লেখার সুফল

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: মঙ্গল, ২৯/০৭/২০০৮ - ১০:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ডিসকো যারা নাচতে পারে--
বাংলা মটর রাস্তা পারের সময়
তারাই বাঁচতে পারে!
আর যারা গান গাইতে পারে--
তারাই শুধু কালার কাছে
চেঁচিয়ে কিছু চাইতে পারে!
অ্যাক্টিংও যে করতে পারে--
মরার আগেই মঞ্চে সে লোক
ইচ্ছেমতো মরতে পারে!
এবং যারা লিখতে পারে--
লেখার পরে ছাপতে গিয়ে
অনেক কিছুই শিখতে পারে!


মন্তব্য

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ঠিক ঠিক! অনেক কিছুই শিখতাসি!

আগে শুনসি চাকরি, তদবির, সাহায্যর বেলায় কোটার ব্যাপার আসে। অখন সচলায়তনে আইসা দেখি লেখালেখিরও কোটা আসে। মন্তব্যেরও কোটা আসে।

আধা সচল চব্বিশ ঘন্টায় একটা পোস্ট দিতে পারে। কয়টা মন্তব্য করলে জানি তার মন্তব্যর কোটাও পুরা হইয়া যায়।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মৃদুল আহমেদ এর ছবি

আপনি এখনো আধা-সচল কেন আছেন বুঝতে পারলাম না! প্রচুর তো লিখলেন এবং আপনার লেখা আর চিন্তার মান সম্পর্কে আমাদের সবারই ধারণা এখন রীতিমতো স্পষ্ট! সম্ভবত নানা ঝামেলার ডামাডোলে আপনাকে এখনো পুরো সচল করার মতো উদ্যোগ নিতে পারেন নি মডারেটররা! এই ব্যাপারে আশু পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মডারেটরদের!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

নুরুজ্জামান মানিক এর ছবি

এবং যারা লিখতে পারে--
লেখার পরে ছাপতে গিয়ে
অনেক কিছুই শিখতে পারে!

নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আকতার আহমেদ এর ছবি

..আর যারা খুব চাটতে পারে
তারাই এখন এই সমাজে
"বুক ফুলিয়ে" হাটতে পারে !

ছড়ার জন্য ধন্যবাদ মৃদুল ভাই !

ইশতিয়াক রউফ এর ছবি

তা কী কী শিখলেন? চিন্তিত


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

মুশফিকা মুমু এর ছবি

আসলেই একদম ঠিক হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতন্দ্র প্রহরী এর ছবি

শেখার আছে অনেক কিছু! হাসি

অনিশ্চিত (অতিথি হিসেবেও লগইন করতে পারছি না) এর ছবি

... আপনার ছড়ার ভক্ত হলাম।

অনিন্দিতা এর ছবি

চমৎকার, চমৎকার এবং চমৎকার

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।