পূরণ-পীড়ন ছড়া-১

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: শুক্র, ২৭/০৩/২০০৯ - ১২:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বেশ অনেকদিন থেকেই একটি বিশেষ ধরনের প্রাপ্তবয়স্ক ছড়া লেখার চিন্তাভাবনা করছিলাম। যেখানে পাঠককে অন্ত্যমিলের জায়গায় শূন্যস্থানে উপযুক্ত শব্দটি বসিয়ে শূন্যস্থান পূরণ করে ছড়াটি পড়তে হবে। বলাই বাহুল্য, শূন্যস্থান পূরণ করার এই পীড়নটি প্রাপ্তবয়স্ক পাঠক (যিনি বিশেষ শূন্যস্থান উপযুক্তভাবে পূরণে বা সহায়তায় সক্ষম) চোখ টিপি তিনি এটি উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।

২৬শে মার্চে রাজাকার কোপানো দিয়েই এই নতুন ধারার বউনি করলাম! এই ব্যাপারে আমাকে অনুরোধ করে এবং সচেতন করে তুলে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন সন্ন্যাসী।

অসীম ঘৃণার একটি শব্দ “রাজাকার”। এই শব্দ নিয়ে আমাদের, বাঙালি জাতির যে পরিমাণ ঘৃণা জমে আছে, কখনো যদি সেটা আগুনের চেহারা পেয়ে যেত, তাহলে রাজাকারদের শরীরের ছাই দিয়ে বিদ্যুত কালো নিমের মাজন বানাবার অবস্থাও থাকত না!

১.
ওঝা মানেই ভূত-তাড়ানি,
জামাত মানেই (………)!

২.
রাজাকার নিয়ে যারা মানবতাবাদি
তাহাদের মুখে আমি সশব্দে (……)!

৩.
শুনে রাখ রাজাকার, আসলে ও সুদে
একদিন ঠিকই তোকে দেব আমি (…..)!

৪.
জানি তলে তলে পাকি-প্ল্যান তোর কত হয় শুরু-সাঙ্গ…
দেখে নেব তোর প্ল্যানটা কী হবে, কেটে নিলে (……)!

৫.
কুকুরের পিছে লেজ তবু আছে, আহা নেই তোর লাঙ্গুল…
তোর পশ্চাতে অভাব মেটাতে ঠেসে দেই তাই (……)!


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনাকে কি সাধেই অনুরোধ করেছি! আমিও যে লিখেছি কয়েকটি! আপনি শুরু না করলে পোস্ট দেয়ার নৈতিক সমর্থনটা পাচ্ছিলাম না ভেতর থেকে হাসি

অতএব সুজঞ্চৌধুরী এবং আপনার রাজাকার-প্যাঁদানো যজ্ঞে আমিও যোগ দিচ্ছি একটু বাদেই।

ছড়াগুলো চ্রম হয়েছে রে, ভাই, চ্রম। নামকরণও।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু এর ছবি
রানা মেহের এর ছবি

কঠিন লিখেছেন।জোশিলা।
(অ 'রাজনৈতিক' দৃষ্টিকোন থেকে বলছি) :-‍)
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

ইশতিয়াক রউফ এর ছবি

আবারও নিজেকে কবি-কবি লাগছে... অসামান্য!

সুজন চৌধুরী এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

২ নম্বরটা উত্তরাধুনিক হয় নাই হো হো হো । আবার জিগায়েন্না উত্তরাধুনিক কবিতা কী?
বাকীগুলা চ্রম হইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওরে সিরাম!!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

জিজ্ঞাসু এর ছবি

হো হো হো

___________________
সহজ কথা যায়না বলা সহজে

বিপ্রতীপ এর ছবি
খেকশিয়াল এর ছবি

ওরে!!! জটিল জটিল !!!

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রায়হান আবীর এর ছবি

চ্রম।

নজমুল আলবাব এর ছবি

অতিঅসুশীল-অমানবতাবাদী হয়েছে।

ভুল সময়ের মর্মাহত বাউল

অতিথি লেখক এর ছবি

ছূডু কালে Fill in The blanks পারতে (.........) দিয়া লালসূতা বাইর হইত। ইশশ... এডি দিলে দশে দশ।

সুহান রিজওয়ান এর ছবি

এমন পোষ্টে কমেন্ট না দিলে, সেইটা হইবো পাপ;
জোরসে বলো, সব জামাতী শালার মায়(......) !!!

-------------------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

আলা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

জেবতিক রাজিব হক এর ছবি

আবার জিগস গড়াগড়ি দিয়া হাসি

লুৎফুল আরেফীন এর ছবি

মৃদুল,

যেখানে সেখানে আঙ্গুল (যদি ঠিক বুইঝা থাকি) কি ঠাসা যায়?

যাইহোক, বোমা হইছে!!

অম্লান অভি এর ছবি

বাচ্চা শুয়ারদের জন্য ঘৃণা উদ্গীরণ হয়েও হচ্ছে না। তবে শুণ্য স্থান এমন সুন্দর ভাবে সম্পন্ন করতে পারব নিশ্চিত ছিলাম না। শেষান্তে বুঝালাম ঘৃণার স্থান আমাদের সবারই এক। তাই ওরা যতই মানবিকতার শব্দ তুলুক জানোয়ারের জন্য আবার মানবিকতা কি?
ধন্যবাদ মৃদুল ভাই মন্তব্য নেই সমব্যথীর সাথী হতে পেরেই খুশি।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমিও সব কয়টা শূন্যস্থানই পারছি। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্নিগ্ধা এর ছবি

মৃদুল - যারা সব ধরনের লেখাই লিখতে পারে এরকম সব্যসাচী লিখিয়েদের কী বলে?

যেটা বলে, তুমি সেটা + আরো একটু !

ছড়া নিয়ে আর কী বলবো, নিইইইইইদারুণ!!! হাসি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

৫ দাগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

পরিবর্তনশীল এর ছবি

প্রশংসা করার জন্য শব্দ খুঁজে পাচ্ছি না। তার চেয়ে পাঁচ দিয়ে ফুটি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মর্তুজা আশীষ আহমেদ [অতিথি] এর ছবি

সবগুলা পারছি......জোস

যুধিষ্ঠির এর ছবি

ক'দিন সচলে না এসে তো দেখছি ক্লাসিক জিনিস মিস করেছি! দারুণ! শূণ্যস্থানগুলো এত সহজে পূরণ করতে পারবো ভাবিনি।

৭৫ টা তারা দেয়ার ইচ্ছে প্রকাশ করলাম!

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার ব্রেনটা স্ক্যান করানো দরকার।
কী লিখলেন! মাথা বটে!

গর্বিত অনুভব করছি (কেন, সেটা তো জানেন) চোখ টিপি

তানবীরা এর ছবি

লইজ্জা লাগে লইজ্জা লাগে

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কনফুসিয়াস এর ছবি

হা হা হা। দারুন দারুন!
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতিথি লেখক এর ছবি

চো্খ আটকে যায়, বড্ড আনন্দ লাগে শুন্নস্হান পূরন করতে |

শফকত
লুকো্চুরি@gmail.com

মার্ক মানস সাহা এর ছবি

প্রিয় মৃদুল আহমেদ,
আপনাকে শুভেচ্ছা জানানো ঠিক হবে না। ।আপনি বিবেকবানের মত কাজ করেছেন। বিবেকহীনরা কাপুরুষ। কাপুরুষরা শুভেচ্ছা দিয়েই খালাস। তারা মনে করে সব কিছু নাজেল হবে। আর নাজেল হলে ভাগ পাবে। নিজেরা কিছু করে না। আপনি বিবেকের কাছে হারেননি। আমরা আপনার সহযাত্রী।
শোষিত মানুষের জয় অনিবার্য।
মানস

বিজয় দিবসের গান
খুনীর বিচার চাইলে ও ভাই দোষের কোন বালাই নাই
গাড়ী চাই না, বাড়ী চাই না, মিথ্যা অজুহাত চাই না
একাত্তরের শহীদ ভাইয়ের খুনের বিচার চাই
(ও ভাই) খুনী রাজাকার আলবদরের এবার ফাসী চাই ৷৷

তিরিশ লক্ষ মানুষ মারল ধর্মের দোহাই তুলে
মা-বোনদের ইজ্জত নিল ধর্মের কথা ভুলে
( ও ভাই ধর্মের কথা ভুলে) ২
ধর্মের নামে খুন ধর্ষণ
ধর্মের নামে খুন ধর্ষণ কোন কিতাবে আছে ভাই৷৷ একাত্তরের ..

রাজাকারের বিচার হবে এ বিশ্বাসে
কত বছর কেটে গেল আশ্বাসে আশ্বাসে
(ও ভাই আশ্বাসে আশ্বাসে) ২
বিচার শুরু হলো যখন
সঠিক বিচার করা চাই৷৷ একাত্তরের ..

রাজাকারের মুখে এখন দেশ প্রেমের কথা
গেল গেল গণতন্ত্র শান্তি মানবতা
(হায়রে শান্তি মানবতা) ২
মানবতার দোহাই দিয়ে
খুনির কোন রেহাই নাই৷৷ একাত্তরের...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।