মৌনামীর নতুন একটি দিন

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: সোম, ২০/১০/২০০৮ - ১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এইমাত্র রাত বারোটা বাজল।
তারিখ বদলে হয়ে গেল ২০ অক্টোবর, ২০০৮।
আর ঘণ্টাপাঁচেক পরেই সূর্য উঠবে, নতুন সূর্য। নতুন বছরের প্রথম দিন। আমাদের মৌনামীর এক বছর হয়ে গেল।
একলা বসে আছি ল্যাপটপের সামনে। নিঃশব্দ রাত। অন্য ঘরে ঘুমোচ্ছে মৌনামী আর তার মা। আমি চুপচাপ বসে ভাবছি। একদম একা। ভারী ভালো লাগছে ভাবতে। মৌনামীর এক বছর হয়ে গেল? সারাদিনে হাজার রকম মুহূর্তের ভেতরে ছোট্ট এই মুহূর্তের আনন্দটা একান্তই আমার। শুধু আমার।
মৌনামীকে কী বলে শুভেচ্ছা জানাবে তার বাবা?
একটা মজার ছড়া লিখে?
একটা দুরন্ত স্বপ্নের গন্ধমাখা গল্প লিখে?
একটা সুন্দর ছবি এঁকে?
মজার একটা গান বানিয়ে তাল দিয়ে গেয়ে উঠবে?
মৌনামীর খামখেয়ালি বাবাটা এসব পাগলামি তো বেশ পারে!
কিন্তু সেসব থাক। এই পাগলামি তো বহু হল। নানান আয়োজনে, নানান উত্সবে।
মৌনামীর জন্মদিনে মৌনামীর বাবা আর লেখক নয়, গায়ক নয়, আঁকিয়ে নয়। ঐ আরোপিত পরিচয়গুলো তোলা থাক অন্য প্রয়োজনে। আজ মৌনামীর বাবা শুধুই মৌনামীর বাবা।

শুভ জন্মদিন মৌনামী আহমেদ। আপনি ভালো থাকুন। আমি স্বপ্ন দেখি ও বিশ্বাস করতে ভালোবাসি, নিজের দেশ আর পৃথিবীর মানুষের জন্য অনিঃশেষ ভালোবাসা নিয়ে বড় হয়ে উঠবেন আপনি, আর এই ভালোবাসা আবারও হস্তান্তর করে যাবেন উত্তর প্রজন্মের হাতে। সে ভালোবাসা আপনার বাবার মতো ব্যর্থ ভালোবাসা তো নয়ই বরং এতটাই সফল যে, একসময় বিপন্ন এবং দুঃখিত মানুষ বলতে পৃথিবীতে আর কিছু অবশিষ্ট থাকবেই না... মানুষ আবারও আবিষ্কার করবে সে আসলে পাহাড়ের চেয়েও উঁচু, সমুদ্রের চেয়েও বিশাল... হাতে হাত ধরে খোলা আকাশের নিচে দাঁড়াতে যে আনন্দ, সেই সুখ কখনো পাওয়া যায় না উঁচুতলায় বসে মিথ্যে অহমিকায়...
শুভকামনা মৌনামী আহমেদ...


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ওয়াও এক বছর! শুভ জন্মদিন মৌনামি। ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছবিটা একটু ছোট করেন বস।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মৃদুল আহমেদ এর ছবি

বস, আপনিই একটু দেন না... আমি এ ব্যাপারে একটু কম বুঝি...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

মৃদুল আহমেদ এর ছবি

ছবি কি বড় দিয়ে ফেললাম? সাইজ দেখলাম ৩৮৮ কিলোবাইট... তাই দিলাম নিশ্চিন্তে! কিন্তু আমার পেজে বিশাল দেখাচ্ছে ছবিটা, এটা কি আমার কম্পূসমস্যা, নাকি সবাই দেখছেন? বড় যদি হয় তাহলে মডারেটররা কেউ হেল্প করবেন প্লিজ?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জনাব, ছবিটির দৈর্য যেন ৪০০ পিক্সেলের বেশি না হয় তাহলেই হবে। ছবিটি যথেষ্ট বড় হয়েছে ফলে সচলায়তনের প্রথম পাতার পুরাটাই দখল করে নিয়েছে। খাইছে

মৃদুল আহমেদ এর ছবি

এবার বোধহয় ঠিক আছে... নাকি দেব আরো ছোট করে?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

পরিবর্তনশীল এর ছবি

এক বছর, শুনতে কী কিউট লাগছে। শুভ জন্মদিন 'বুড়ি'
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অনিন্দিতা এর ছবি

অনেক অনেক আদর মিষ্টি মৌনামী সোনার জন্য।
বড় হও,সফল হও-শুভকামনা থাকল।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হই মিয়া... বারোটার দিকে তো আপনের লগে কথা কইতেছিলাম... তখন তো কইলেন না...

যা হোক... পুচকি ঘুমায় ক্যান? তারে আর তার মায়েরে ঘুম থেকা উঠায়া নাচেন আর গান গান... 'জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও পেয়ার...'

আমাদের আড়াই জনের পরিবারের সর্বাত্মক শুভেচ্ছা তার নিকট পৌছায়া দেওয়ার দায়িত্ব আপেনর কান্ধেই থাকলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

- বাহ্, নাচের মতো করে এক পা তুলেছে মনে হচ্ছে!
টোটাল সুইট হাসি

বুড়িকে অনেক অনেক শুভেচ্ছা
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জিজ্ঞাসু এর ছবি

ছোট্ট মৌনামীর জন্মদিনে অনেক, অনেক, অনেএএএক প্রাণধালা শুভেচ্ছা।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

অনিকেত এর ছবি

মৌনামী কে অ-নে-ক আদর। অযুত লক্ষ তারার বৃষ্টি আজ তোমার উঠোনে।

আর মেয়ে, তুমি কি জানো তুমি কি রকম ভাগ্যবতী??
এমন চমৎকার একটা বাবা ক'জন পায়???

মৌনামীর নামী বাবা-কে ও অপার শুভেচ্ছা।

রেনেট এর ছবি

ছোট্ট মৌনামীর জন্য অনেক আদর ও ভালোবাসা।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মৌনামী আহমেদ কে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মৌনামী আহমেদের জন্মদিনে একরাশ শুভেচ্ছা। শুভেচ্ছা বাবা-মা'কেও।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু এর ছবি

মৌনামীর জন্যে অনেক শুভেচ্ছা রইলো।


হাঁটুপানির জলদস্যু

বজলুর রহমান এর ছবি

এক বছর বয়সে এত আত্মবিশ্বাসের সঙ্গে এক পা তুলে দাঁড়াতে পারে? একে জিম্নাস্টিক্স শেখাবেন।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেক বড় হও। মেধায়, মননে...

স্নিগ্ধা এর ছবি

মৌনামী ওরফে 'নীরব গুন্ডা' দিন দিন আরো আত্মবিশ্বাসের সাথে গুন্ডামি চালিয়ে যাক -

শুভ জন্মদিন, পূঁচকুণ !

ভূঁতের বাচ্চা এর ছবি

মৌনামী বাবুর জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

--------------------------------------------------------

থার্ড আই এর ছবি

মৌনামীর বাবা আর লেখক নয়, গায়ক নয়, আঁকিয়ে নয়

বাবা হবার জন্য কি এই যোগ্যতা গুলো খুবই গুরুত্বপূর্ণ ? যদিও এই লাইনে অভিজ্ঞতা হয়নাই। তবুও আমার মনে হয়না এই গুন যাদের নাই তারা ভালো বাবা না। বাবা হিসাবে আপনি যে সন্তানের এই বেড়ে উঠা আর জন্মদিনটাকে এভাবে ফিল করছেন, সচলে একটা পোস্ট দিয়েছেন, এই আবেগকে ছোট করে দেখছেন কেন?

মৌনামী তার মা এবং বাবাকে শুভেচ্ছা।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মৃদুল আহমেদ এর ছবি

ভুল বুঝেছেন।
আমি এটাকে ছোট করে দেখি নি তো! বরং এটাকেই সবচে বড় করে দেখছি।
উদ্ধৃতি : "এই আরোপিত পরিচয়গুলো তোলা থাক অন্য প্রয়োজনে। আজ মৌনামীর বাবা শুধুই মৌনামীর বাবা।"

এই লাইনগুলো বোধহয় মিস করে গেছেন।
একজন বাবার সবচে বড় যোগ্যতা তিনি একজন বাবা, এর বেশি কিছু দরকার নেই। একথাটাই এই লাইনগুলো দিয়ে বোঝতে চেয়েছি। কিন্তু আপনি কেন যেন উল্টোটাই বুঝলেন! আমারই বোঝাবার ভুল নিশ্চয়!
শুভেচ্ছা নিন।
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

থার্ড আই এর ছবি

উল্টো বুঝিনি দাদা, আপনার মুখ থেকে পরের লাইন গুলো আবারও শুনতে ইচ্ছে করছিলো যে। আপনি আসলেই আসল বাবা।

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

রাফি এর ছবি

মৌনামীর জন্য শুভকামনা ।
জন্মদিন শুভ হোক।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

আলমগীর এর ছবি

শুভেচ্ছা রইল মৌনামীর জন্য।

পান্থ রহমান রেজা এর ছবি

বলেন কী মৃদুল ভাই। এত শীঘ্রই ওর জন্মের এক বছর পার হয়ে গেল। এই সেদিন না শুনলাম ওর জন্ম হয়েছে। ভর দুপুরে অফিসের সবাইকে মিষ্টি খাওয়ালেন। তার দুইদিন পরই আমেরিকা থেকে মৌনামীর ছবি আসলো। ছবিতে ওকে দেখতে কী কিউট লাগছিল (এখনো লাগছে)। তারও কিছুদিন পর দেশে আসলে এক বিকেলে মায়ের কোলে চড়ে বাসার অফিস পরিদর্শনে এলো। সেদিন আমার পিঠে চড়েও তো কিছু সময় ঘুরে বেড়ালো অফিসময়। সেই মৌনামী আজ নিজের পায়ে হাঁটে, ছবিতে দেখছি নাচের মুদ্রাও জানে। তো মৌনামী আরো বড়ো হও, বাবার স্বপ্ন ফলাও।
ওহ হো, জন্মদিনের দিনের তো শুভেচ্ছাই জানানোই হয়নি তোমাকে। শুভ জন্মদিন মৌনামী আহমেদ।

আকতার আহমেদ এর ছবি

জন্মদিনে অনেক আদর মৌনামী !
শোন মা, তোর বাবাকে আমি ঈর্ষা করি তার মতো চমত্কার একজন মানুষ হতে না পারার জন্য । দোয়া করি তোর বাবার ভাল লাগা আর ঈর্ষা যেন একসাথে কাজ করে তোকে দেখে ।
অভিনন্দন মৌনামী'র মা - বাবাকে !

কীর্তিনাশা এর ছবি

জন্মদিনে ছোট্ট মৌনামীকে অনেক অনেক আদর আর ভালোবাসা।

তোমাকে নিয়ে তোমার বাবার স্বপ্ন সত্যি হোক।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জ্বিনের বাদশা এর ছবি

আপনার মৌনামীর জন্য অসংখ্য শুভেচ্ছা ১ম জন্মদিনে

( টাইটেল পড়ে, ছবি দেখেই বুঝেছি পিচ্চির জন্মদিন নিশ্চয়ই, তারপর পোস্টে ঢুকে যখন কোন ছড়া দেখলামনা, ভাবলাম আপনাকে ঝাড়ি দিমু চোখ টিপি,,, কিন্তু পোস্ট পইড়া মনে হইলো, "না ঠিকাছে" চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ জন্মদিন মৌনামী আহমেদ। জন্মদিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

প্রার্থনা করি, (আরো) বড় হয়ে যেন আপনি অনেক শুদ্ধ মনের একজন মানুষ হতে পারেন, ঠিক আপনার বাবার মতো, আর ছুঁতে পারেন অসংখ্য মানুষের হৃদয়। এটুকু বলতে পারি, আপনি এমন একজন চমৎকার মানুষকে বাবা হিসেবে পেয়েছেন, যা সবার ভাগ্যে জোটে না।

আবারো শুভেচ্ছা... ধন্য বাবার ধন্য মেয়েকে হাসি
_______________
বোকা মানুষ মন খারাপ

ফারুক ওয়াসিফ এর ছবি

ফুল ফুটেছে একটি তৃণে
মৌনামী মা'র জন্মদিনে।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

অমিত আহমেদ এর ছবি

মৌনামীকে জন্মদিনের শুভেচ্ছা। এই মেয়ে একদিন অনেক বড় হবে। আপনাকে আর ভাবিকেও শুভেচ্ছা মৃদুল ভাই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

রেজওয়ান এর ছবি

ছোট্ট মৌনামী মাকে অশেষ শুভেচ্ছা। মুখে হাসিটি যেন চিরজীবন থাকে।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

নজমুল আলবাব এর ছবি

শুভ জন্মদিন মৌনামি। তোমার জন্যই লগাইলাম। হাসি দিন কেমন কাটলো জানিয়ে একটা আপটেড পোস্ট দিতে বলো বাবাকে।

ভুল সময়ের মর্মাহত বাউল

যুবরাজ এর ছবি

লগ ইন করলাম শুধু সোনামনি মৌনামীকে শুভেচ্ছা জানানোর জন্য। পিচ্চি মৌনামীর জন্য অশেষ শুভকামনা লাইবেরিয়া থেকে।

হাতের কাছে ভরা কলস, তবু তৃষ্ণা মিটেনা।
----------------------------------------------------------------------------

s-s এর ছবি

মৌনামী নামটা কার রাখা?

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

রানা মেহের এর ছবি

পিঙ্ক লেডি মৌনামীকে শুভ জন্মদিন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ভারী ভালো লাগছে ভাবতে। মৌনামীর এক বছর হয়ে গেল?

-২০ বছর পরে মৌনামীর বাবা মেয়েকে দেখে কি বলবেন জানেন? -এই না সেদিন মেয়েটার জন্ম হলো!

-তিনজনকেই শুভেচ্ছা। তিনজনই বন্দি থাকুক অনন্ত ভালোবাসার বৃত্তে।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মুশফিকা মুমু এর ছবি

ছোট্ট মৌনামী মনির জন্মদিনে অনেক অনেক আদর আর দোয়া রইল। মৌনামী মনি অনেক বড় হবে হাসি xox
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

লুৎফর রহমান রিটন এর ছবি

জন্মদিনে মৌনামী মা, অনেক অনেক আদর
বিছিয়ে দে মা এ সংসারে ভালোবাসার চাদর।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

খেকশিয়াল এর ছবি

মৌনামীরে পিচ্চি বুড়ি
হাসছে কেমন চাঁদপানা !
আদর নিস আর এমনি করেই
হাসিস হয়ে আটখানা হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।