাকার সামনে।(আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।) নিজে দাঁড়িয়ে এই বৃষ্টি ভেজা নির্জন ঘরে বিদ্যুৎ বিহীন রাতে।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
রাজাকারবধ কাব্য নামের বীরগাথা রচিত হবার পটভূমি কি কখনও তৈরি হবে আমাদের দেশে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
জোস্ হইসে কাকু! ফাটাফাটি! জাঝা
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
আর কত সময় দরকার আমাদের???????
চরম হইছে ছড়াটা! শেষ দুটি লাইন এক্কেরে পারফেক্ট।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- পনেরো কোটি বাঙালী, আমরা কি সবাই মেরুদন্ডহীন হইয়াই থাকুম নাকি আজীবন?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দুর্দান্ত হয়েছে @ মৃদুল আহমেদ
নুরুজ্জামান মানিক
*******************************************A life unexamined is not worthliving.-Socrates
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
দুর্দান্ত ছড়াকারের দুর্দান্ত ছড়া। কিন্তু আর কতকাল আমরা এমন ছড়া, কবিতা আর ঘৃনার কথা মালায় ওদের ধিক্কার জানাবো? কবে সত্যি সত্যি আরেকটা যুদ্ধ লাগবে?
---------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ সবাইকে। একটা ভালো সময় এসেছে এই হারামাজাদাদের নিয়ে সোচ্চার হওয়ার। ফলদায়ক কিছু ঘটতেও পারে। কেউ বলুন না, কী করা যেতে পারে...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
নতুন মন্তব্য করুন