যুবক : (ফিসফিস করে) যেতে পারবে তো ?
যুবতী : পারব! আমাকে পারতেই হবে!
যুবক : কয়টার দিকে দেখা করব?
যুবতী : এই তো! রাত তিনটায়!
যুবক : চুড়িগুলো খুলে রেখ, নইলে শব্দ হবে!
যুবতী : ঠিক আছে, খুলে রাখব!
যুবক : স্লিপার পরা আছে তো? নইলে হাঁটার সময় পায়ের আওয়াজ উঠবে! আর আওয়াজ উঠলেই...
যুবতী : হ্যাঁ, জানি! স্লিপার পরেই আছি!
যুবক : (ইতস্তত করে) শোনো, পারবে তো যেতে?
যুবতী : পারবই! আমাকে পারতেই হবে!
নার্স মেয়েটি ঢুকে যায় হাসপাতালে। তার স্বামী বিষণ্ণ মুখে বিদায় নেয়। তাদের একমাত্র বাচ্চাটির জ্বর, অথচ নার্স মেয়েটির নাইট ডিউটি পড়ছে প্রতিদিনই। আর বাচ্চাটাও এমন... এত জ্বরেও গভীর রাতে মায়ের একটু সাড়াশব্দ পেলেই হল... লাফ দিয়ে উঠে বসবে!
যুবতী : (বিড়বিড় করতে করতে) আজকে যেতেই হবে আমাকে! ডক্টর ছুটি না দিলে চাকরিটাই ছেড়ে দেব!
মন্তব্য
হ
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
মজা লাগলো।
সবার জল্পনা কল্পনায় সুন্দর করে পানি ঢেলে দিয়েছেন , গল্পের মোড় ঘুড়িয়ে দিয়ে।
--------------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
কম কথার মাঝে বেশি। ভালো লাগলো।
_____________________________________________
তুমি হতে পারো একটি স্বার্থক বিষাদের সংজ্ঞা। স্বার্থক নদী, স্বার্থক ক্লান্তি অথবা স্বার্থক স্বপ্ন।
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
কম কথার মাঝে বেশি। ভালো লাগলো।
_____________________________________________
তুমি হতে পারো একটি স্বার্থক বিষাদের সংজ্ঞা। স্বার্থক নদী, স্বার্থক ক্লান্তি অথবা স্বার্থক স্বপ্ন।
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
ক্যান জানি একটু খাপছাড়া লাগলো।
মনটা খারাপ হয়ে গেল।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
মৃদুলবাই বিশাল মগ কফি শেষ করে বিশাল চাঙ্গা হইয়া আসছেন ;)।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
লেখায় মৃদুল ভাইয়ের স্বভাবজাত টুইস্ট পাইলাম...
---------------------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
বেশ ভালো লাগলো। টুইস্ট আশা করেছিলাম, কিন্তু এরকম ইমোশনাল হয়ে যাবে আশা করিনি। শেষটা ছুঁয়ে গেলো...
***********************************************
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???
ভাল্লাগ্লো। আমাদের বাসায় এখন মোটামুটি কাছাকাছি ধরনের সমস্যা যাচ্ছে, তাই আরও বেশি অনুভব করতে পারলাম প্লটটা।
টুইস্ট একটু কম পাইলাম। তবে ভালু লাগল
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
শেষটা এমন আশা করিনি
হুমমম------
- সব ডাক্তাররে কইষ্যা মাইনাস।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ফারহানা সিমলা
বিষয়টা কি ??????
ফারহানা সিমলা
ভালো লাগল।
এত ছোট পরিসরে সবাইকে মুগ্ধ করে রাখা অনেক কঠিন, সেই কঠিন কাজটা করলেন আোনেক সহজে।
ধন্যবাদ।
দলছুট।
যেন বাঁধা পেল দুষ্ট মস্তিষ্ক, -- শফকত
নতুন মন্তব্য করুন