যেই রাজ্যের পাওয়া যায় না দিশে...
সেই এক রাজ্যের শাহজাদী সে!
সে দেশের ফুলগাছে খঞ্জনা পাখি,
রোদ্দুরে মেঘে মেঘে ভারী মাখামাখি,
পাহাড় ঘুমায় আর নদী গায় গান,
তারই সাথে মন্ত্রীরা তাল দিয়ে যান...
শ্যামল ছায়ায় বসে রাখালের বাঁশি
ছাপিয়ে শুনতে পাবে প্রাণখোলা হাসি!
সেই দেশে মানুষের মন বড় শাদা,
এতটুকু ধুলো নেই, এতটুকু কাদা...
সেই দেশে উৎসব, ভারী ধুমধাম,
গান আর বাজনার নেই তো বিরাম,
শাহজাদী! শাহজাদী!... বড় কলরব!
জন্মদিনের আজ তারই উৎসব!
শাহজাদী, তুমি ভাই ভারী ভালো লোক...
রাজ্য তোমার চির অক্ষয় হোক!
(কাল শুক্রবার, অফিসে আসব না। নেটে মাস্তানি করাও তাই বন্ধ থাকবে। কিন্তু শ্যাজাদিকে জন্মদিনের শুভেচ্ছাটা তো জানাতে হবে! সেটা যে মিস করা চলবে না একেবারেই! তাই অগ্রিম জানিয়ে দিলাম জন্মদিনের শুভেচ্ছা।
অনেক ভালো থাকুন, অনেক সুন্দর থাকুন। বৃষ্টিদিনের মাটির সোঁদা গন্ধ ওঠা আপনার লেখাগুলো আমাদের অভিভূত করে রাখুক দিনের পর দিন। আপনার মনরাজ্যের যে অপূর্ব কথকতা, তার আবেশ ঘিরে রাখুক আমাদের।
শুভ জন্মদিন।)
মন্তব্য
ওরে দিদি, আজকের দিনে নাকি রাতে এলি?
পরমায়ূ শতেক হোক, ছানা-পোনা বিশেক।
দিনরাত কাটুক চিন্তাহীন, আনন্দ-আর সুখে!
জন্মদিনে ঠাকুর্দার কাছ থেকে আপনার জন্য এই আশীর্বাদ-ই পেলাম।
-শুভজন্মদিন শ্যাজামণি!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
হ্যাপি বার্থ ডে LEO দিদি।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
জন্মদিনের শুভেচ্ছা, শ্যাজাদি ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
শুভ জন্মদিন !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হ্যাপি বার্থডে, শ্যাজা!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
শুভ জন্মদিন শ্যাজাদি।
টেকে টাকা থাকলে
কিনে দিতাম ঢাকাই শাড়ী।
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
শুভ জন্মদিন!
শুভ জন্মদিন, শ্যাজা।
শুভ জন্মদিন শ্যাজাদি!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://biprodhar.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
Many Happy Returns Of The DAY
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আগে খাওয়ান, তারপর শুভেচ্ছা দিচ্ছি। থাক, আপাতত একটা লেখা দিন, আর এই যে দিয়ে গেলাম শুভেচ্ছা।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
শুভ জন্মদিন!
শুভ জন্মদিন শ্যাজাদি
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কিন্তু শ্যাজার এই জন্মদিন তো বাংলাদেশে কাটানোর কথা?
অগাস্টতো শেষ হয়ে যাচেছ
শ্যাজা কই?
প্রিয় ব্লগার, প্রিয় মানুষ, শ্যাজাদিকে জন্মদিনে অনেক, অনেক, অনেক শুভেচ্ছা।
)
---
(অফটপিক: ওফ! বড্ড দেরী হয়ে গেলো!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
শুভ জন্ম দিন। সিংহ রাশি ! ৩৪, ক্যনাল ওয়েস্ট রোড,
মানিক তলা ঘুরে আসুন,ভাল লাগবে।
আগষ্টে জন্ম নেওয়া সবাইকে 'সিংহশুভেচ্ছা '।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
উহুহু!! কন্যায় ঢোকার আগ পর্যন্ত শুভেচ্ছা জানান। নইলে তো আর সিংহশুভেচ্ছা হল না।![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
অংকের প্যাঁচে পড়ে গেলাম বোধায় !২২ অব্দিই যদি টানি তাইলে পেছনের ৮দিনের দোষ কি ?শুধরে দিই ?
জুলাই ২২ থেকে আগষ্ট ২২ এর মানব সন্তানদের
'সিংহশুভেচ্ছা '
( কেননা এ অধম এরই ভেতরকার কোন এক দিনের....)
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
লীলেনজী,![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
আগষ্ট শেষ হয়ে আরও দুই তিন মাস বোধ হয় পেরিয়ে যাবে দেশে যাইতে, খালি পিছায় খালি পিছায়
সচলায়তনের কাছে, সকল অদেখা বন্ধুদের কাছে, ভালবেসে যে সব ভাইয়েরা 'শ্যাজাদি' বলে ডাকেন, আর যিনি কখনও না দেখে, কখনও একটিও বাক্য বিনিময় না করে জন্মদিনে আগাম শুভেচ্ছা এমনভাবে রেখে যান.. ঋণ বেড়ে যাচ্ছে শুধু..
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
তাড়াতাড়ি আসেন
রাস্তায় কুড়িয়ে পাওয়া সেই ১০০ টাকার মধ্যে মাত্র বিশ টাকা আপনাকে খাইয়েছি
বাকি ৮০ টাকা এখনও আছে
অন্য কোনো সচল সেটা খেয়ে ফেলার আগে চলে আসেন
শুভ বাড্ডে...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
শ্যাজাদিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। জলদি দেশে আসেন এই কামনাই করি।
জন্মদিনের অনেক অনেক শুভচ্ছা শ্যাজাদি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ওমা! শ্যাজাদির জন্মদিন নাকি![অ্যাঁ অ্যাঁ](http://www.sachalayatan.com/files/smileys/13.gif)
![চাল্লু চাল্লু](http://www.sachalayatan.com/files/smileys/16.gif)
আগে জানলে তো শাহরুখকে বলে দিতাম আপনার সাথে ডিনার করার জন্য
অনেক অনেক সুখী হোন জীবনে।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
শ্যাজা, শুভ জন্মদিন।
অসংখ্য শুভ ইচ্ছা।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
শুভ জন্মদিন
-----------------------------------------------------
কেউ একজন অপেক্ষা করে
শ্যাজার শুভ জন্মদিনে
ধামাধাম কেক কিনে
চল্ল দাদা বাড়ি
কেকের সাথে নিলও আরো
ডুরে একখানা শাড়ী।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
- সেঝ'দি ওরফে শ্যাজাদি কে অনেক গুলো সিংখ মার্কা শুভেচ্ছা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভ জন্মদিন শ্যাজা আপু![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
মৃদুল ভাই দারুন ছড়া
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
শুভ জন্মদিন।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শুভ জন্মদিন, শ্যাজা।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
শুভ জন্মদিন!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
দেরীতে হলেও জানাই,
"শুভ জন্মদিন শ্যাজাদি"
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
মর্ত্যে শুভ আগমন।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
শুভ জন্মদিন শ্যাজাদি!
ঈশ্বরাসিদ্ধে:
অজ্ঞাতবাস
একটু দেরি করে ফেললাম শ্যাজাদি, সেই জন্য ক্ষমাপ্রার্থী।
প্রিয় শ্যাজাদির জন্য অনেক অনেক শুভেচ্চা এই শুভদিনে।
দিনটা তোমার অনেক ভাল কাটুক।
আন্তরিক শুভকামনা রইল তোমার জন্য।
--------------------------------------------------------
![](http://www.sachalayatan.com/files/images/juddho2.thumbnail_0.jpg)
শ্যাজুদি,
হ্যাপিবাড্ডে !! কেক আর পায়েস রইলো ...
শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা ।
মধুশ্রী
দেরি হয়ে গেল, বোধ হয়।
"সচলায়তনের দিদি" শ্যাজাকে জন্মদিনে শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন, লিখতে থাকুন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
শ্যাজাকে জন্মদিনে পারিজাত শুভেচ্ছা।
সরি ফর দেরি ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
সামু'পা, এহহে বড্ড দেরি করে ফেলেছি, তাও মারবা না এটা ঠিক জানি। হি হি, শুভেচ্ছা, জন্মদিনের।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
নতুন মন্তব্য করুন