মুক্তিযোদ্ধা এস এম খালেদকে নিয়ে নজরুলের দেয়া পোস্ট ডোমজীবনে চারটা কমেন্ট উঠে এসেছে সচলদের কাছ থেকে, সেগুলো আলাদা পোস্টে তুলে ধরা উচিত বলে মনে হল আমার।
দৃশার কমেন্ট : এই সব বড় মানুষ টানুশ কবে দয়া কইরা টাইম দিব ওইটার লাইজ্ঞা বইসা না থাইকা, তাদের সময় বাইর হইতে হইতে আমরা আমাদের মধ্য থেইকা কাজ শুরু করি না কেন। সচলের সদস্য যদি ১৩০ জন হয়, আর অন্যান্য পাঠক আর আধা অতিথি মিলায়ে যদি সংখ্যা ২৫০ হয়, আর প্রত্যকে যদি ৫০০০ টাকা কইরা কন্ট্রিবিউট করি তাইলে দাঁড়ায় ১২,৫০,০০০ টাকা। মানলাম ৫০০০ সংখ্যাটা অনেক বেশী না হলেও খুব একটা কমও না, কিন্তু প্রয়োজনটাও যে বেশী। আমরা নিজেরা যদি খানিকটা সমঝোতা করে, ২ মাস একটু টাইট সিচুয়েশনে থাকি খুব কি আর ক্ষতি হইবো? খানিকটা না হয় কঠিন সময় দেখলামই এক আপনজনের হাতটা শক্ত করে ধরার তরে। একটু ভাইবা দেখি তো সবাই সম্ভব কি না হাতটা শক্ত করে ধরা!
আমাদের সবারই অনেক চেনা পরিচিত লোকজন আছে আশপাশে যারা হয়তো জানলে খুশি মনেই সাহায্যের হাত বাড়াইবো। আর যারা অবস্থা থাকা সত্বেও ধানাই পানাই করবো সেসব পরিচিতের নিকুচি করি। আমরা প্রত্যকে যদি এভাবে অন্তত আরো ১০,০০০ করে সংগ্রহ করতে পারি নিজ জানা শোনা মানুষগুলা থেকে তাইলে কত দাঁড়ায়? ১০০ জন ধরলেও তো উইঠা যায় ১০,০০,০০০ টাকা। এইটুকুন এফোর্ড যদি আমরা আজকে না দেই তাহলে মন খারাপ করার অধিকারও আমগো নাই, কতখানি তুলতে পারি পরের কথা আগে উদ্যোগটা তো নেই। মোট দাড়ায় ২২,৫০০০০ টাকা। এই টার্গেট টা রাইখা প্রত্যেকে কাজ শুরু করা উচিৎ যত জলদি সম্ভব।
আর একটা ঘটনা করার ক্ষমতা রাখে স্টুডেন্ট'রা। নিজ নিজ ইউনি, কলেজের অন্যান্য স্টুডেন্টদের আর অথরিটির সাহায্য নিয়া ছোটখাটো অনুষ্ঠান যেমন আনপ্লাগড কনসার্ট, মুভি ফেস্টিভ্যাল সহ অন্যান্য পোগ্রামের আয়োজন করা। এটা অনেক বড় কিছু ফল না আনলেও বেশ কার্যকর। যতখানি আসবে যেখান থেকে যেমনেই আসবে ততখানি লাভ।
তাই যতক্ষন বাইরের কারো কোন সাহায্য আমরা পাচ্ছি না, আমাদের উচিৎ তখন নিজেদের রাস্তা নিজেরা তৈরী কইরা নেওয়া। কষ্টসাধ্য কিন্তু অসম্ভব না। হা-হুতাশ, মন খারাপ, ভেঙ্গে পড়া এগুলা কে আসেন কইষা দুইটা লাত্থি মারি আর নিজেরাই আগে প্রথম উদ্যোগটা নেই।
নজরুলের প্রতিকমেন্ট : ধন্যবাদ দৃশা... কালকে থেকে মনটা খুব খারাপ হয়ে ছিলো। আপনার কথা শুনে মনটা ভালো হয়ে গেলো।
সত্যিই, আমরা সবাই মিলে চেষ্টা করলেই অবশ্যই পারি। আমিও মনে করি ২০০ মানুষ খুব অল্প চেষ্টাতেই পুরো টাকাটা উঠিয়ে আনতে পারবে।
কিন্তু সেই ২০০ পয়গম্বর কোথায়?
মৃদুলের কমেন্ট : এই যে একজন... তবে পয়গম্বর না। গরিব মানুষ। জনপ্রতি উল্লেখ করা অ্যামাউন্টটা দিতে পারব। চেষ্টা করব আরো বেশি দিতে। যারা দেশের বাইরে ভালো অবস্থায় আছেন বা দেশের সচল যাদের আমার মতো গরিবি হালত না, তারা তো আরো বেশি দিতে পারবেন নিশ্চয়।
যারা যারা এই লিস্টে আসতে আগ্রহী, তারা তারেকের সঙ্গে যোগাযোগ করে ফেলুক। নিজেরা নিজেরা এই মুহূর্তে নিজের আর্থিক অবস্থা যাচাই করে কমপক্ষে যা দিতে পারব (পরে দেয়ার সময় হাতে থাকলে আরো বেশি দেয়ার চেষ্টা করব), তা জানিয়ে তারেককে জানাবার কাজটা সেরে ফেলতে লাগবে বড় জোর তিন দিন।
তাহলেই আমরা বুঝে যাব আর কী পরিমাণ টাকা লাগবে।
দেশের বাইরের সচলরা চেষ্টা করুন, সেখানকার দেশিবিদেশি বন্ধু, সংগঠন থেকে টাকা তোলার জন্য। সে কাজে নজরুলের বানানো ডকু-ফিচারটি ব্যবহার করুন।
একটি কথা মনে রাখতে হবে, আমরা কারো কাছে হাত পাতছি না সাহায্যের জন্য। আমরা দায়িত্ব পালন করছি আমরা যাদের কাছে ঋণী, তাদেরই একজনের কাছে। আমরা এই পৃথিবীর একজন অন্যতম শ্রেষ্ঠ মানুষের জন্য লড়াই করছি। যিনি একটি দেশের জন্য লড়াই করেছিলেন। যেমন সকল দেশেই সেই দেশের শ্রেষ্ঠতম মানুষেরা লড়াই করে থাকে তার দেশের জন্য।
মামুন হকের সঙ্গে কথা বলেছি। তার ওপর অচিরেই দায়িত্ব আরোপিত হবে তাইওয়ানের মানুষদের এস. এম. খালেদের গল্প শুনিয়ে চোখে পানি আনার। যার ফলশ্রুতিতে তাইওয়ান থেকে একটি আশাব্যঞ্জক পরিমাণ টাকা এসে পৌঁছাবে ফান্ডে।
এটা ঘটবে। অল্প পরিচয়েই আমি মামুনকে চিনে গেছি। লড়াই করার মতো পেশি এবং মন দুটোই ওর আছে।
দেশের বাইরে যারা এমনটিই সংগঠিত হয়ে ফান্ড কালেকশনের কাজে নামতে চান, আওয়াজ দেন ভাইসব!
বেশি না, মাত্র সত্তুর লাখের মতো টাকা দরকার... হয়ে যাবে!
খালেদ চাচার টাকাটা যোগাড় হয়ে যাওয়ার পর নজরুলকে বলব আরেকটা ডকু-ফিচার বানাতে, যেটা আমরা নিজেদের পয়সায় চ্যানেলে প্রচার করব। যেখানে থাকবে আমাদের কথা। যেখানে আমরা বলব, আমরা যা চেয়েছিলাম, তা করতে পেরেছি। কারণ আমরা বিশ্বাস করতাম তাই। কারণ এটা করতে না পারলে লজ্জায় নিজের চেহারার দিকে তাকাতে পারতাম না। কারণ আমাদের আগের প্রজন্মের সেরা মানুষদের কাছে আমাদের কিছু ঋণ রয়েছে।
আর একথাও জানাতে চাই, যে মিডিয়া এস.এম. খালেদের মতো মানুষদের চেয়ে "চিপসের মডেল হলেন নায়িকা সাবিহা"দের বেশি গুরুত্ব দেয়, আমরা তাদের মুখে "স্যাপ" দেই!
তোদের মতো চুদির্ভাইদের ছাড়াই আমরা দু-চারটা স্বপ্ন বাস্তবায়ান করে ফেলতে পারি!
আকতার আহমেদের কমেন্ট : যা বলার মৃদুল বলে দিসে! ২০০ হইতে আর মাত্র ১৯৮ বাকি!
সময় বেশি হাতে নেই। আসুন ভাইয়েরা নেমে পড়ি!
--------------------------------------------------------------------------
------------------------------------------------------------
যারা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তাদের নাম মন্তব্যের ঘরের একটি তালিকায় রয়েছে । তাদের অনেকেই টাকা পাঠানো শুরু করেছেন । আর কেউ প্রতিশ্রুতি দেওয়া মাত্র তালিকা আপডেট হবে । নিচের তথ্য থেকে জেনে নিন কে কোথা থেকে কিভাবে টাকা পাঠাতে পারেন :-
১। বাংলাদেশে যে কোন প্রয়োজনে তারেক: 01715638962 নজরুল: 01713041767 ইমেইল : বাংলাদেশে ব্যাংক একাউন্টঃ ২। আমেরিকায় পে-প্যাল কিংবা ব্যাংকে জমা দিতে চাইলে Bank of America Snigdha Ali Savings Account # 3340 2399 0237 কেউ যদি চেক ডাকে পাঠাতে চান তাহলে এ মেইল করে ঠিকানা জেনে নিন ৩। কানাডা থেকে যারা পাঠাবেন তাদের ব্যাংক ডিটেইলস ৪। যুক্তরাজ্য থেকে যারা সাহায্য করবেন
খেয়াল করুনঃ তালিকায় যারা আছেন, তারা যে যে পয়েন্ট থেকে যে প্রক্রিয়াতেই সাহায্য পাঠান না কেনো, পাঠানোর সাথে সাথে ঐ পয়েন্টে দায়িত্বশীল কাউকে ই-মেইলে জানান । |
মন্তব্য
গেস্ট বইলা আমার কমেন্ট পরে পাবে নজু ভাইয়ের লেখায়। আপনারটাতেও জানাই যে সাথেই আছি এই উদ্যোগে।
আমিও আছি
২০০ হইতে আর মাত্র ১৯৭ জন লাগবো!
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
১৯৬
...........................
Every Picture Tells a Story
এ বিষয়ক মন্তব্য এবং সচলদের কমিটমেন্ট এখানে জমা করলে ভালো হয় ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
১৪ নম্বরে আমি আছি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
পারবো, আমরাই পারবো... অবশ্যই পারবো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ষোল।
সতের
___________________
সহজ কথা যায়না বলা সহজে
শ্রদ্ধা!!
১৮
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
উনিশ
কমিটমেন্ট-এর পরিমাণ কি তারেক বা মৃদুলের কাছে সবাই ইমেইল করে দিতে পারি? তাঁর থেকে তাহলে কতখানি হলো / কতখানি বাকি, তার একটা আপডেট পাওয়া যায় তাহলে।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
এখন পর্যন্তঃ-
মৃদুল - এক
আকতার - দুই
মুস্তাফিজ ভাই - তিন ,চার, পাঁচ, ছয়
আরিফ জেবতিক - সাত
নজরুল ইসলাম - আট
হাসান মোরশেদ - নয়
মামুন হক - দশ, এগারো, বারো , তেরো
কীর্তিনাশা - চৌদ্দ
শাহেনশাহ- পনের
হিমু - ষোল
জিজ্ঞাসু - সতের
শোহেইল ভাই - আঠারো
সুবিনয় - ঊনিশ
কল্পনা আক্তার- বিশ
অতন্দ্র প্রহরী - একুশ
সংসারে এক সন্ন্যাসী - বাইশ
তানভীর- তেইশ
সচল জাহিদ - চব্বিশ
রনদীপম বসু - পঁচিশ
মঞ্জুর ( ডালাস থেকে) - ছাব্বিশ
Lillian Wang
( From Taiwan) - সাতাশ
এসএম মাহবুব মোর্শেদ - আটাশ
প্রকৃতিপ্রেমিক - ঊনত্রিশ
ইশতিয়াক রউফ - ত্রিশ
অচল আনি - একত্রিশ, বত্রিশ, তেত্রিশ
স্বাধীন -চৌত্রিশ
রিটন ভাই (লুৎফর রহমান রিটন) - পয়ত্রিশ
সুবর্না সেঁজুতি- ছয়ত্রিশ
মনি ও মাহবুব - সাইত্রিশ
আনিস ভাই (আনিস মাহমুদ) - আটত্রিশ, ঊনচল্লিশ
তারেক- চল্লিশ
তানবীরা- একচল্লিশ
খেকশিয়াল- বিয়াল্লিশ
সাইফুল আকবর খান- তেতাল্লিশ
তীরন্দাজ ভাই - চৌচল্লিশ
শব্দশিল্পী - পয়তাল্লিশ
পান্থ রহমান রেজা - ছেচল্লিশ
নীড় সন্ধানী - সাতচল্লিশ
মাহবুব লীলেন - আটচল্লিশ
Dalara Sukari(Dubai) - ঊনপঞ্চাশ, পঞ্চাশ, একান্ন
সুলতানা পারভীন শিমুল - বায়ান্ন
সুমন সুপান্থ - তেপান্ন, চুয়ান্ন , পঞ্চান্ন
স্বপ্নাহত( সিসিবি'র মাধ্যমে) - ছাপ্পান্ন
ফারুক ওয়াসিফ - সাতান্ন
দেবোত্তম দাশ - আটান্ন
ভূঁতের বাচ্চা - ঊনষাট
আহমেদ রাহিদ- ষাট
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচল - একষট্টি
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন শুভার্থী - বাষট্টি
সুজন চৌধুরী - তেষট্টি
অভিজিৎ দা - ৌষট্টি
বন্যা দি - পয়ষট্টি
মইনুল ইসলাম (কানাডা) - ছেষট্টি
সায়েম( চট্রগ্রাম) - সাতষট্টি
Tania Walsh( Australia) - আটষট্টি, ঊনসত্তুর, সত্তুর, একাত্তুর
JoannaPaterson - বাহাত্তুর
দ্রোহী - তেয়াত্তুর
রাশেদুল ইসলাম(কানাডা) - চুয়াত্তর
রওশন আরা বেগম (কানাডা)- পঁচাত্তুর
এএসএম জুনায়েদ (কানাডা)- ছিয়াত্তুর
হাসান জোবায়ের (কানাডা)- সাতাত্তুর
শামিম আরা বেগম মিলি (কানাডা- আটাত্তুর
জহুরুল ইসলামঃ (কানাডা)- ঊনআশি
বিপ্লব রহমান - আশি
নাম প্রকাশে অনিচ্ছুক অতিথি সচল- একাশি
মনিযা চৌধুরী- বিরাশী
গৌতম - তিরাশি
ঊজানগাঁও - চৌরাশি
গলদা চিংড়ী হ্যাচারী টেকনিশিয়ান ট্রেনিং এ আগত প্রশিক্ষনার্থীরাঃ- পঁচাশি
নূর নবী সুমন, ইসমাইল হোসেন, কামাল হোসেন, বাচ্চু মিয়া
মিন্টু চন্দ্র রায়, মনির হোসেন, মহি উদ্দিন, রাকিবুল হাসনে রুবেল
নুরুল ইসলাম, রিয়াজ গাজী, রাশেদুল ইসলাম, মোঃ সানি
রিপন চন্দ্র সফিকুল ইসলাম, মিঠুন দাস সজল সুকুল
মোঃ আশিষ , মোঃ আউয়াল , মোঃ শাকিল মোঃ মিরাজুল
শহীদুল ইসলাম শাহিন মো: মাস্তাফিজুর রহমান মনিরুল ইসলাম
খলিলুর রহমান আমিনুল ইসলাম মহিউদ্দিন বশীর গাজী
মাহমুদুল হাসান মিজানুর রহমান ফেরদৌসি আক্তার হাসি আক্তার,
সুমাইয়া, লাভলী, দুলিয়া, কুলসুম, সাথী আক্তার, স্বর্না আক্তার,
সালমা আক্তার, . সোহনেআরা বেগম, শিমুল রানী, রুনু আক্তার . ফাতেমা বেগম মরিয়ম বেগম নার্গিস রুমি পারুল
ফজিলাতুন নাহার মুক্তা রানী আসমা আক্তার ফাতেমা আক্তার
তাসলিমা, . মাহিনুর , সাবিনা ইয়াছমিন মিতু মনিকা রানী
নুপুর রানী দাস তাহমিনা আক্তার সাকিলা পারভিন মুক্তা রানী হালদার মিতু আক্তার সালমা আক্তার . সাজিয়া সুলতানা
মাকসুদা সুমি . রাবেয়া . রুমা আক্তার . জায়েদা জাহিদুল ইসলাম
রিয়াজ মাহমুদ এনায়েত হোসেন হাবিবুর রহমান . আ: রহমান
রফিকুল ইসলাম . আল-আমিন আলমগীর হোসেন আবু সালেহ
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
পোস্টের ওজন বেড়ে গেছে।
এই তালিকা আর কন্টাক্ট ডিটেইলস নিয়ে আলাদা একটা পোস্ট হতে পারে।
টাঙ্গাইল থেকে সচলায়তনের একজন পাঠক যোগ দিচ্ছেন এই তালিকায়। তাঁর নামটা আমি কালকে দেবো।
আর একজন প্রবাসী আদিবাসী ৫০০০ টাকা পাঠাচ্ছেন। কিন্তু তিনি নাম প্রকাশ করছেন না।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আব্দুল্লাহ আল মামুন, মোঃ মামুন (৩) আব্দুল মতিন-, রাজ্জাক মোল্লা, শংকর সরকার, মোঃ আসিফ ইকবাল, মোঃ ইয়াকুব আলী, নাসরিন নাহার, মোঃ জামিল ,মোঃ রহিম, মোঃ শামীম, মোঃ মাকসুদ,
মোঃ জাকির, মোঃ খলিল, মোঃ আরিফ, মোঃ সাইফুল-৩,মোঃ আমিরুল, সজীব আহমেদ,মোঃ হালিম,মোঃ আমানুল্লাহ, মোঃ আফজাল, মোঃ জলিল, মোঃ সাইফুল-,মোঃ আলমগীর,মোঃ রনি,মোঃ বশির,সুনীল বাবু, গোলাপী রানী, মোঃ জাহিদ, মোঃ রেজাউল, আলী হোসেন, আব্দুল সালাম,মোঃ উজ্জ্বল, মোঃ সানু, মোঃ ফারুক, মোঃ আল আমিন, মোঃ মাইনুদ্দিন
মোঃ ফোরকান, মোঃ সুমন , মোঃ সাইফুল-২, মোঃ রাজু, মোঃ মোতালেব, মোঃ শামীম-২, মোঃ ফজলুল হক, মোঃ জাফর,
মোঃ আতিকুল ইসলাম, ইরানি, তাসলিমা বেগম, শিবু অমুল্য , কল্যাণী, মোঃ মাসুম ,আব্দুল আউয়াল, তাসলিমা বেগম (লাভলী), লোকমান আলী, মোঃ আমিনুল ইসলাম, কিবরিয়া, মাহবুব,
মাসুদ রানা, বিল্লাল হোসেন (১), বিল্লাল (২), আলমগীর (১) ,
আলমগীর (২), আদার, আউয়াল, সোলেমান, . মেসকাত , অনিক ।
শিবলী- সাতাশি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
| কল্পনা আক্তার [অতিথি] | বুধ, ২০০৯-০৪-২৯ ১৬:০৪
আমিও আছি
২০০ হইতে আর মাত্র ১৯৭ জন লাগবো!
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
কল্পনা আক্তার ও আছেন। তার নাম লিস্টে দেখলাম না।
আপডেট করলাম । ধন্যবাদ ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নাম্বার টাম্বার বুঝি না, যখন যেই চিপা দিয়া সুবিধা হয় যেমনে সুবিধা হয় জমা করতেছি, করব। নিজের থেকে,পরের থেকে, নরম কথায়, খারাপ কথায়, মিষ্টি কথায়, শক্ত কথায়, হাসি দিয়া, থাবড়াইয়া যেমনে পারি যখন পারি জমা করতে থাকব। তাই আমি কইতাম পারি না আসলে আমি কত নম্বরে আছি, খালি জানি আছি। ঃ(
দৃশা
এটা তো ঠিক আছে । তবে ট্রেকিং এর সুবিধার জন্য এই তালিকা ।
তোমাকে তো থাকতেই হবে । শুরুই তো করলে তুমি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
এইটাই হইলো দৃশা... হ্যাটস অফ... আপনার কমেন্ট পড়লেই প্রাণে জোর আসে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বিডিআর মানে অতন্দ্র প্রহরী জ্বরে আছে। সে গোপনে জানাইছে তার নামটা লিস্টিতে রাখতে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দিলাম
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
২০ X ৫,০০০=১,০০,০০০
------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আছি।
তারেক বা সবজান্তাকে আনিস ভাইয়ের কাছে থেকে আমার ভাগের অর্থ সংগ্রহের অনুরোধ জানাই।
এই ঝাঁকির জন্য দৃশাকে ধন্যবাদ। এটার দরকার ছিলো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপনার নাম তাইলে আপডেট করলাম বস ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
বিদিশার দিশা , আমাদের দৃশা
ভোর রাতেই ডোমজীবন পড়েছি...পড়ে মন খুব খারাপ হয়েছে। আবার দৃশার কমেন্ট পড়ে খুব ভালোও লেগেছে। কিন্তু মন আবার খারাপ হয়ে গেল এই ভেবে, সাহায্য করার মত টাকা এখন আমার কাছে নেই।
তাই, আমি কোন নাম্বারেও নেই। টাকা জমলে, সাধ্যমত চেষ্টা করব।
সবার এই সাধু উদ্যেগ সফল হোক, সফল হবেই।
দৃশা, নজরুল ভাই ও মৃদুলদাকে আলাদা করে ধন্যবাদ।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
বাহ্, কেমন চোখের পলকে এক লাখ টাকার হিসাব হয়ে গেলো। হবে, আরো হবে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সঙ্গে আছি।
জয় হোক।।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বিপ্লব বস । তালিকায় নাম ঢুকাবো?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
বিপ্লব বসের মনোযোগ আকর্ষন করছিলাম ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আবার জিগ্স?
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
এই কমেন্ট নজরুল ভাইয়ের লেখায় দিতে যেয়ে ও কি মনে করে এখানে দিচ্ছি...
ছাত্র মানুষ বলে জনপ্রতি ধৃত পরিমাণটা দিতে মনে হয় পারবো না- তবে নিতান্ত ফেলনা ও নয় এমন কিছু দিতে চাই...
অনুগ্রহ করে করণীয় জানাবেন...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
পরিমানের বিষয়ে বাধাধরা কিছু নেই আসলে । প্রত্যেকে প্রত্যেকের সর্ব্বোচ্চ চেষ্টা করবেন , এই যা ।
আপনি কি ঢাকায় । তাহলে নজরুল কিংবা তারেক আপনার সাথে যোগাযোগ করবে ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হাসান ভাই কি ইউকে সচলদের ফান্ডের দায়িত্বটা নিবেন? এইখানে তো ঝাঁকি দিলে কম হবে না। আমার হিসাবে ৮-১০ জন এক্টিভ সচল এখানেই। জনপ্রতি ৫০ পাউন্ড করে উঠলেও ৫০,০০০ টাকা উঠে গেল।
রানা, মাসুদা, হাসান, দেব, রনি, বিগ সি, সুবিনয়, ধ্রুব, থার্ড, নিঝুম - আর কেউ চেনা? অতিথি বা পাঠকদের থেকে?
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
আমরা এই ক'জন প্রত্যকেই ফান্ড রাইজার হতে পারি নিজেদের সামর্থ্য অনুযায়ী । নিজেদের সার্কেল থেকে সংগ্রহ করে জিফরানের একাউন্টে সরাসরি দিয়ে দিলাম ।
শোহেইল ভাই'র সাথে কথা হয়েছে , মাসুদা ভাট্টির সাথে ও কথা বলবো, সুমন সুপান্থ'র সাথে ও কথা হয়েছে । রনি দেশে গেছে, দেশে আরিফ, নজরুলদের সাথে ওর যোগাযোগ হবে ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আপনি ঢাকায় থাকেন?
এ মেইল করে আপনার ফোন নাম্বারটা জানান
অথবা 01713041767 এই নম্বরে ফোন করেন বা এসএমএস পাঠান।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মেইলে ফোন নম্বর পাঠিয়ে দিলাম...
মনে হয় যারা ঢাকা/ বাংলাদেশে আছেন, তাদের জন্যে সবচে সহজ হবে নির্দিষ্ট দিনের মাঝে কোথাও গিয়ে জমা দিয়ে আসা।
...সেটা আজিজ মার্কেট হতে পারে, অথবা সুপরিচিত অন্য কোন জায়গা।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
যারা ঢাকায় আছেন, তারা একটা করে অ্যাকাউন্ট পেঈ চেক কেটে দেবেন, টাকা সাথে নিয়ে ঘোরাঘুরি করা নিরাপদ নয়।
আপনি এত ভাবেন...
.......................................................................................
Simply joking around...
.......................................................................................
Simply joking around...
আমিও আছি।
আমেরিকায় কেউ কি টাকা তুলছে? কার কাছে পাঠাবো?
এই লিংকে পেমেন্ট অপশন দেয়া আছে
অথবা পে-প্যাল এ দিতে চাইলে আমার একাউন্টে দিতে পারেন । জিফরান সরাসরি পেয়ে যাবে ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নর্থ আম্রিকার জন্য কেউ একজন দায়িত্ব নেন আর নাম ঠিকানা দেন। আমরা আছি।
মঞ্জুর,
আপনি কি দয়া করে আমার মেইলে [ ] একটা হ্যালো বলবেন? নর্থ আমেরিকার দায়িত্ব কেউ নিলে কিংবা কিভাবে সাহায্য পাঠাতে পারবেন- অবগত করতে পারতাম ।
ধন্যবাদ ভাই ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
কত নাম্বারে আছি বুঝতেছিনা কিন্তু আরো একজন কমলো। আমি কানাডাতে এডমন্টনে।কিভাবে দিব জানালে খুশি হব।
আর একটা কাজ করতে পারি, আমি ইউনিভার্সিটি অফ আলবার্টার বাংলাদেশী ছাত্র সংঘটনের বর্তমান সভাপতি। আমি অনুমতি পেলে এই লেখাটি আমাদের গ্রুপ মেইলে পাঠাতে পারি এবং সবাইকে বলতে পারি কিছু সাহায্য করতে।যদি কিছু উঠে তাহলে তা পাঠাতে পারি পরে।
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
অবশ্যই পারেন ।
নর্থ আমেরিকা থেকে একজন'কে দায়িত্ব দেয়ার চেষ্টা করা হচ্ছে । নিশ্চিত হলে আপনাকে জানিয়ে দেবো । তালিকায় ঢুকালাম ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
এই মাত্র এখানকার বাংলাদেশী ছাত্র ছাত্রী ও অন্যান্ন বাংলাদেশী সদস্যদের কাছে ইমেইল পাঠালাম। প্রতিক্রিয়া পেলে জানাব।
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
আমার ক্রমিকটা কতোতে পড়লো একটু জানান।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দাদা আপনি ২৫ ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ডালাস থেকে সচলায়তনের একজন সুহৃদ পাঠক মঞ্জুর, ব্যক্তিগত মেইলে তার প্রতিশ্রুতি জানিয়েছেন ।
সচলায়তন পরিবারের পক্ষ থেকে মঞ্জুরের প্রতি কৃতজ্ঞতা ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ধন্যবাদ মঞ্জুর। অনেক ধন্যবাদ।
ফোন দিয়েছিলাম তারেককে। তারেকের কাছাকাছি নেট নেই। এই একবিকেলে কী ঘটেছে জানে না ও। ফোনে জানাতেই খুশিতে লাফ দিয়ে উঠল একেবারে! কী যে ভালো লাগে পোলাপানের এইসব আনন্দ দেখতে!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
হাসান ভাই, অনেক ঝামেলা করে পে-পালে দিলাম। দয়া করে পেলেন কিনা জানাবেন।
আমার এক কো ওয়ার্কার Lillian Wang তার নামও লিস্টিতে আসুক, সে কাল সকালে আমার কাছে টাকা দিবে।
Just to say you thnx Lillian. Many many thanks.
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমি আছি। নর্থ আমেরিকার দায়িত্ব আমি নিতে পারি। তবে প্রথমে তানভীর ভাইকে অনুরোধ করছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
SM3, তানভীর, স্নিগ্ধা- আপনারা আলাপ করে ঠিক করে জানান আপনাদের কার একাউন্টে নর্থ আমেরিকার এমাউন্ট জমা হবে ।
আলাদা আলাদা করে পে-প্যালে পাঠালে ভালো কাটবে । এর চেয়ে একবারে পাঠালো ভালো হয় ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমি না রে ভাই। মডারেটরদের একজন দায়িত্ব নিলেই বিষয়টা বেশি ভাল দেখায়।
আপনারা একজন হলেই হলো । মডারেটর কোন বিষয় না । স্নিগ্ধা কই? দ্রুত জানান । নর্থ আমেরিকা থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মডারেটর কোন ব্যাপার না। আপনার পেপ্যাল-ইমেইল-আইডি বলেন।
উত্তর আমেরিকার কালেকশন শেষে টাকাটা হাসান মোরশেদ অথবা সরাসরি জিফরানকে দিয়ে দিলেই হবে। একটা ট্রানজ্যাকশন ফিতে কাজ হয়ে যাবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
তাহলে তো আরোও হলো না। আমার পে পালের একাউন্টই নাই হাসান মোরশেদের লিংকে দেখছি পেপাল ছাড়াই ক্রেডিট কার্ডে টাকা দেয়া যায়। আর নর্থ আমেরিকা থেকে সব টাকা একসাথে পাঠাতে চাইলে আপনাকে চেকে পাঠাতে পারি। কি সিদ্ধান্ত হলো জানাবেন।
সুসংবাদ আসা শুরু হয়ে গেছে এরই মধ্যে
------------------
------------------
এইমাত্র মামুন হক এর পাঠানো ৩০০ ডলার পেলাম । কাল চলে যাবে সরাসরি জিফরানের ব্যাংক একাউন্টে ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নর্থ আমেরিকায় কিভাবে কোথায় পাঠাবো জানালে ভালো হয়। তানভীর ভাই বা মাহবুব বা জাহিদ যেই হোক, কনফার্ম করেন আর পাঠানোর পদ্ধতি জানান। পেপালের মাধ্যমে ডোনেশন আকারে দিলে টাকা উত্তলোনের খরচটা মনে হয় লাগবেনা। আমার নামটা ঢুকিয়ে দেন। যতটা সম্ভব দিব।
আমি ডালাস এ আছি। কেউ কি দয়া করে জানাবেন paypal এর কোন এড্রেস এ আমি টাকা পাঠাতে পারব।
উদাস- এখনই পে প্যালে না পাঠিয়ে একটু অপেক্ষা করুন । দ্রুত জানাচ্ছি নর্থ আমেরিকায় কোথায় পাঠাতে পারেন ।
সম্ভব হলে যদি আমাকে মেইলে [hasan_murshed@hotmail.com] হ্যালো করেন তাহলে আপনাকে নিশ্চিত করবো ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অভাবনীয়...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আন্তর্জাতিক ট্রান্সফারে প্রতিবার ফিস দিতে হয়। এটা এড়ানোর জন্য এক দেশে দায়িত্বশীল একজন বা দুজনের কাছে যদি টাকার কালেকশানটা সেন্ট্রালাইজ করা যায়, ভালো হয়। উত্তর আমেরিকানরা একটু ভেবে দেখবেন।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
ঠিক। ওভাবেই করছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দুবাই আর অস্ট্রেলিয়া থেকেও সুখবর আসছে। কাল জানাবো। আগে টেকা হাতে পাইয়া লই। ক্যান্সার আর আজরাইল দুইটাকেই উলটা রাস্তা দেখানো হবে। ভাগ বেটা অসময়ে অযায়গায় জ্বালাইতে আসছস!
গতকাল ঠিক এই সময়ে আমি কতটুকু হতাশা নিয়ে বসেছিলাম তা কাউকে বোঝাতে পারবো না।
থেকে থেকে কান্না পাচ্ছিলো।
ঠিক ২৪ ঘন্টা পরে এখন আনন্দে কান্না পাইতেছে। অভাবনীয়... কে বলেছে আমরা পারি না?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আফনেরে যে সক্কাল সক্কাল কইলাম মিয়া কাইন্দেন না আসমানের নীচে এখনো অনেক ভালু মানুষ আছে তখনতো হুনলেন না। এখন দেখেন কি খেলা হয়। লাগ্লে আসমান ধইরা একটা ঝাকি দিয়া দিমু।
আমি এখন বেরুবো । পরে এসে সব আপডেট জড়ো করবো । ভালো থাকেন সবাই টিল দ্যান
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
saveafreedomfighter এর পেপ্যাল অ্যাকাউন্টে আমার অংশ দিলাম মাত্র।
আপাতত আমরা তিনজন আছি (কত নম্বর হলাম জানি না), চেষ্টা করব সংখ্যাটা বৃদ্ধি করতে।
অচল আনি- আপনি কোনদেশ থেকে কিভাবে টাকা পাঠাবেন বিস্তারিত জানালে ভালো হয় ।
প্রয়োজনে আবার ব্যক্তিগত মেইল টোকা দেবেন
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মোরশেদ ভাই, আমি সিংগাপুরে আছি। অনুমতি দিলে আপনার pay pal account ব্যবহার করতে পারি। পরিচিতদেরকে সম্পৃক্ত করতে চেষ্টা করছি, সফল হলে আপনার ব্যক্তিগত মেইলে টোকা দিব।
ধন্যবাদ এই উদ্যোগের সাথে জড়িত সবাইকে।
জয় হোক সকল শুভ উদ্যোগের !!!
সানন্দে ।
খেয়াল করেছেন, আপনি নিজে ও কিন্তু একটা উদ্যোগ প্রক্রিয়ায় জড়িয়ে গেছেন । প্রথমতঃ নিজেকে সম্পৃক্ত করা, তারপর পরিচিতদের ও সম্পৃক্ত করতে চাইছেন ।
আপনার উদ্যোগ সফল হোক । এভাবে সম্মিলিত ভাবেই পুর্ন সাফল্য আসুক ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
জিফ্রান জানালো এইমাত্র যে নর্থ আমেরিকার দায়িত্ব স্নিগ্ধা আপান নিতেছেন। স্নিগ্ধা আপা কই? আওয়াজ দেন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নর্থ আমরিকার পেপ্যাল এর ইনফো চাই
এখনো নাই ক্যানু ক্যানু ক্যানু
আমি আছি। কত নম্বরে জানি না।
এখানে এডমন্টন থেকে যত উঠে তা আমি আর সচল জাহিদ মিলে মানিগ্রাম এ সরাসরি ঢাকায় থাকে কারোর নামে পাঠাতে পারি। পাঠানোর খরচ খুব বেশী নয়। প্রতি হাজার ডলারে দশ ডলার। সুতরাং এখান থেকে আমেরিকা বা অন্য কোথাও পাঠানোর চেয়ে সরাসরি ঢাকায় কারো কাছে পাঠিয়ে দিলে টাকাটা তাড়াতাড়ি পৌছবে। ঢাকায় কার নামে পাঠানো যাবে তার পুরোনাম ও ঠিকানা পাঠান আমার ইমেইল এঃ . মানিগ্রাম এ পাঠালে টাকাটা বেশ কিছু বেসরকারী ব্যাংক থেকে উঠানো যাবে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা । দ্রুত মেইলে আপনাকে জানানো হবে ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
দৃশা
দৃশাফা, আফনে দেখি আমাগো বারাক ওবামার মতো আফনের ভাষায়
একটা ঝাঁকি দিয়া কইলেন "ইয়েস উই ক্যান"!!!
এখন নাচন জায়েজ আছে, নাচেন :D
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
সব ষড়যন্ত্র... এমনিতেই মন খারাপ হইলে আমার হাত লম্বা হয়ে যায়, এর মধ্যে নজরুল ভাই আর দৃশা আপা মিলে দিল এমন ঝাঁকি। যাই কই এমন হলে?
৪৪ জন দেখে ভাল লাগলো এখনও পর্যন্ত, কিন্তু আরেকটু বেশি হলে ভাল হত। লোকজন কোথায় হারালো সব?
উন্মুক্ত ভাবে বলার চেয়ে নির্দিষ্ট করে দেওয়া, পরিমাণ বেঁধে দেওয়া অনেক বেশি কার্যকর। এই বুদ্ধিমান কাজটি করাতেই এভাবে এগিয়ে আসা সহজ হচ্ছে।
তবুও দুই খান কথা। একটু যাঁরা বেশি সামর্থ্যবান, তাঁরা সামান্য ছাত্র বা ছোট চাকুরেদের সমান ডোনেট করে নিজেকে নিজের বিবেকের কাছে অযথা ছোট কইরেন না। এমনটা হলে আয়নায় চুল আঁচড়াতে পারবেন, মুখ দেখতে পারবেন না।
দ্বিতীয়ত, ছাত্রদের সুবিধার্থে একটু কম করে একটি নির্দিষ্ট অংক ধার্য করে দিন। এটি ১০০০ টাকাও হতে পারে। প্রতিটি ছাত্র নিজে ১০০০ টাকা দিক, এবং সাথে আরও ৪ জন সহ মোট ৫০০০ টাকার একটি স্লট বুকিং দেক।
এতো মাত্র ঘন্টা কয়েকের উদ্যোগ । ভরসা রাখি এই তালিকা আরো দীর্ঘ হবে ।
বেঁধে দেয়া পরিমান এবস্যুলেট কিছু নয় । যাদের সামর্থ্যে কুলায় তারা এর বেশী দেবেন , যারা এতোতা পারবেননা তারা কি সরে থাকবেন? অবশ্যই না । প্রত্যেকে প্রত্যেকের সাধ্যের সর্ব্বোচ্চ পরিমান দেবেন । এটা নিজের কাছে নিজের অঙ্গীকার ।
আমার কেনো জানি মনে হচ্ছে তালিকাতে নেই এমন অনেকে ও এগিয়ে আসবেন । একটু আগে আমেরিকা থেকে একজন ৭৫ ডলার পাঠিয়ে সসংকোচে জানিয়েছেন তিনি ছাত্র মানুষ,এর বেশী সাধ্য নেই ।
তার নাম জানাননি । সেই অচেনা বন্ধুকে স্যালুট । ৭৫ ডলার হোক কি ৭৫০ ডলাই হোক অথবা ৫০০ টাকাই হোক আমরা আমাদের সামর্থ্যের সর্ব্বোচ্চ চেষ্টাটুকু করবো- এটাই শেষ কথা ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ইশতিয়াক, আমার মনে হয় না সচলে এমন কেউ আছে, যে তার সামর্থের নিচে দেয়ার চেষ্টা করবে... বরং মনে করি উল্টাটাই, এরা বোধহয় অনেকদিনের কষ্ট করে জমানো সঞ্চয়ও খরচ করে ফেলতে চায়...
সবার কাছেই অনুরোধ, আমরা দশের লাঠি কাঁধে নেব, একের বোঝা না। আপনার সামর্থ এবং সুবিধা বুঝেই এগিয়ে আসুন...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
এই বিশ্বাস আমারও আছে, কিন্তু শুধু বিশ্বাসে কি কিছু হয়? সাহায্যের আবেদন অনেক দিন ধরেই চলছিল, কিন্তু কেউই তো সেভাবে সাড়া দেইনি। সেদিনের বিশ্বাস আজকে লজ্জা আর অপরাধবোধ ছাড়া কিছু দিচ্ছে না। এবার যেন তেমনটা না হয়। দু'টি কথা খেয়াল করবার মত।
১) আমরা শুরু থেকেই যথেষ্ট উদ্যোগী না হওয়ায় এক দফা চিকিৎসা স্থগিত হয়েছে। এটি খুব বেশি লজ্জার। আয় বিচারে হয়তো এই পোস্টের ধারকাছেও আসা উচিত না আমার, কিন্ত অপব্যয় আর অপচয় বিচারে আমার আরও অনেক আন্তরিক হওয়া উচিত ছিল পূর্বপ্রজন্মের দেনা মেটানোর ব্যাপারে। দ্বিতীয়বার যেন এমনটা হতে না দেই আমরা।
২) আপনারই একটি মূল্যবান কথা। নিজের স্বার্থের গণ্ডিতে আবদ্ধ মানুষ আর প্রতিষ্ঠানের বাইরেও যে মানুষ আছে, তা প্রমাণ করতে হবে আমাদের। আমাদের প্রমাণ করতে হবে যে উপরতলায় যতই ঘুন ধরুক না কেন, তৃণমূলে বাংলাদেশ এখনও বেঁচে আছে। দেরিতে হলেও এই যে সবার গা-ঝাড়া দেওয়া, এটা বিফলে গেলে একটি দেশপ্রেমিক প্রাণের পাশাপাশি একটি বিশ্বাসও হারিয়ে যাবে। কিলিয়ে, পঁচিয়ে, ক্ষেপিয়ে, লজ্জা দিয়ে... যেভাবেই হোক এটা সফল করতেই হবে। এতে কেউ মাইন্ড খাইলে ক্ষমা চাওয়ার অনেক সময় আছে, সময়ের কাজ সময়ে না করার মত সময় নাই আর।
এটাই বক্তব্য ছিল আর কি...
হা হা হা। ঠিক আছে। আসলে ব্যাপারটা কীভাবে শুরু হতে পারে, সেটা কারো মাথায় আসছিল না। দৃশাই ব্যাপারটা সহজ করে দিযেছে। সত্তুর লাখ টাকার কথা শুনলে তো আপনার আমার মতো মানুষের মাথা ঘুরে পড়ে যাওয়াই উচিত। কিন্তু এই সহজ জায়গায়টায় গিয়ে তিল তিল করে জমে উঠছে আপনার আমার সবার টাকায়।
এখন মনে হয় না, আর কারো মনে কোনো সংশয় আছে কোনোকিছুকে ঘিরে...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
তালিকায় আমাকেও রাখুন।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
মোরশেদ: এইমাত্র দেখলাম পোস্ট টা । কিভাবে পাঠাবো বলুন, পাঠিয়ে দিচ্ছি।
আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??[/color]
জানাচ্ছি । তিষ্ঠ ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
পাঠিয়ে দিয়েছি এইমাত্র।
আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??
অভিনব ব্যাপার। সিসিবিতেও শেয়ার করলাম।
অভাবনীয় বলে মনে হচ্ছে না আমার মোটেই। এ তো সবে শুরু। আরো সব অভাবনীয় আসবে সামনেই। জিফরানের চোখের কালি অনেক জমেছে এই কয় মাসে, আমরা যদি তার পই পই শোধ না নিয়েছি তো কী বলব...
মামুন হকের ভাষায়, লাগ্লে আসমান ধইরা একটা ঝাঁকি দিয়া দিমু!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
আনিস ভাই দুটো নম্বরের বুকিং দিয়েছেন অন্য পোস্টে। এখানে তুলে রাখলাম...
নিউইয়র্কে থাকে আমার ভাগ্নি মনি আর তার স্বামী মাহবুব। তারা ৭০০০ টাকা পাঠাচ্ছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার জন্যে দুইটা নাম্বার রাইখ্যেন (সন্ন্যাসীরটা ছাড়াই)। তার পর দেখি কদ্দূর কী করা যায়!
.......................................................................................
Simply joking around...
.......................................................................................
Simply joking around...
নর্থ আমেরিকাবাসী আমাকে পে-প্যাল করতে পারেন। পে-প্যাল ইমেইল আইডি ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমি সামান্য কিছু পাঠালাম এই একাউন্ট এ। পেলে জানাবেন।
পেয়েছি। অনেক ধন্যবাদ!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দারুন! দারুন! দারুন! আমিও আছি... নতুন টিউশনিতে অনেক টাকা পাব মাস শেষ হলেই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
তারেক ভাই, টিউশন না থাকলেও আমি আসি...।
নজরুল ভাই আইজকা ফোন দিয়া আপনার কথা কইলেন, আপনার হাতে গছায়া দিমুএই আশায় আসি...।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
আছি । টাকা সামিয়া পৌঁছে দেবে নজরুল ভাইয়ের কাছে
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
তারেক সাহেবের মেইল আইডি বা ফোন নাম্বারটা দেবেন দয়া করে? অথবা কোন একাউন্ট নাম্বার কি আছে?
তারেক: 01715638962
না পেলে বা সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন
নজরুল: 01713041767
আমার ইমেইলাইডি:
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অবশ্যই আছি। আসমান ধইরা ঝাকি কথাটা ব্যাপক!
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
মামুন হক পোলাডাই ব্যাপক; সবকিছু ধইরাই ঝাঁকি দেয়।
.......................................................................................
Simply joking around...
.......................................................................................
Simply joking around...
ধন্যবাদ নজরুল ইসলাম
আছি, এইখানেও ব'লে গেলাম।
নম্বরে ফালান, আর কমেন্টে আপডেট করেন যা-ই করেন না করেন- আছি।
যোগাযোগ ক'রে নেবো আমিই, নিজ দায়িত্বে।
এই সবকিছু। চিপায় পড়ুক শুধু ক্যান্সার।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
একটু ব্যস্ততায় ছিলাম, এখনো আছি।
আপনাদের সাথেও অবশ্যই আছি। কিন্তু টাকাটা তার হাতে দেবো? একাউন্ট আছে কি?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরু'দা কিভাবে দিলে আপনার জন্য সুবিধা হয়? হিমু পাঠাবে, আপনি ওর সাথে মিলে, (জার্মানীর অন্য কেউ যদি চান তাহলে আপনারা সবাই মিলে হিমু'কে গছিয়ে দিন)
অথবা আপনি সরাসরি আমার পে প্যাল এ পাঠিয়ে দেন
hasan_murshed@hotmail.com
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমি হিমুর সাথে যোগাযোগ করে ওকেই গছিয়ে দেবো।
*********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আমার ব্যাঙ্ক ইনফর্মেশন দিলাম নীচে -
Bank of America
Snigdha Ali
Savings Account # 3340 2399 0237
আর আমার Pay Pal এর জন্য
snigdha.ali@gmail.com
হুঁ।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
এক বন্ধুকে বড় একটা উপকার করতে গিয়া আমার মতো ছোট মানুষের ছোট সামর্থ্যটা আরো একটু ছোট হয়ে গেছে। এ কারণে হয়তো নির্দিষ্ট পরিমাণটা এখনই দিতে পারছি না। তাই নাম লেখাইলাম না লিস্টিতে। তবে কাছাকাছি পরিমাণ তো দিতেই পারবো। আশা করি, কাল কিংবা পরশু ছুটির দিনটাতে তারেক কিংবা নজরুল ভাইয়ের পৌঁছে যাবে তা। আর যেহেতু, চিকিৎসা প্রক্রিয়াটা চলবে কিছুদিন। তাই ভবিষ্যতে লিস্টিতে নাম লেখানোর পথটা তো খোলাই থাকছে।
গেল শুক্রবারে ছবির হাটে মিটিং-এ যতটা না আশাবাদী ছিলাম, আজকে সকালে সচলদের এই উদ্যোগ দেখে আরো অনেক অনেক আশাবাদী হলাম। উদ্যোগের সাথে জড়িত সবাইকে স্যালুট।
আরেকটা কমলো। আমিও যুক্ত হলাম।
আমি চট্টগ্রামে। এখানে কেউ কী আছেন? কিভাবে পাঠাবো?
আমার মোবাইল: ০১৫৫৪-৩১৭৪৪৮
ইমেইল:
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
চট্টগ্রামে গৌতম আছে, দেখি ওর সাথে যোগাযোগ করে। জানাচ্ছি আপনাকে ফোন করে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজু ভাই। গৌতমে সাথে এখনো যোগাযোগ হয়নি। তবে আমি এই মাত্র একাউন্ট নাম্বার পেলাম আমারব্লগ থেকে। সম্ভবত প্রথম আলোয় ছাপা ১৫১০২০০৪৭০৭৭৫০০১। সরাসরি একাউন্ট ট্রান্সফার দিয়ে দেবো আমার ব্র্যাক ব্যাংক একাউন্ট থেকে।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
এডমন্টনে আমি ও মোস্তফা ভাই (স্বাধীন) মিলে এখানকার বাংলাদেশীদের কাছ থেকে সাহায্য তুলার চেষ্টা করেছি। আমরা দুজন (আমার আর স্বাধীন ভাইয়ের নাম ইতিমধ্যে লিষ্টে আছে) ছাড়াও ইতিমধ্যে আরো তিন জন দিচ্ছে। আমার প্রস্তাব হচ্ছে আমরা আরো দুই দিন দেখে যা হয় সব একসাথে বাংলাদেশে পাঠাতে পারি মানিগ্রাম এর মাধ্যমে সেক্ষেত্রে নিমিশের মধ্যে মাত্র ১২ ডলার খরচে বাংলাদেশে পৌছে, যাবে শুধু যে তুলবে তার নাম আর আইডি থাকতে হবে ( পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড)।
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
নাম না থাকলেও তালিকায় আছি
যথার্থ উদ্যোগ। সাথেই আছি।
হাসান মোরশেদ ভাইকে তথ্যের জন্য মেইল পাঠালাম।
নদী
সাবাশ!
চলছে, চলবে।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ভালো একটা খবর দেই।
আমার খুব কাছের এক বন্ধু দুবাইয়ের মেয়ে Dalara Sukari পাঠিয়েছে US$275। তার বাবাও ক্যান্সারে আক্রান্ত, আমি তাকে কথায় কথায় গতকাল বলছিলাম খালেদ চাচার কথা, সকালে ই-মেইল খুলে দেখি তার ডোনেশন। বেচারী বলে তার বাবা অসুস্থ না হলে আরো দিত। আসেন আমরা তার বাবার সুস্থতার জন্য দোয়া করি।
যদি সম্ভব হয় তাহলে পরীর মত সুন্দরী ( অবিবাহিত, বড় চাকরি করে এই মরুকন্যাকে অ্যাড্রেসে ধন্যবাদ জানানো হোক।
যে বলবে দুনিয়াতে ভালো মানুষ নাই তাকে মৃদুল আহমেদের অশ্লীল ছড়ার অমনিবাস শুনিয়ে শাস্তি দেয়া হবে।
মামুন ভাই, কিছু বলতে পারতেছি না... স্রেফ তব্দা খায়া তাকায়া রইছি... বিশ্বাস করতে পারতেছি না এখনো...
আমি কিছু বলতে পারবো না উনারে, আসলে বলার কোনো ভাষা নাই আমার... আপনে আমার হয়া ধন্যবাদ দিয়া দিয়েন।
বইলেন বাংলাদেশে একজন তার প্রেমে পইড়া গেছে। এই প্রেম তিনি পরীর মতো সুন্দরী, অবিবাহিত, বড় চাকুরে বলে না।
অসাধারণ মানুষ হিসেবেই তার প্রেমে পড়া যায়। তাকে স্যালুট...
নাহ্... একটু নাইচা আসি...
আর মামুন ভাই, আপনেরে আর কী বলবো? কিছুই বলতে পারবো না... আপনে একটা বস...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
তুই তো ফাটায়া ফালাইলি রে বেটা!
dalara-রে অবশ্যই আমি একটা বিশাল ধন্যবাদসহ মেইল পাঠাব!
আর তুই চালায়া যা... দুবাই, তিন বাই, সৎ বাই, আপন বাই, পরের বাই, উঠল বাই তো কটক যাই... কাউরে বাদ দিস না!
জ্যোর্তিবিদ্যায় আমি খারাপ না, ফটুকে তোর চেহারা দেইখাই ধারণা করছিলাম তরে দিয়া হইব!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
দালারাকে মেইল করতে গিয়ে দেখি গুগল বলতেছে এই অ্যাকাউন্ট এগজিস্ট করে না।
আমার সাধ্যমত আমিও আছি।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
একটু দেরিতে দেখলাম পোস্টটা ।
এই নিয়ে গত ২/৩ সপ্তাহে জিফরান, মোরশেদ দু'জনের সঙ্গেই কথা হয়েছে বার কয়েক ...ব্যক্তিগত ভাবে জিফরানের একাউন্ট ডিটেল ও এনে রেখেছি ।
কিন্তু এই রকম একটা মিলিত উদ্যোগে থাকাটাকে বেশী জরুরী মনে হলো ।
তালিকার ৩/৪ টা নং , কিংবা যা পারি সাধ্যে ...পাঠাচ্ছি এই সপ্তাহেই । সেটা কি জিফরান না মোরশেদের একাউন্টে ?
আত্মীয় স্বজনদের সঙ্গেও কথা বলছি । দেখি আরো কিছু সংগ্রহ করা যায় কি না ।
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
তুই জিফ্রানের একাউন্টেই সরাসরি পাঠা ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সিসিবি থেকে রায়হান আবীর সংগ্রহ করছে টাকা। আমি আজকালের মধ্যেই যতটুকু পারি দিয়ে ওর কাছে দিয়ে দেব।
---------------------------------
তাও তো ভারী লেজ উঁচিয়ে পুটুশ পাটুশ চাও!
---------------------------------
বাঁইচ্যা আছি
একটা কথা চিকিৎসা যেহেতু বাইরেই হবে তাই দেশের বাইরের টাকা সেখানেই রেখে দেয়া ভালো, তাতে দুবার টাকা পাঠানোর ঝামেলা থাকবেনা, আর বাংলাদেশ থেকে এমনিতেই বাইরে টাকা পাঠানো ঝামেলা। সব ঠিক থাকলে যেখানে চিকিৎসা হবে বাইরের টাকা গুলো সেখানেই থাকুক। এখান থেকে যা উঠবে তা এখানকার একাউন্টেই জমা হউক।
আরেকটা কথা বেশকিছু ফটোগ্রাফার এবিষয়ে আমার সাথে কথা বলেছে, যে বাংলাদেশের জন্য উনি যুদ্ধ করেছেন সেই বাংলাদেশের ছবি নিয়ে একটা প্রদর্শনী করা যায়, সেখানকার ছবি বিক্রির টাকা এর সাথে যোগ হলে মন্দ হবেনা। কিন্তু এখানে সমস্যা হলো সবাইকে অবশ্যই "পুশিং সেল" এর জন্য কনফার্ম কিছু বায়ার কে নিয়ে আসতে হবে না হয় ছবি বাঁধাই আর প্রিন্ট এর টাকা তোলাই সমস্যা হয়ে যাবে। এ ব্যাপারটা ট্যাকল দিতে পারলে ২০০ প্রিন্ট নিয়ে প্রদর্শনী করা সমস্যা হবে না। আইডিয়ার জন্য বলে রাখি ছবি প্রিন্ট আর বাঁধাইতে মোটামুটি ৭৫০টাকা খরচ হবে প্রতিটার জন্য। আর বিক্রির সাধারন রেট ৫০০০, আমরা গতবার সিডরের জন্য তেমনিই করেছিলাম।
...........................
Every Picture Tells a Story
ঠিক কথা। বাইরের টাকা আর দেশে পাঠানোর দরকার নেই। এ ব্যাপারে হাসান মোরশেদের দৃষ্টি আকর্ষণ করছি।
ছবি প্রদর্শনী করাই যায়। খুবই ভালো আইডিয়া। তবে করলে সেটাকে খুব ভালোভাবে মিডিয়ায় নিয়ে আসতে হবে।
কালকে তো আসছেন... সামনাসামনি কথা হবে।
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
আমার কাছে যা জমা হচ্ছে কিংবা আরো যা আসবে সব সরাসরি জিফরানের ইউকে একাউন্টে যাবে । সিদ্ধান্ত ও নেবে, এটাই মনে হয় ভালো হয় । দেশে যে গুলো সংগ্রহ হবে ওর আব্বার একাউন্টে, আর বাইরের গুলো অর একাউন্টে ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
২০০ জনের একজন হতে হলে কত দিতে হবে জানি না, তবে যা-ই হোক আমি সেইটুকু নিজে ও সংগ্রহ করে দেব।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
আমি গত সপ্তায় কিছু দিছিলাম, সেটা নির্ধারিত'র চাইতে কম। তবে পরে লাগলে আবার দিতে চেষ্টা করবো। আপাতত বেকার জীবনে বড় কিছুর সাহস হয় না।
এই তথ্য কাজে লাগতে পারে বলে জানালাম।
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
ছবি প্রদর্শনীর আইডিয়াটা খুব ভালো!
যাদের জন্য পে প্যালে পাঠানোটাই সুবিধা আমাকে অথবা মাহবুব মুর্শেদকে পে প্যাল পাঠান, আর যারা ব্যঙ্কে জমা দিতে চান তাদের জন্য তো একাউন্ট নাম্বার দেয়াই আছে। যাদের ব্যাঙ্ক অফ এমেরিকায় একাউন্ট আছে তারা চাইলে অনলাইনেও আমার দেওয়া একাউন্ট নাম্বারে জমা দিতে পারবেন।
শুধু একটা অনুরোধ মনে রাখবেন - আমার পে প্যাল বা ব্যাঙ্কে কোন কিছু পাঠানো হলে, সাথে প্লীজ আমাকে ঠিকানায় একটা ইমেইল করে টাকার অঙ্কটা জানাবেন। তাহলে আমার হিসাব রাখতে সুবিধা হবে।
ইতোমধ্যেই তানভীরের পাঠানো টাকাটা পেয়েছি।
এখানে মানে যুক্তরাজ্য থেকে কোথায় কি করে পাঠাবো কেউ কি একটু মেইলে জানাবেন প্লিজ, দৌড়াচ্ছি তাই সব পড়তে পারলাম না।
dabattam.das@bt.com
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আমি আপনাকে মেইল করছি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অস্ট্রেলিয়াবাসীদের জন্য তো কোনও আলাদা সুবিধা নাই। তাই আমি মুর্শেদ ভাইয়ার কাছেই টাকা পাঠাচ্ছি।
------------------------------------
--------------------------------------------------------
আমার কাছে নীচের পাঁচ জনের পেমেন্ট জমা আছে। আর দুদিন অপেক্ষা করে একসাথে পাঠিয়ে দেব হাসান মোরশেদ ভাইয়ের কাছে। চেক গ্রাউন্ড মেইল করতে চাইলে এ যোগাযোগ করুন।
১। Mohammad Tayabur Rahman
২। Nishorga
৩। ahmed rahid
৪। Khondoker Enam
৫। আমি নিজে
মোটমাট প্রায় সোয়া তিনশর কিছু কম টাকা পড়েছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
Mohammad Tayabur Rahman এর নিকনেম তালিকায় আছে । আহমেদ রাহিদ, নিসর্গকে তালিকায় ঢুকালাম । খন্দকার এনাম এর কি কোন নিক তালিকায় আছে?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হুঁ খন্দকার এনাম তালিকায় আছে। তার নিকটি প্রকাশ করতে চাচ্ছি না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ঠিকাছে ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
...........................
Every Picture Tells a Story
৬। Zahid Hossain
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
চিকিৎসা যে দেশে হবে, সে দেশের কারো কাছে টাকাটা জমা পড়ুক। দেশটি কি যুক্তরাষ্ট্র না যুক্তরাজ্য?
খুব ভালো লাগছে সবার সক্রিয় অংশগ্রহন দেখে
পেশাগত ব্যস্ততা না থাকলে জাপানে জোরালো একটা প্রচেষ্টা দিতে পারতাম, এখন হয়তো শুধু মেইলিং লিস্টগুলোতে সবাইকে জানিয়ে কন্ট্রিবিউশনের আহবান করতে পারবো।
সেজন্য, জাপানেও একটা একাউন্ট আগে টেম্পোরারী বাফার হিসেবে ব্যবহার করা যায়;
আছি মনে হয় আমি আর সৌরভ ... সৌরভের সাথে আলোচনা করে শীঘ্রই একটা এ্যাকাউন্ট ঘোষনা দেব
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মামুন ভাইয়ের কাছ থেকে অ্যাড্রেস পেয়ে দালারা'কে ইমেইলে ধন্যবাদ জানিয়েছিলাম। তিনি অনেক যত্ন করে বড় একটি জবাব দিয়েছেন। সবার জ্ঞাতার্থে তুলে দিচ্ছি দু'টি ইমেইল-ই।
Ishtiaq wrote:
Dalara wrote:
তিনি সম্ভবত আমাকে জিফরান খালেদের সাথে গুলিয়ে ফেলেছেন, তবে সেটা ব্যাপার না। এই মুহূর্তে তো এস এম খালেদ আমাদের সবারই পিতা।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
টাকা কোন একাউন্টে জমা হবে সে বিষয়ে হাসান মোরশেদ'র পরামর্শটাই ভালো লাগলো।
দেশের টাকা খালিদ চাচার নিজের একাউন্টে আর বিদেশের সব টাকা জিফ্রানের একাউন্টে। কোথাও কোনো ভেজাল রইলো না।
চিকিৎসা যে দেশে হবে সেই দেশে টাকা জমা করতে পারলে ভালো হতো। হিমুর এই পরামর্শটাও ভালো। কিন্তু সেটা মনে হয় এখনই ঠিক করা সম্ভব না। একটু সময় লাগবে। হাসপাতালের সাথে যোগাযোগ করা ডাক্তার... এসব মিলিয়ে কিছুটা সময় তো লাগবেই।
আরেকটা ব্যাপার- একটা ঔষধ ছয়মাস ব্যবহার করতে হবে। (নামটা আমি পরে যোগ করে দিচ্ছি)। যেটা অনেক ব্যয়বহুল, আর পাওয়া যায় কেবল আমেরিকা যুক্তরাষ্ট্রে। ছয়মাসের একটানা স্টক হাতে না রেখে চিকিৎসাটা শুরু করা যাচ্ছে না।
এই ঔষধটা কিভাবে কম খরচে পাওয়া যেতে পারে? কোথাও এপ্লিকেশন করে টরে কম পয়সায় পাওয়া যায়? স্নিগ্ধা আপা আর মাহবুব মুর্শেদ সম্ভবত আগে এই ব্যাপারে কিছুটা এগিয়েছিলেন।
এমনও হতে পারে, আমেরিকায় যে টাকাগুলো জমা হচ্ছে, সেগুলো দিয়ে সেই ঔষধ কিনেই পাঠানো যেতে পারে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
যুক্তরাষ্ট্রের কথা বলাতে মনে হলো। আমি ২০০৫ সালে একবার আমার সহকর্মীর মায়ের জন্য ক্যান্সার এর ভ্যাকসিন নিয়ে এসেছিলাম (আমার সহকর্মী কিনে দিয়েছিল) এবং তা বেশ ব্যায় বহুল ছিল। তবে দুঃভাগ্য যে সে প্রতিষেধক গুলো তাকে প্রয়োগ করার আগেই তিনি চলে গিয়েছিলেন।
যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম এ মাসের শেষে আমি একবার যুক্তরাষ্ট্রে যেতে পারি সপ্তাহ্ খানেকের জন্য। যদি খালেদ চাচার চিকিৎসার জন্য ভ্যাকসিনগুলো ঐ সময় কেনা হয় আর তা দেশে আনার অন্য কোন ব্যবস্থা না থাকে তবে, আমি দেশে ফেরার সময় আমি নিজে সেগুলো সাথে নিয়ে আসতে রাজী আছি।
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
এটা একটা দারুণ ব্যবস্থা হতে পারে। আমি তাহলে ডাক্তারের সাথে কথা বলে কী কী ঔষধ আনাতে হবে যুক্তরাষ্ট্র থেকে তার নাম ধাম রেডি করি। আর তা পাঠিয়ে দেই যুক্তরাষ্ট্রের সচলদের কাছে।
সেখানকার টাকা তাহলে আপাতত সেখানেই থাকুক। ঔষধগুলো কিনে কল্পনা আপার হাতে দিয়ে দিলেই হলো। তাহলে আর পরিবহন ব্যয় লাগলো না।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কানাডা র যারা টাকা পাঠাতে চান তারা আমার একাউন্টে পাঠাতে পারেন। আমি আর জাহিদ মিলে এডমন্টন থেকে টাকা তুলছি। বেশ ভাল সাড়া পাওয়া যাচ্ছে। আমরা এখান থেকে পাঁচশোর বেশী পাঠাতে পারবো বলে আশা করছি। কানাডায় বসবাসরত যারা টাকা পাঠাতে চান তারা নিচের একাউন্ট নম্বরটি ব্যাবহার করুন। আপনার নিজের শহর থেকে তুলে একত্রে পাঠাতে পারেন অথবা শুধু নিজেরটাই পাঠিয়ে দিন।
নামঃ Mohammad Ali
ব্যাংকঃ CIBC
একাউন্টঃ 09069-010-6583636
CIBC এর যে কোন শাখায় যেয়ে আমার একাউণ্ট নম্বর দিয়ে বলবেন যে টাকাটা ডিপোজিট করে দিতে। এ ক্ষেত্রে কোন বাড়তি খরচ লাগবে না। টাকাটা পাঠানো হলে আমার ইমেইল তে দয়া করে একটা মেইল দিবেন।
@ হাসান মোর্শেদ ভাই , টাকা উঠানো হলে আপনার সাথে পরে ইমেইল এ যোগাযোগ করবো টাকাটা কি দেশে পাঠাবো, নাকি ইউকে ত্ নাকি ইউএসএ তে। যেটা ভাল মনে করেন জানাবেন।
হাসান মোরশেদ ভাইয়ের দৃষ্টি আকর্ষন করছি। আমার মনে হয় স্বাধীন ভাইয়ের 'একাউন্ট তথ্য' উপরে যেখানে কানাডা থেকে টাকা পাঠানোর তথ্য দেয়া আছে (হলুদ রঙের পটভুমিতে) সেখানে রাখা হলে আরো ভাল হবে।
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
যোগ করে দিয়েছি । পারলে আমাকে একটা মেইল দিয়েন । ধন্যবাদ ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সময়াভাবে মন্তব্য পড়তে পারলাম না, লিস্টে আমার নামটা রাইখেন।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
রাখা হলো ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অনেকদিন সচলায়তনে আসা হয়না। অনেক কিছুই এড়িয়ে গেছে আমার দৃষ্টি থেকে। ভাগ্যিস আজকে এলাম। মৃদুল যে প্রচেষ্টা নিলেন সেটা সত্যই অনুকরণীয় এবং অনুসরনীয়।
সময়াভাবে সবার কমেন্ট পড়তে পারলাম না। তবে এর পেছনে যারা যারা জড়িত আছেন, সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি।
জিফরান খালেদের অনেক মন্তব্য আমি খুব আগ্রহ নিয়ে পড়তাম। ইদানিং তার মন্তব্য একদমই দেখি না। তার ভয় পাবার কিছু নেই। আমরা সবাই পাশে আছি।
আমার আর বন্যার নাম লিস্টে রাখার অনুরোধ করছি।
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
অভি'দা তালিকায় রাখা হলো । বাকী বিস্তারিত স্নিগ্ধা'র কাছ থেকে জেনে নিন ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সাথে আছি। আচ্ছা যুক্তরাষ্ট্র থেকে টাকা কিভাবে পাঠাব? আর পেপালে কিভাবে পাঠাতে হয় একটু খুলে বললেন কেউ?
টুশকি,
মুল পোষ্টে হলুদ ব্যাকগ্রাউন্ড অংশে যুক্তরাষ্ট্র থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া বলে দেয়া আছে ।
পে-প্যালে( www.paypal.com) আপনাকে একাউন্ট খুলতে হবে । একাউন্ট খুলার সময় আপনার ব্যাংক একাউন্ট ডিটেইলস দিতে হবে । আপনার পে-প্যাল একাউন্ট থেকে অন্য কারো পে-প্যাল একাউন্টে সহজেই টাকা পাঠাতে পারেন । এ ক্ষেত্রে আপনার উল্লেখ করা ব্যাংক একাউন্ট থেকে টাকা কর্তিত হবে ।
উপরে দেখুন স্নিগ্ধা আলীর আমেরিকার ব্যাংক একাউন্ট দেয়া আছে । সেখানে সরাসরি জমা দিতে পারেন, চেক পাঠাতে চাইলে এ মেইল করে ঠিকানা নিয়ে নিতে পারেন ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ । কোন কনফিউশন থাকলে জানাবেন ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
চমতকার উদ্যোগ।
এরকম একটা শক্ত ঝাঁকির জন্য দৃশাকে অভিনন্দন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
তালিকায় নাম উঠিয়ে দিন। টাকা আমার একাউণ্ট এ পেয়েছি। নামঃ মইনুল ইসলাম (সিসিবি এর মাধ্যমে জেনেছেন) , থাকেন কানাডা।
চট্টগ্রাম থেকে ফোন করেছেন সায়েম। তিনি ৪০০০ টাকা পাঠাচ্ছেন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজ্রুল ভাই আপ্নেরে ফোন দেয়ার চেষ্টা করলাম, গেলোনা।
যাক সুখবরটা এখানেই দেই।
অস্ট্রেলিয়া থেকে আমার আরেক পুরানা দোস্ত Tania Walsh পাঠিয়েছে AUD 500 ( equiv. to USD360)। মহিয়সী মহিলা সে , সিডরের পরে বাংলাদেশে ১০০০ গাছ লাগানোর খরচ দিছিল। তাকে আর তার জামাই Rene মিয়াকে কইষ্যা ধন্যবাদ দেয়া হোক এই অ্যাড্রেসে।
আপ্নেগো ভাবী JoannaPaterson ও লিস্টিতে আসুক। সচলায়তনে পুংটা পুলাপানের অভাব , নাই তাগো বদ নজর থিকা সেফ রাখার জন্য বউয়ের ইমেইল এখানে দিলাম না। ভালো মানুষের পুতেরা মাইন্ড খাইয়েন না
সে আমার কাছে টাকা দিচ্ছে। সব মিলিয়ে এক সাথে হাসান ভাইয়ের অ্যাকাউন্টে সোমবার জমা দিয়ে দিব। আজ মে দিবসের ছুটিতে এখানে ব্যাংক বন্ধ। কিন্তু আমাগো দিল বন্ধ নাই, আছে কি?
সকাল থেকে ফোনের উপরেই আছি... আপনে ক্যান পাইলেন না বুঝলাম না। যাহোক।
সকাল সকাল এই সুখবরে মনটা আরো বেশি ভালো হয়ে গেলো।
আপনে আসলেই বস পাব্লিক...
আমাগো দিল কখনোই বন্ধ হয় না... হবে না...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি প্রথম তেরোজনের একজন ছিলাম।
আমার নামটা আবারও উঠিয়ে দিন ২০০ জনের তালিকায়।
জানি না এ বিষয় আগেই কেউ বইলা ফেলছে নাকি, তাও নিজের মতটা কইয়া যাই গণমাধ্যম গুলাতে এ্যাপ্রোচ করার বিষয়ে। আমার মনে হয় এই ক্ষেত্রে এ মুহুর্তে আমাদের চেষ্টা করা উচিৎ বিভিন্ন টিভি চ্যানেল কিংবা সংবাদপত্রে বিষয়টা তুলে আনার পাশা-পাশি আমাদের, বর্তমান সময়ের জনপ্রিয় মাধ্যম এফএম রেডিও গুলাকেও টার্গেট করা দরকার। এসময়ের পোলাপাইন যত না টিভি দেখে, আর পেপার পড়ে তার থেকে বেশী শুনে রেডিও। তাই অন্তত ৪'টা রেডিও তে এই খবরটা প্রচার করা যায় কি না বারে বারে সে ব্যবস্থা নেওয়া দরকার। আমাদের এইখানে অনেকজন আছে তারা হয়তো এই বিষয়টা চেষ্টা করলেই ম্যানেজ করতে পারে।
দৃশা
যেহেতু অ-বাংলাভাষীরাও আমাদের উদ্যোগে শামিল হয়েছেন, তাই ইংরেজিতে একটি ধন্যবাদসূচক নোট সচলায়তনে যুক্ত করলে কেমন হয়?
দালারা আর তানিয়াকে মেইল করলাম।
দারুন হয় ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ভারতবর্ষ থেকে টাকা পাঠাবার পদ্ধতি কি?
ভারতবর্ষ মানে আপনি ভারতের কথা বুঝিয়েছেন তো?
পে-প্যাল ভারত থেকে করা যায় কিনা কেউ কি নিশ্চিত করতে পারেন?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমি এখানকার বাংলাদেশী ছাত্রদের কাছ থেকে টাকা পাওয়া শুরু করেছি।এখন পর্যন্ত প্রাপ্ত/নিশ্চিত যারা তারা হলেনঃ
রাশেদুল ইসলামঃ ১০০.০০
রওশন আরা বেগমঃ১০০.০০
এএসএম জুনায়েদঃ ৫০.০০
হাসান জোবায়েরঃ ৫০.০০
শামিম আরা বেগম মিলিঃ ৫০.০০
জহুরুল ইসলামঃ ৩০.০০
বিঃদ্রঃ টাকার অংক কানাডিয়ান ডলারে
আমি আর স্বাধীন ভাইত লিষ্টে আছিই।
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
।
পরিমান মুখ্য নয় , যারা হাত বাড়াচ্ছেন সবার প্রতি কৃতজ্ঞতা । তালিকায় আমি তাদের নাম দিচ্ছি । আপনি সময় করে আমাকে একটা মেইল থ্রো করেন প্লিজ ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
hasan_murshed@hotmail.com এই ঠিকানায় ইমেইল করেছি।
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
The related news link of REDTIMESBD, published today..
http://www.redtimesbd.com/details.php?cat=15&id=763
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
এই লিংকটা দেখতে পারেন।
http://www.redtimesbd.com/details.php?cat=15&id=763
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
এই লিংকটা দেখতে পারেন।
http://www.redtimesbd.com/details.php?cat=15&id=763
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
তানভীর - ১০০
নাম প্রকাশে অনিচ্ছুক অতিথি সচল - ১০০
বন্যা + অভিজিৎ - ১০০
মনিযা চৌধুরী - ১০০
আমি আমার মতো করে পরিচিতজনদের কাছ থেকে টাকা উঠানোর চেষ্টা করছি। কতো উঠাতে পারবো জানি না, তাই আর লিস্টে নাম উঠালাম না। কিন্তু চেষ্টা করে যাচ্ছি, দেখি আমার সামর্থ্যের দৌড় কতোটা।
মুক্তিযুদ্ধ জাদুঘরে একটা অনুষ্ঠানের পরিকল্পনা হয়েছিলো প্রথম বৈঠকে। সেটার কতোদূর মৃদুলদা কি জানাতে পারবেন? আমি মুক্তিযুদ্ধ জাদুঘরে আজ আবার কথা বললাম। তাদের অডিটরিয়াম কিংবা বাইরের অংশটা বিনামূল্যে ব্যবহার করার মৌখিক প্রতিশ্রুতি পেয়েছি। কেবল সাউন্ড সিস্টেম আনতে হবে বাইরে থেকে। না হলে অল্প কিছু খরচ করতে হবে। মৃদুলদা এ ব্যাপারে বিস্তারিত জানালে ভালো হয়।
আর নামী কেউ একটা লেখা তৈরি করে দিলে যুগান্তরে প্রকাশের একটা চেষ্টা আমি করতে পারি। ওখানে পরিচিত কয়েকজন আছেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
বাবা মারা গেলেন ক্যান্সারে। বলতে গেলে বিনা চিকিৎসায়। পাশে দাঁড়ানোর মতো ছিল না কেউ।
এইখানে একসাথে এতগুলো হাত দেখে ভাল লাগছে খুব। পাশে রাখলে খুশি হব। সিলেটে কি কেউ আছেন? টাকাটা কালেক্ট করার মতো?
@ উজানগাঁ
বাংলাদেশে ব্যাংক একাউন্টঃ
A. J. S. M. khaled
Account no. 1510200470775001, Swift Code: BRAKBDDH, BRAC BANK, Uttara Branch Dhaka
আপনি সরাসরি এই একাউন্টে টাকা জমা করে দিতে পারেন। আর জমা দিয়ে নিচের ফোন নম্বরে বা ইমেইলে জাস্ট ইনফর্মেশনটা জানানোর অনুরোধ করছি।
তারেক: 01715638962
নজরুল: 01713041767
ইমেইল :
আরো একটা হাত জমা হলো, শক্ত হলো আমাদের হাত। ধন্যবাদ কবি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কী যে ভালো লাগছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে! বিশ্বাস করি, এভাবেই আমরা হারাতে পারব এই ক্যান্সারকে...
ভাইয়েরা এ পর্যন্ত চুরাশি জনের নাম আসছে, আসেন কষ্ট করে দেখি, আজকেই সেঞ্চুরীটা করে ফেলা যায় কিনা। ডাবল সেঞ্চুরীর আগ পর্যন্ত আমি তো পানি বিরতির কোন চান্স দেখিনা। আসেন আরেকটু জোরে ঠেলা দেই, ইনশাল্লাহ হয়ে যাবে। এই কাজটা আমাদের টপ প্রায়োরিটি হিসেবে রাখতে হবে, বেশী না মাত্র আর কয়েকটা মাস। ঢিল দিলেই কিন্তু পিছিয়ে যাবো।
জয় বাংলা...
মারো ঠেলা হেইয়ো...
ঢিল দিয়েন না ভাইজানেরা...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সন্ন্যাসীর একটি, আমার দুটি আর আমার এক বন্ধু শাব্বির আহমেদ চৌধুরীর একটি এইমাত্র জমা দেয়া হল।
চাঁদাবাজি চলছে। আরো উঠবে দু-একদিনের মধ্যেই।
.......................................................................................
Simply joking around...
.......................................................................................
Simply joking around...
এগিয়ে চলুক... আবার নতুন করে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছি অচিরেই!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
আমিও জমা দিলাম আজ ।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আজকে বেশ অনেকেই টাকা জমা দিয়েছে বলে জেনেছি একাউন্টে। কিন্তু আরো জোর ঠেলা দিতে হবে। সবাই মিলে একটা ঝাঁকি দেন আবার।
আমি বাড়ি পাল্টানোর অজুহাতে দুইটা দিন দৌড়ের উপরে আছি।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কী ব্যাপার ! বাড়ি ছাইড়া আবার কই পলাইতেছেন !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন বাড়িতে। উঁচা বাড়িতে... উত্তরা ছেড়ে ইস্কাটনে গেলাম।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আজকে কোন আপডেট নাই ভাইয়েরা?
আমি আমার এখানে একটা প্রীতি ফুটবল খেলার আয়োজন করার চেষ্টা করছি, গেট মানি আমাদের। একটু আমলাতান্ত্রিক জটিলতা আছে, তবে চেষ্টা করে দেখছি জট তাড়াতাড়ি ছাড়ানো যায় কিনা।
শুভেচ্ছা জানবেন সবাই।
আপডেট আছে...
একাউন্টে টাকা জমা পড়ছে। অনেকেই ফোনে জানাচ্ছেন জমা দেওয়ার কথা। এটা একটা আশা জাগানিয়া খবর। আরো নতুন নতুন জায়গা থেকে টাকা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে।
সরকারী দপ্তর সমুহে চিঠি পৌঁছানোর কাজ অনেকটাই এগিয়েছে।
আর একটা দুখবর হইলো- গত শুক্রবারে যে দুইটা অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত হইছে, সেই দুইটা আপাতত একটু পেছানো হয়েছে। একটু অর্গানাইজড ওয়েতে ভালো করে করার তাগিদেই এই পেছানো। আগামী সপ্তাহেই হবে আশা করছি।
প্রীতি ফুটবল হউক। আপনে সেইখানে বেশি কইরা গোল দেন। আমলাতান্ত্রিক জটিলতা কেন যে সব দেশেই থাকে। উফ্... সাধু সাধু।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বস, গোপনীয় কিন্তু স্পেশাল এক্খান জিনিস পাইলাম, একটু কষ্ট কইরা কালকে নিয়া নিয়েন।
কিছু কিছু কষ্টে সুখ আছে জানেন তো... কালকে ফোন দিতেছি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মামুন ভাই, মিনিমাম এক হালি গোল দেওয়া চাই-ই চাই!
আরে ভাই আমারতো মাঠে নামতে আরো ছয় মাস। গতকাল আমার সার্জনের সাথে দেখা করলাম , হাড্ডি-গুড্ডি সব ঠিকাছে , কিন্তু পুরাপুরি সারতে আরো সময় লাগবো।
নিজে খেলতে না পারলেও , টিমের ম্যানেজমেন্টে আছি, চেষ্টা করছি একটা প্রীতি ম্যাচ আয়োজনের, লোকজন খেলা দেখতে আসবে, কিন্তু গেট মানি আমাদের । হয়ে গেলে সবাইকে জানাবো।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র অসুস্থ হল। আমি তখন ওখানকার শিক্ষক ছিলাম। এক ভদ্রলোক টঙ্গী (কিংবা গাজীপুর) থেকে এসে আমার হাতে এক লক্ষ টাকার একটা চেক দিলেন। আমি রীতিমতো অবাক হয়েছিলাম। মানুষ আসলেই পারে!
আমরা সব সময় পেরেছি। তাই, এবারও পারবো ইনশাল্লাহ। আছি আপনাদের সাথে।
ধন্যবাদ অতিথি লেখক । অনেক প্রাণশক্তি পেলাম আপনার মন্তব্য পড়ে।
কিন্তু আপনার নামটা জানতে পারলে ভালো হতো। আমাদের সবাইকে এখন একসঙ্গে কাজ করতে হবে।
যোগাযোগের অনুরোধ রইলো-
নজরুল ০১৭১৩০৪১৭৬৭
ami.nazrul@gmail.com
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কুয়াকাটায় আমাদের ফার্মে ট্রেনিং-এ আসা ৮০ জন ছেলে-মেয়ে (অনুর্ধ্ব-৩০) দের বলছিলাম মুক্তিযুদ্ধের পটভূমি, কাহিনী আর জিফরান-এর বাবা'দের কথা। কাহিনী শুনতে শুনতে কেউ কেঁদে ফেলেছিল, কেউ হাঁটুতে মুখ লুকিয়ে পিন পতন নিঃস্তদ্ধতায় শুনছিল। সবশেষে চাইলাম কিছু টাকা। মুক্তিযুদ্ধে অংশগ্রহণে বঞ্চিত পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েদের আজন্মের ঋণের কণা ভাগ পরিশোধ এর সুযোগ এসেছে। জিফরান-এর বাবা মুক্তিযোদ্ধা খালেদ চাচার চিকিতসার অর্থ সংগ্রহের জন্য সুবিধা বঞ্চিত স্কুল পালানো এইসব ছেলে-মেয়েরা পরদিন সকালে যার যার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিয়েছিল। অনেক গুলো নাম, ছোট ছোট টাকা, ২০-৫০ টাকা নির্দ্বিধায় তুলে দিল আমার হাতে। সেই সাথে আমাদের ফার্মের প্রায় ৭০ জন সহকর্মীর প্রত্যেকে কিছু টাকা দিল। সব মিলিয়ে কম বেশি যে যা দিতে পেরেছে সবার নাম তুলে দিলাম, আশা করি যত সামান্য অংকই হোক, প্রত্যেককে আলাদা স্বীকৃতি দিতে আমাদের কারও কোন কার্পন্য নেই। টাকা টা ২০ তারিখের দিকে ঢাকায় এসে যথাস্থানে পৌছে দেব।
গলদা চিংড়ী হ্যাচারী টেকনিশিয়ান ট্রেনিং এ আগত কর্মীরাঃ
১. নূর নবী সুমন-২৫, ২. ইসমাইল হোসেন-২৫, ৩. কামাল হোসেন-২৫, ৪. বাচ্চু মিয়া-২৫, ৫. মিন্টু চন্দ্র রায়-২৫, ৬. মনির হোসেন-২৫, ৭. মহি উদ্দিন-২৫, ৮. রাকিবুল হাসনে রুবেল-২৫, ৯. নুরুল ইসলাম-২৫, ১০. রিয়াজ গাজী-২৫, ১১. রাশেদুল ইসলাম-৫০, ১২. মোঃ সানি-৫০, ১৩. রিপন চন্দ্র-৫০, ১৪. সফিকুল ইসলাম-৫০, ১৫. মিঠুন দাস-৫০, ১৬. সজল সুকুল-৫০, ১৭. মোঃ আশিষ-৫০, ১৮. মোঃ আউয়াল-৫০, ১৯. মোঃ শাকিল-৫০, ২০. মোঃ মিরাজুল-৫০, ২১. শহীদুল ইসলাম শাহিন-২৫, ২২. মো: মাস্তাফিজুর রহমান-২৫, ২৩. মনিরুল ইসলাম-২৫, ২৪. খলিলুর রহমান-২৫, ২৫. আমিনুল ইসলাম-২৫, ২৬. মহিউদ্দিন-২৫, ২৭. বশীর গাজী-২৫, ২৮. মাহমুদুল হাসান-২৫, ২৯. মিজানুর রহমান-২৫, ৩০. ফেরদৌসি আক্তার-৫০, ৩১. হাসি আক্তার-২০, ৩২. সুমাইয়া-২০, ৩৩. লাভলী-২০, ৩৪. দুলিয়া-২০, ৩৫. কুলসুম-২০, ৩৬. সাথী আক্তার-২০, ৩৭. স্বর্না আক্তার-২০, ৩৮. সালমা আক্তার-২০, ৩৯. সোহনেআরা বেগম-৭০, ৪০. শিমুল রানী-২০, ৪১. রুনু আক্তার-২০, ৪২. ফাতেমা বেগম-২০, ৪৩. মরিয়ম বেগম-১০০, ৪৪. নার্গিস-২০, ৪৫. রুমি-২০, ৪৬. পারুল-২০, ৪৭. ফজিলাতুন নাহার-২০, ৪৮. মুক্তা রানী-২০, ৪৯. আসমা আক্তার-২০, ৫০. ফাতেমা আক্তার-২০, ৫১. তাসলিমা-২০, ৫২. মাহিনুর-২০, ৫৩. সাবিনা ইয়াছমিন-২০, ৫৪. মিতু-২০, ৫৫. মনিকা রানী-২০, ৫৬. নুপুর রানী দাস-২০, ৫৭. তাহমিনা আক্তার-২০, ৫৮. সাকিলা পারভিন-২০, ৫৯. মুক্তা রানী হালদার-২০, ৬০. মিতু আক্তার-২০, ৬১. সালমা আক্তার-২০, ৬২. সাজিয়া সুলতানা-২০, ৬৩. মাকসুদা সুমি-২০, ৬৪. রাবেয়া-২০, ৬৫. রুমা আক্তার-২০, ৬৬. জায়েদা-২০, ৬৭. জাহিদুল ইসলাম-৫০, ৬৮. রিয়াজ মাহমুদ-৫০, ৬৯. এনায়েত হোসেন-২৫, ৭০. হাবিবুর রহমান-২৫, ৭১. আ: রহমান-২৫, ৭২. রফিকুল ইসলাম-২৫,৭৩. আল-আমিন-২৫, ৭৪. আলমগীর হোসেন-৫০, ৭৫. আবু সালেহ-২৫।
প্রশিখণার্থী মোট টাকা-২,২১৫
আমাদের ফার্মের কর্মীরা-
১. আব্দুল্লাহ আল মামুন-৫০০, ২. মোঃ মামুন (৩)-১৮০, ৩. আব্দুল মতিন-১৫০, ৪. রাজ্জাক মোল্লা-১২০, ৫. শংকর সরকার-৩০০, ৬. মোঃ আসিফ ইকবাল-২৮০, ৭. মোঃ ইয়াকুব আলী-১২০, ৮. নাসরিন নাহার-২৮০, ৯. মোঃ জামিল-১৬০, ১০. মোঃ রহিম-১৪০, ১১. মোঃ শামীম-১৪০, ১২. মোঃ মাকসুদ-১৪০, ১৩. মোঃ জাকির-১৪০, ১৪. মোঃ খলিল-১৪০, ১৫. মোঃ আরিফ-১৪০, ১৬. মোঃ সাইফুল-৩-১২০, ১৭. মোঃ আমিরুল-১৪০, ১৮. সজীব আহমেদ-২০০, ১৯. মোঃ হালিম-১৩০, ২০. মোঃ আমানুল্লাহ-৬০, ২১. মোঃ আফজাল-১০০, ২২. মোঃ জলিল-১১০, ২৩. মোঃ সাইফুল-১-১০০, ২৪. মোঃ আলমগীর-১২০, ২৫. মোঃ রনি-১২০, ২৬. মোঃ বশির-১০০, ২৭. সুনীল বাবু-৯০, ২৮. গোলাপী রানী-৮০, ২৯. মোঃ জাহিদ-৯০, ৩০. মোঃ রেজাউল-৮০, ৩১. আলী হোসেন-৮০, ৩২. আব্দুল সালাম-৯০, ৩৩. মোঃ উজ্জ্বল-১১০, ৩৪. মোঃ সানু-৯০, ৩৫. মোঃ ফারুক-৯০, ৩৬. মোঃ আল আমিন-৮০, ৩৭. মোঃ মাইনুদ্দিন-৮০, ৩৮. মোঃ ফোরকান-৮০, ৩৯. মোঃ সুমন-৪০, ৪০. মোঃ সাইফুল-২-৮০, ৪১. মোঃ রাজু-৮০, ৪২. মোঃ মোতালেব-৯০, ৪৩. মোঃ শামীম-২-৮০, ৪৪. মোঃ ফজলুল হক-৯০, ৪৫. মোঃ জাফর-৯০, ৪৬. মোঃ আতিকুল ইসলাম-২০০, ৪৭. ইরানি-১২০, ৪৮. তাসলিমা বেগম-১২০, ৪৯. শিবু -৮০, অমুল্য-৮০, ৫০. কল্যাণী-৬০, ৫১. মোঃ মাসুম-১৪০, ৫২. আব্দুল আউয়াল-২৪০, ৫৩. তাসলিমা বেগম (লাভলী)-৩০০, ৫৪. লোকমান আলী-৩০০, ৫৫. মোঃ আমিনুল ইসলাম-৮০, ৫৬. কিবরিয়া-৮০, ৫৭. মাহবুব-৮০, ৫৮. মাসুদ রানা-৮০, ৫৯. বিল্লাল হোসেন (১)-৮০, ৬০. বিল্লাল (২)-৮০, ৬১. আলমগীর (১)-৮০, ৬২. আলমগীর (২)-৮০, ৬৩. আদার-৫০, ৬৪. আউয়াল-৫০, ৬৫. সোলেমান-৫০, ৬৬. মেসকাত-৫০, ৬৭. অনিক-৮০।
প্রশিখণার্থী-২,২১৫/-
স্টাফ-৮,৩৮০/-
মোস্তফা শিবলী-৫,০০০/-
-----------------
মোট-১৫,৫৯৫/-
শিবলী - ওই ২০ টাকা, ২৫ টাকা, ৭০ টাকা ...... কী যে অসম্ভব ভালো লাগলো !!!
এমন মেসেজ দেখলে বুকে বল পাই, চোখে স্বপ্নগুলো ফেরত আসে। প্রত্যেকের প্রতি অনেক শ্রদ্ধা রইলো। আর আপনাকে ধন্যবাদ ৭৫+৬৭+১ টি নাম টাইপ করে দেওয়ার জন্য।
ক্ষুদ্র মানুষের এই ছোট ছোট মহানুভবতাগুলোই আমাদের মত সামর্থ্যবানদের বসে থাকার অধিকার দেয় না।
আমার কূট সন্দেহ এটা শিবলী নিজে করে নাই তাই না শিবলী?
ফাজলামি বাদ দিয়ে বলি - এই প্রত্যেকের নাম দেয়ার ব্যাপারটা অসম্ভব ভালো লাগসে। সেটা যে তোমার আইডিয়া তা তো বোঝাই যাচ্ছে। ওদেরকে বলে দিও যে পৃথিবীর বিভিন্ন জায়গা্য থাকা অনেকেই তাদের নাম জানতে পারসে, আর ধন্যবাদ জানাইসে!
শিবলী ভাই,
এই উদ্যোগ নিয়ে আলাদা একটা পোষ্ট দেবেন? এই মানুষগুলোকে কি করে সম্পৃক্ত করলেন?
অভিনন্দন আপনাকে এবং তাঁদের সকলকে।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
শিবলী ভাই,
অপার্থিব এক ভালোলাগায় ভরে গেল আপনার মেসেজটা পরে।
আপনাকে, আপনার সহকর্মীদের আর প্রতিষ্ঠানের ট্রেইনীদের জানাই সশ্রদ্ধ সালাম আর আন্তরিক অভিনন্দন। আপনাদের মত মানুষেরা আছেন বলেই পৃথিবী এত সুন্দর।
সবাই দোয়া করবেন যেন আমরা যে দায়ীত্ব কাধে নিয়েছি তা সফল ভাবে পালন করতে পারি।
বিশ্বাস করেন শিবলী ভাই, এই মন্তব্যটা পড়ে মনটা অসম্ভব এক ভালো লাগায় ভরে উঠলো।
এইটা একটা উদাহরণ। ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল... এইটাই...
২০/২৫ টাকা করে দিয়ে কতো টাকা উঠে গেলো। আহ্...
এই ঘটনা নিয়ে আলাদা একটা পোস্ট দিন। এটা একটা দৃষ্টান্ত। আমরা নিজ নিজ অফিসে এরকম চাঁদা তুলতে পারি।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ভালো হচ্ছে না স্নিগ্ধা, হাটে হাড়ি ভেংগে দিচ্ছ কেন?
মজার ব্যাপার কি জান? ফার্মের ২/৩ জন পিচ্চি সেই সন্ধ্যায় ভরা মজলিসে প্রথম চেচিয়ে বলেছিল, মোরা পঞ্চাশ টাহা কইরা দিমু....। বেশ কয়েকটা মেয়ে ট্রেইনী চোয়াল শক্ত করে টাকা কালেকশনে নেমে পড়েছিল নিজেদের মধ্যে। স্নিগ্ধা, তোমার ধন্যবাদ ওদের পৌছে দিতে গিয়েও দিলাম না। এবার অটামের ব্রেকে দেশে আসলে না হয় ধন্যবাদটা নিজেই এসে দিয়ে গেলে।
আসলে এখানে প্রত্যেকই বড় বড় কাহিনী ঘটিয়েছে। নজরুল, দৃশা, হাসান মোরশেদ, মৃদুল, ইসতিয়াক ও মামুনদের সবাই একেক জন বিশাল আলোক বিস্ফোরণ ঘটিয়েছে।
আমার নিভৃত পল্লী সেই সন্ধ্যায় ঐ আলোয় আলোকিত হয়ে উঠেছিল।
আরভিং টেক্সাস থেকে ফারহানা পারভীন ১০০ ডলারের একটি চেক পাঠিয়েছেন। আজ বিকেলে পেলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
তীরন্দাজ ৫০ ইউরো আমার কাছে হস্তান্তর করেছেন।
আমি এইমাত্র হাসান মোরশেদ ভাই এর ইমেইল এর ভিত্তিতে আমাদের সংগৃহীত ৬৮০.০০ কানাডিয়ান ডলার paypal A/C এ পাঠালাম। হাসান ভাই পেলে একটা আওয়াজ দিয়েন।
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
জানি অনেক দেড়ি করে ফেলেছি, কীর্তিনাশার কাছে আগেই কিছুটা শুনেছিলাম, কিন্তু এদিকে যে এত বড় বৈপ্লবিক ঘটনা ঘটে গেছে বুঝতে পারি নাই।
আমিও আছি সবার সাথে। কীর্তিনাশার কাছে টাকা পাঠিয়ে দেব কালই, সেই সাথে আমার সহকর্মীদেরও জানিয়েছি, দেখা যাক কত পাই তাদের কাছ থেকে।
কী সুন্দর!
নিজে ফিল্ডে কিছু করতে পারছি না, কিন্তু এই পদক্ষেপগুলো জানতেও এত ভালো লাগছে! খুব আশাবাদী হচ্ছি।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
একটা নতুন পোস্টের দাবী জানাই আমাদের এই প্রয়াস নিয়ে। মৃদুলের নাকি কি পুইড়্যা গেছে ,নজু ভাইকি বেশী ব্যস্ত?
না, অনেকদিন পোস্ট দেই না। আজকে রাতে একটা পোস্ট দিবো ভাবতেছি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজরুল ভাই, মোট কত উঠলো তার উপর একটা আপডেট দেয়া যায়? আমরা যারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছি, তাদেরটাও হিসেবে রাখুন।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
মোট কতো উঠলো তার হিসাব এখনও কারো হাতে স্পষ্ট নাই। সব এক জায়গায় করা হয়নি এখনো। বাংলাদেশে কিছু ক্যাশ আছে, কিছু আছে একাউন্টে। আবার অনেকেই যোগাযোগ করেছিলেন ব্যাঙ্কে জমা দিবেন বলে, কিন্তু এখনো জমা হয়নি।
আর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে কিছু টাকা। কোনোটা ইউএস ডলারে তো কোনোটা সিঙ্গাপুরি ডলারে, আবার কোনোটা ইউরোতে।
তবে সব হিসেব মেলানো হচ্ছে। অচিরেই হয়তো জানা যাবে। ধন্যবাদ সন্ধানী ভাই।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বাংলাদেশ সার্পোট গ্রুপ "বাসুগ" এর তরফ থেকে একশত ইউরো দেয়া হয়েছে।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দুবার হয়েছে, প্লীজ কেউ মুছে দেন।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ডাকে ১০০ ডলার পেলাম:
নাম প্রকাশে অনিচ্ছুক
নটর ড্যাম, ইন্ডিয়ানা
আপনাকে ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
আমি গত হপ্তায় হিমুর হাতে ৫০ ইউরো দিয়ে এলাম। আপনারদের সাফল্য কামনা করি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আজ ভাইয়ের জন্মদিন। ভাই বেঁচে থাকলে এই যুদ্ধে অবশ্যই তার ভাল একটা ভূমিকা থাকত বলে আমার বিশ্বাস। ভাইয়ের জন্মদিনে ভাবী মেহবুবা জুবায়ের এই তহবিলে ৫,০০০ টাকা দিয়েছে। আজ বিকেলে এই টাকা আহমেদুর রশীদ টুটুলের হাতে তুলে দেয়া হয়েছে।
.......................................................................................
Simply joking around...
.......................................................................................
Simply joking around...
সামি নামের এক পিচ্চি ভাই গত ২০ তারিখে উত্তরার ব্যাংক অ্যাকাউন্টে ৫০০০ টাকা জমা দিয়ে এসছে।
দৃশা
নতুন মন্তব্য করুন