বাজারে এসেছে নতুন প্রোডাক্ট... "মুক্তিযোদ্ধা রাজাকার"!
হাসতে হাসতে পেট ফেটে গেল, হয়ে গেল বাঁকা মাজা কার?
হোলসেলারের কাজটা নিয়েছে মোদাচ্ছিরের বাপটা...
ভয়ে থাকে, হলে বিতরণে ভুল খাবে জামাতের "ঠাপ"টা!
খোলা মার্কেটে পাবেন না এটা, তবু যদি হাতে চান তা...
খোঁজ দিতে পারে চোদনা জামাতি, পারে সামরিক জান্তা!
তারপরও যদি ধারেকাছে কেউ পেয়ে যান এই মালটা...
খপ করে ধরে বেঁধে দিন ওর দাড়ির সঙ্গে বালটা!
সারাদিন যত হিসি-হাগু পান, ভরে নিয়ে দুই ঠোঙ্গা
ঠেসে দিন ওর মাথার ওপরে, সাথে মেরে দিন পোঙ্গা!
থান ইঁট বেঁধে ওর ইয়েটাতে "নাড়াই নাড়াই খেলা"
করেই নাহয় কেটে যাক আজ এই অবসর বেলা!
বাংলার পথে বিনোদন হোক এই মালটিকে ঘিরে...
জানি না সেটাতে ধন্য হবে কি হবে না মোদাচ্ছিরে!
মন্তব্য
হাহা! জব্বর হইছে মৃদুল ভাই! একে একে সব কয়টারে ধরেন।
ছবিগুলারে বড় করা যায় না?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
জব্বর! আসলেই জব্বর!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ছবি বড় করলে পেইজ লোড হইতে সমস্যা হয়!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
মারছে রে!!
--------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ কার? জামাতের।
দ্যাশে উন্নয়নের ক্রেডিট কার? মামাদের।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
মৃদুল আহমেদের ছড়ার ভাষা, বক্তব্য তুখোড়। ছড়ার আঙ্গিক, ছন্দ নিয়ে পরীক্ষানিরীক্ষাও বেশ উজ্জ্বল।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
খাইছে!
- চরম
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মুগ্ধ হয়েই চলেছি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন