শরতের নীল মেঘ

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: বুধ, ২৪/০৯/২০০৮ - ৯:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পেঁজা তুলো.........মেঘ নীল,
সোনারোদে .........ঝিলমিল,
উত্তুরে ...........হাওয়াতে,
দূরে ভেসে .........যাওয়াতে,
মনে নেই..........ঠিক তার
কোনটা যে.........দিক তার!
এই কথা..........জানাতে,
বাষ্পের...........ডানাতে-
চলে গেল..........পূর্বে-
সারাদিন...........ঘুরবে,
দিলে কেউ..........দৃষ্টি-
হয়ে যাবে..........বৃষ্টি।


মন্তব্য

আকতার আহমেদ এর ছবি

দিলে কেউ..........দৃষ্টি-
হয়ে যাবে..........বৃষ্টি।

আমরা তো মিয়া দৃষ্টি দিয়া বইসাই আছি সচলের পাতায়। কই আপ্নের লেখার বৃষ্টিতো আর হয়না । যাক ম্যালাদিন পর লিখলেন বইলা ধন্যবাদ ! তয় এই রকম চুপ কইরা থাকার কোন মানে হয়না !

মৃদুল আহমেদ এর ছবি

দিয়েন না ভাই ধন্যবাদ...
লেখা কাজের জন্য বাদ!
কথায় রাজা-উজির মারি,
লিখতে গেলেই মহামারী!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অতন্দ্র প্রহরী এর ছবি

এতই ভাল লাগল যে আমি যদি সুর করতে পারতাম তাহলে এইটার উপর সুর বসাইতাম। আর হ্যাঁ, আরেকটু লেখার বৃষ্টি ঝড়ালে মনে হয় ভালই হবে, নাকি বলেন! হাসি
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

মৃদুল আহমেদ এর ছবি

সারছে! এমনিতেই দেশে গীতিকারের অভাব নাই...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অনিকেত এর ছবি

চমৎকার!

মৃদুল আহমেদ এর ছবি

ধন্যবাদ অনিকেতদা। আপনার মতো চমত্কার মানুষের কাছ থেকে মন্তব্য পাওয়া আরো চমত্কার ব্যাপার!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

কীর্তিনাশা এর ছবি

অনবদ্য, অনন্য, অভাবনীয়, অতুলনীয় !!!!!

(অ দিয়া আর কিছু খুঁজে পাচ্ছি না। পেলে তাও লাগিয়ে দিতাম) দেঁতো হাসি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

সবচেয়ে কমন শব্দ "অসাধারণ"-টাই তো বাদ দিয়েছেন! চোখ টিপি
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

মৃদুল আহমেদ এর ছবি

অগা মার্কা লেখা! দেঁতো হাসি
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আহমেদুর রশীদ এর ছবি

ভালো লাগলো।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মৃদুল আহমেদ এর ছবি

টুটুল ভাই... কী হইছে আপনার? আপনি এইরকম ফটোকপি হইয়া গেছেন ক্যা? সামনে বইমেলা দেইখা প্রতিশ্রুদিশীল লেখকদের আবদার থেইকা লুকানোর লাইগা চেহারার এই দশা করছেন?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

খেকশিয়াল এর ছবি

দারুন লাগল
মৃদুলদা অনেকদিন পর লিখলেন মনে হয়, কেমন আছেন ?

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মৃদুল আহমেদ এর ছবি

মনে হওয়ার কিছু নাই, আসলেই অনেকদিন পর লিখলাম... ফেসবুকে আপমার ওয়ালে আপনার রিকুয়েস্টটা দেইখ্যাই...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সবজান্তা এর ছবি
মৃদুল আহমেদ এর ছবি

আহ!ধন্যবাদ!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

দেবোত্তম দাশ এর ছবি

শরতের কথা ভাবলেই মন ভালো হয়ে যায়, আপনার লেখা পড়েও তাই হলো।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

বরাবরের মত ভালো। কিন্তু লম্বা ডুব দিলে শ্বাসের সমস্যা হইলেও হইতে পারে। সাবধানে ডুব দিয়েন ভাই!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কৈত্তে আসে এতো রোমান্টিকতা পাব্লিকের ভিত্রে, বুজতারি না!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শেষ বিচারের আসরে উকিল নিয়োগের ব্যবস্থা না থাকলে ক্যাম্নে কী!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রূপক কর্মকার এর ছবি

মৃদুল দা,
বাষ্পের ডানা নেই আমার, তবু এই কথা জানাতে এলাম যে, আমারও ভালো লেগেছে।
____________________________
যেতে চাও যাবে
আকাশও দিগন্তে বাঁধা; কোথায় পালাবে?
.....আবু হাসান শাহরিয়ার

____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।