জ্বি স্যার। যা ভাবছেন, তাই।
টেকো আকতার আর ভুঁড়িয়াল মৃদুলের ছড়ার বইটা আজকেই বেরোচ্ছে।
মোড়ক উন্মোচন সন্ধ্যা সাতটায়, নজরুল মঞ্চে। উন্মোচন করবেন লুৎফর রহমান রিটন, আহমাদ মাযহার, আমীরুল ইসলামও থাকবেন সম্ভবত। এছাড়াও আজকে চ্যানেল আই লাইভে বইটি প্রদর্শিত হবার সম্ভাবনা আছে।
মোড়ক উন্মোচনে যে যার টিস্যু হাতে নিয়ে সময়মতো সামিল হয়ে যান।
এই বইয়ের মজার বিষয়, এর সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে জলজ্যান্ত ৭ জন সচল।
বই লিখেছে আকতার আর মৃদুল। গেল দুই।
কভারের দুর্দান্ত কার্টুনটি আর ভেতরে দুই লেখকের ক্যারিকেচার করে দিয়েছেন সুজঞ্চৌধুরী। হল তিন।
কভারের ডিজাইন এবং দুর্ধর্ষ লেটারিং করেছেন মুস্তাফিজ ভাই। হল চার।
বইটি প্রকাশ করেছেন আহমেদুর রশীদ টুটুল। সচল নাম্বার পাঁচ।
আকতারের লেখক পরিচিতির ছবিটি তুলে দিয়েছেন নির্জন স্বাক্ষর। হল ছয়।
তাহলে সাত নাম্বারটা কে?
লাকি সেভেন মামুন হক। আমি এবং আকতার এইখানে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি মামুনকে। এই বইয়ের স্বপ্ন দেখেছে মামুন, উৎসাহ দিয়েছে, শুধু উৎসাহ দিয়েই ক্ষান্ত থাকে নি, এই বই প্রকাশের পুরো খরচ যোগান দিয়েছে সে।
রাজাকার প্যাঁদানো ইতিহাসে তার এই ভূমিকা বসুন্ধরা টিস্যুর ভাঁজে ভাঁজে লেখা থাকবে।
যারা আজকে আসতে পারছেন না, তাঁরা হতাশ হবে না মোটেই। শুদ্ধস্বর, স্টল নাম্বার ২৪০-এ বসে থাকা কর্মীকে এই বই সম্পর্কে জিজ্ঞেস করামাত্র সে 'ইউরেকা' (বাংলায় পাইছি তরে) গোছের একটা উজ্জ্বল হাসি দিয়ে বইটি ধরিয়ে দেবেন আপনার হাতে!
শেষ করার আগে বইয়ের ফ্ল্যাপের লেখাটা এখানে তুলে দেয়ার লোভ সামলাতে পারলাম না :
দিন বদলায়। পুরনো বাড়ি ভেঙ্গে নতুন বাড়ি ওঠে। বন কেটে তৈরি হয় শহর, নদীর ওপর পাড়ি দেয় ব্রিজ। কোলের শিশুটি একদিন হাঁটতে শুরু করে, যে বালক সে হয়ে ওঠে কিশোর, মধ্যবয়সী মানুষ আচমকাই খেয়াল করে সে বার্ধক্যে উপনীত।
দিন বদলায়।
শুধু রাজাকারেরা কখনো বদলায় না।
যারা বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানিয়েই রাখতে চেয়েছিল, তাদের মানসিকতায় একচুল পরিবর্তনও ঘটে না। বাঙালির রক্তে যারা হাত ভিজিয়েছিল, তাদের সেই হাত কখনো শুকোয় না। দেশের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, তারা চিরকালই বিশ্বাসঘাতক থেকে যায় মনেপ্রাণে।
শুধু বদলায় তাদের ছদ্মবেশ। কখনো ভুঁইফোড় মুক্তিযোদ্ধা, কখনো ধর্মপ্রাণ পীরসাহেব, কখনো দেশপ্রেমী রাজনীতিবিদ, কখনো পত্রিকার সম্পাদক, এমনই চিত্রবিচিত্র সব মুখোশে তারা লুকিয়ে রাখে তাদের দাঁত-নখ আর রক্তে ভেজা হাত।
মুক্তিযুদ্ধ তাই কোনোদিন ফুরোয় না।
আর নতুন প্রজন্ম তাদের গেরিলা আক্রমণ চালায় নতুন নতুন কায়দায়।
সেরকমই দুই লড়াকু আকতার আহমেদ আর মৃদুল আহমেদ। কম্পিউটার টেবিলকে বাংকার বানিয়ে যারা বাক্য, ছন্দ আর শব্দের ছররা ছুঁড়ছে রাজাকারদের উদ্দেশে।
আকতার আর মৃদুলের এই ছড়ার ছররাগুলো নেড়েচেড়ে দেখতে দেখতে পাঠক কখনো হো হো করে হেসে উঠবেন, কখনো হাততালি দিয়ে উঠবেন, কখনো অন্ধ আক্রোশে হাতের কাছে একটা রাজাকারের গলা খুঁজবেন অ্যায়সা করে টিপে ধরার জন্য।
সবশেষে একটা দাবিতেই আবার সোচ্চার হয়ে উঠবে পাঠকের মন : যুদ্ধাপরাধীদের বিচার চাই!
গোলাম আযম, নিজামী, সাকাচৌ… রাজাকার, আলবদর, আল-শামস বাহিনীর সবাই, এদের সবার বিচার হতে হবে এদেশের মাটিতে!
মন্তব্য
উপস্থিত
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আইতেছি! মানবতা আজকাই মুইছা ফালামু!
প্রথম যেদিন প্রচ্ছদ দেখলাম, সেদিন থেকেই বইটির ব্যাপক প্রচার (শুধু বিক্রি নয়) কামনা করছি। ভেতরের লেখা পড়ার আগেই, সুজন চৌধুরীর প্রচ্ছদের জন্য হলেও বইটা কেনা উচিত অপরিচিত পাঠকের।
ফ্ল্যাপের লেখাটা অসাধারন লেগেছে।
মৃদুল ভাই, আকতার ভাইকে অভিনন্দন।
অনুপস্হিত!
তবুও তুমুল অভিনন্দন আর ফাটাফাটি শুভকামনা... (তালিয়া)
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
এই বইটির সাফল্য এখানেই থাকবে। অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা রইল সকলের জন্য।
গোলাম আযম, নিজামী, সাকাচৌ… রাজাকার, আলবদর, আল-শামস বাহিনীর সবাই, এদের সবার বিচার হতে হবে এদেশের মাটিতে!
উপস্থিত
...........................
Every Picture Tells a Story
হাততালি! হাততালি!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
আমিও আলাদা করে কৃতজ্ঞতা জানাই এই প্রচেষ্টার সাথে সংশ্লিষ্ট সবাইকে। সুজন্দা, মুস্তাফিজ ভাই, নির্জন স্বাক্ষর, টুটুল ভাই, এই বইয়ের স্বপ্ন দেখা মামুন, সর্বোপরি সচলায়তনের সকল পাঠক-লেখক...
মৃদুল, তোরে আর আলাদা করে কিছু বললাম না!
শুভ কামনা রইল...
"যুদ্ধাপরাধীদের বিচার চাই!"
লাব্বায়েক
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
মোড়ক উন্মোচনের সময় দুই-চারটা রাজাকার পাওয়া যায়না? গলায় দড়ি বাইন্ধা নজরুল মঞ্চের উপর ঝুলায়া রাখলাম...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
চমৎকার লাগল লাইনগুলি। বইয়ের জন্য অভিনন্দন ও শুভকামনা ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অনেক অনেক অভিনন্দন আর শুভকামনা মামুগণ!
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকার জন্য উপস্থিত !!
এদেশের মাটিতেই বিচার হবে , রাজাকার গুলার ।
বোহেমিয়ান
এগিয়ে যান।
শুভেচ্ছা রইল।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
রাজাকার-আলবদর খতম হোক!
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
উপস্থিত
দুই প্রিয় ছড়াকারকে অভিনন্দন!!!
=======================
যদি আমি চলে যাই নক্ষত্রের পারে —
জানি আমি, তুমি আর আসিবে না খুঁজিতে আমারে!
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
অনেক অভিনন্দন!
এই ইস্যু কিছুতেই যেন পিছু না হটে সেটা নিশ্চিত করতে আমাদেরই।
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
ছড়িয়ে পড়ুক মানুষের মুখে মুখে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অভিনন্দন!
"মানবতা ইস্যুতে রাজাকার মুছে ফেল টয়লেট টিস্যুতে"
এটাই হোক সবচেয়ে হিট বই-- সেই কামনায়।
- আরে খালি ৭ জন সচল কেনো? আমি তো দেখতে পাচ্ছি সব সচলেরই এতে অবদান আছে। সব সচলই এই বইয়ের সাথে যুক্ত। আজকে সবাই কিনবেন না এই বইটা!
তাছাড়া, আমি না কিনতে পারি, আমি খোমাখাতায় লাইক্কর্ছি না? অতএব, আমারেও রাখতে হবে অবদানের হল অব ফেইমে।
এই বইটার দিকে আমি চরমভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। একটা ধাক্কা লাগানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বইটা। আজকে সন্ধ্যায় আশাকরি সেই ধাক্কাটা বেগবান হবে, জায়গামতো ধাক্কা লাগাতে সমর্থ্য হবে।
"রাজাকার ইস্যুতে মানবতা মুছে ফেলো টয়লেট টিস্যুতে"
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই অংশটা একটু বিশেষভাবে উল্ল্যেখ না করে পারলাম না। লেখাটা দাগ কাটলো মনে।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
এই বইটির বিশেষ প্রচার ও বিপণন প্রয়োজন। প্রতিটি কলেজছাত্রের হাতে দেখতে চাই এই বই।
বরাহশিকার জারি থাকুক।
অভিনন্দন। আশাকরি সফল হবে যুদ্ধ।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
উপস্থিত হতে পারি নি, তবে অবশ্যই কিনবো, আশা করছি অন্যদের উপহারও দিবো।
শুভ কামনা রইল।
সন্ধ্যা
অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন!
খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম বইটার জন্য। এই বই ছড়িয়ে যাক সারা দেশে এবং জারি থাকুক বরাহ শিকার!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
এই বই দাবানলের মত ছড়িয়ে পড়ুক চারিদিকে
অভিনন্দন প্রিয় দুই ছড়াকার ও সংশ্লিষ্ট সবাইকে।
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
সবার হাতেই এই বই থাকুক---আমার হাতেও।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
অভিনন্দন দুই প্রিয় ছড়াকারকে!
কাব্যগ্রন্থখানা সংগ্রহের আশায় আছি।
- মুক্ত বয়ান।
অভিনন্দন।
বইটার নাম শুনলেই অসাধারণ লাগে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
Lina Fardows
অভিনন্দন ! অভিনন্দন ! অনেক অভিনন্দন !!!
টয়লেট টিস্যু চায় রাজাকার মুছিতে ক্রন্দন !!!!!
Lina Fardows
অনেক সাফল্য পাক বইটা। রাজাকাররা সব সাইজ হোক!
ছড়াকার দুজনের জন্য হাততালি
.
___________________________________________
ভাগ্যিস, আমার মনের ব্যাপারগুলো কেউ দেখতে পায় না!
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
এগুলো ছররা হলে আণবিক বোমা কোনগুলো?? অনেক অভিনন্দন প্রিয় দুই ছড়াকারকেই।
দোস্তরা বইয়ের আপডেট জানালি না? বেচাবিক্রি কেমন?
একটা ছোট্ট সংশোধনীঃ বইয়ের খরচ আমি দিতে পারিনি, দিতে চেয়েছিলাম। কিন্তু বাপ হওয়া, চাইনিজ নিউ ইয়ারের বন্ধ আর আলী হোসেনের লাশ ফেরত পাঠানোর কাজে আটকা পড়ে সেই সুযোগ আর হয়ে ওঠেনি। টুটুল ভাই আর ছড়াকার বন্ধুদ্বয় মিলে বই কিন্তু ঠিকই প্রকাশ করে ফেলেছেন। সব কৃতিত্ব আর প্রশংসা তাঁদেরই পাওনা।
নতুন মন্তব্য করুন