উটটা ভারী উটকো

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: রবি, ১৫/০৩/২০০৯ - ৩:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

ক্লোজআপে দেখুন সেই উটকো উটটিকেক্লোজআপে দেখুন সেই উটকো উটটিকে
একদিন দৌড়াত সে রেসে, এখন তার সেই দিন গেসে।
এখন সে বুড়ো... কারো জ্যাঠা, কারো খুড়ো।
তার পিঠে এখন জকি চাপে না, খুরের ঘায়ে মাটি কাঁপে না।
আগের দিনগুলো কত রঙিন, আর এখন অবস্থা তার কতই না সঙ্গীন।
আপনমনে হাঁটতে হাঁটতে জাবর কাটতে কাটতে কত কী ভাবে, এমন দিন আর কি ফিরে পাবে?
হাতি পাঁকে পড়লে চামচিকাও লাথি মারে... বারে বারে...
আর উট পড়লে পাঁকে? লালপিঁপড়া কামড় মারে তাকে!
উট তাই আলগোছে চোখের পানি মোছে। দিন হয় কাবার, তার মুখে রুচে না খাবার।
একদিন ভীষণ ক্ষেপে মালিককে ধরল চেপে, এই যে সার, আমাকে ধরে কেন রেখেছেন আর? এবারে দ্যান ছুটি, আমি দেশের বাড়িতে ছুটি...
বড় ছেলের বাচ্চা হবে ছোট ছেলের বিয়ে... ছোট মেয়ের স্ক্যান্ডালটা শুনছি কাকে নিয়ে...
গিন্নি নাকি সিন্নি চড়ায় জুড়ে বিশাল কড়াই, চিঠির ভেতর সেসব নিয়ে কত রকম বড়াই!
মালিক হাসে। দাঁড়ায় পাশে, বলে, এত ক্ষেপলে চলে? আমার জন্য দৌড়াদৌড়ি কম কর নি তুমি, সারাজীবন পায়ের নিচে তপ্ত মরুভূমি...
মাথায় দিয়ে আদরভরা চাপড়, মালিক বলে, এবার ঈদে কিনে দেব কাপড়...
অন্য সব উট হাততালি দেয়, বাহবা দেয় অনেক। মালিকটা তো দারুণ ভালো, উটটা ভাবে ক্ষণেক।
--চাকরি তো ভাই সারাজীবন করলি, গরম বালুর দেশে হেঁদিয়ে শুধু মরলি... উট হিসেবে উটকো তো নস, মোটেই তো নস ফাত্রা, তারই পুরস্কার হিসেবে এবার বিদেশযাত্রা... সবুজ শ্যামল দেশে বেড়াও ঘুরে হেসে...
নিয়মটা তো পুরোই কর্পোরেট, লজ্জা এবং কৃতজ্ঞতায় উটের মাথা হেঁট।
--বলুন মালিক, কোন দেশেতে যাচ্ছি আর ফ্যাসিলিটির অ্যারেঞ্জমেন্ট কী ধরনের পাচ্ছি?
মালিক হাসে, দাঁতগুলো দেয় ঝিলিক, হঠাৎ যেন অকারণেই উটের বুকে দিয়ে ওঠে চিলিক!
--বাংলাদেশে পাঠাচ্ছি রে তোকে, দেখতে আসবে কত হাজার লোকে। সে কী আয়োজন আর সে কী রিসিপশন! এবারের কোরবানিতে, তোর মন ভরে উঠুক উৎসর্গের বাণীতে... ট্রাকের ওপর হাওয়া খাবি কাঁচপুর ব্রিজে, বহাল হবি নানান ডিপফ্রিজে...
কিসের বিদেশযাত্রা, কিসের সবুজ শ্যামল দেশ, মানসচক্ষে উট মহাশয় দেখতে পায় বেশ... দেখতে পায় শুধু মরুভূমি ধুধু...
উটটা হঠাৎ গেল রেগে, টানে দড়ি পড়িমরি... পারলে ছিঁড়ে তখনই যায় ভেগে!
মালিক অবাক, আর অন্য সব উট সবাক। বলল, কী অকৃতজ্ঞ, ছিছি!
একজন তো থাপ্পড় কষায়, আরেকজন লাথি বসায়, বলে, হালারে দিছি!
--এমন ঘোর কলিতে, এমন মালিক মিলবে কি আর? হবে সেটা বলিতে?
--তোর এত পদোন্নতি, মেনে নিলে কী ক্ষতি?
--তোরে দেয় কত সম্মান আর আমরা পাই কত কম মান!
ফিট হওয়ার আগমুহূতের্, মনের অনলে পুড়তে পুড়তে উট বলল, গর্ব তোদের যে মালিককে নিয়ে, তার মুখে আমি করে দেই ইয়ে...
তখন বাকি সব ইয়াং জেনারেশন উট লম্বা, বেঁটে, মোটা আর শুটকো... ভীষণ রেগে বলল, ছিঃ! উটটা ভারী উটকো!


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

মজার হইসে !
ছবিটার সাথে মৃদুল ভাইয়ের মনেহয় কোথাও সাদৃশ্য আছে !
----------------------------------

--------------------------------------------------------

মাল্যবান এর ছবি

দারুণ ! জব্বর !! দুরন্ত !!! লেখাটি বেশ প্রাণবন্ত ।
বিষয় ও লেখার ধরন , প্রাণে দিয়েছে নাড়া । দিলাম পাঁচতারা ।

অতিথি লেখক এর ছবি

হেহে ইশতিয়াক ভাইয়ের আবদার শুনে উটও চলে আসছে। দেঁতো হাসি
----------------------------
উদ্ভ্রান্ত পথিক

কীর্তিনাশা এর ছবি

দারুন !! পুরাপুরি মৃদুলিয় হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুশফিকা মুমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি দারুন ভাইয়া, খুবি মজার দেঁতো হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

স্বপ্নাহত এর ছবি

আহা! দারুন! কাহিনীটা যদিও নিদারুণ!
উটের কথা কেউ কি হেথায় জানতো? মৃদুল ভায়া নাই বা টেনে আনতো?!
তাই আবার বলি, দারুণ!
আরো কিছু ছাড়ুন!

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

নজমুল আলবাব এর ছবি
জিজ্ঞাসু এর ছবি

অবাক ভাল লাগা অসাধারণ লেখা।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

কল্পনা আক্তার এর ছবি

ওরে বাবা! লেখার ধারে তো কাইটা যাইতাছি......

.....................................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অতন্দ্র প্রহরী এর ছবি

ফাটাফাটি।

অনেক আগের পড়া "ঝড়ের রাতে মাহবুব"-এর (আসল নাম জানি না, এইটুকু দেখে হয়তো আন্দাজ করতে পারবেন কোনটার কথা বলতেসি) কথা মনে পড়ে গেলো। এরকম ছন্দে ছন্দে গল্প ছিলো একটা। ধুগো'দা মনে হয় বলতে পারবেন নিশ্চিত করে।

এরকম আরো কিছু লিখে ফেলেন...

স্বপ্নাহত এর ছবি

হ্যা! বুঝতে পারসি আপনি কোনটার কথা বলতেসেন। ফাটাফাটি একটা কবিতা!

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আইছে... ঘুম থিকা উঠছে মৃদুলাম্মেদ...
আর আইসাই ফাটায়ালছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ইশতিয়াক রউফ এর ছবি

ঢিসিয়া হইসে পুরা! আবদার রাখার জন্য বাড়তি ধন্যবাদ!!

স্নিগ্ধা এর ছবি

মৃদুল, এত্ত হ্নদয়ছোঁয়া লেখা যে উটের দুঃখে ফিট লেগে গেসে, মূর্ছা ভাঙ্গলে মন্তব্য করবো ওঁয়া ওঁয়া

আনিস মাহমুদ এর ছবি

হেব্বি হইছে।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

সৌরভ এর ছবি

হাহ হা।
এগিলি ক্যাম্নে লেখে? অ্যাঁ


আবার লিখবো হয়তো কোন দিন

মাহবুব লীলেন এর ছবি

মৃদুলের বিশাল ছবিটা কিন্তু জব্বর
ফেয়ার এন্ড লাভলি মেখে তোলা?

সুহান রিজওয়ান এর ছবি

ঊট তো নয় যেন আগুনের-ই গোলা...
ফেসবুকে এই ঊটের ফ্যানপেজ খোলা উচিৎ

জেবতিক রাজিব হক এর ছবি

উটের গোশত খাইতে মঞ্চায়।

রানা মেহের এর ছবি

One of the best of Mridul
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

দেবোত্তম দাশ এর ছবি

অসাধারন !!!
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।