নিমকি ছড়া-০৯

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: বিষ্যুদ, ১১/০৩/২০১০ - ৭:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

মামুন এবং স্নিগ্ধাদির মতামতের সাথে সহমত। এবারের নিমকি মানসম্পন্ন হয় নি। আর আধঘণ্টা প্রথম পাতায় থাকবে। এরপর ঘ্যাচাং হবে।

এই ছড়াতে ছন্দ আছে, অশ্লীলতার গন্ধ আছে, বাঁইচা গেছেন যাদের দুচোখ বন্ধ আছে…
ছোট ছোট দু-লাইনে, মনটা কারো দুলাই নে, তবুও যদি একটু খানিক মনটা কারো দোলে… আসেন আমার কোলে!

০১.
কেউ বলে নি, ‘দেবেন চুষে?’
সান্ত্বনা পাই লেবেনচুষে...

০২.
সুখেই আছি, বুঝলে ভায়া?
নড়বড়ে চার খাটের পায়া!

০৩.
বৃত্ত এবং ত্রিভুজে
ব্যস্ত আমার দ্বি-ভুজে...

০৪.
হেলে পড়া কুতুব মিনার
চাঙ্গা, দেখে দৃশ্য সিনার...

০৫.
ডাণ্ডা দিয়েই ঘর রাখবেন ঠাণ্ডা...
এই আশাতেই রোজ খাচ্ছেন আণ্ডা!

০৬.
হোক না যতই কলঙ্কিনী,
স্বপ্নে তো সেইই পালঙ্কিনী!

০৭.
পদ্ধতি নয় রীতি মতো,
তবে—
সুখদায়ক রীতিমতো!

০৮.
খাটিয়ে মারে যে পতিদেবতাকে...
কী বলেন? অনুমতি দেব তাকে?

বাড়তি নিমকি:

গাল ভিজে দুখে,
.... ভিজে সুখে!

এখানে ‘গাল’-এর সাথে মেলাবার ক্ষেত্রে ভারতে সুপ্রচলিত হলেও বাংলাদেশে নিন্দনীয় একটি বিশেষ শব্দ খুঁজে নিতে রুচিবান পাঠককে লজ্জাঘন অনুরোধ জানাচ্ছি!


মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

বিজ্ঞাপন নিয়ে কাজ করতেন বোঝা যায়।

...........................
Every Picture Tells a Story

মামুন হক এর ছবি

আমি গন্ধ পাইয়াই চোখ বন্ধ করছি, বাঁইচাই গেছি মালুম হইতেছে হাসি

জি.এম.তানিম এর ছবি

কিছুক্ষণ আগে ঘুরে গেলাম আপনার প্রোফাইল, কতদিন লেখেন না দেখার জন্যে। দেখতে না দেখতে হাজির!

লবণ একটু বেশিই মনে হলো। চোখ টিপি

৬ নং এ 'সেইই' এর আগে 'তো'-টা বাদ দিলে মনে হয় ছন্দে ভালো শোনাচ্ছে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্পর্শ এর ছবি

'তো' ঠিকই আছে মনে হচ্ছে। চিন্তিত


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

জি.এম.তানিম এর ছবি

স্বরবৃত্তে এমন,

হোক-না-য-তই-ক-লঙ্-কি-নী, (৮ মাত্রা)
স্বপ্-নে-তো-সেই-ই-পা-লঙ্-কি-নী! (৯ মাত্রা)

তো এর বদলে ই টাও বাদ দেওয়া যায়। মাতবরি নিজগুণে ক্ষমা করবেন মৃদুল ভাই।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্পর্শ এর ছবি

'সেইই' এর দ্বিতীয় 'ই' টা আসলে ওভাবে পড়ছি না। দুটো মিলিয়ে কিছুটা দীর্ঘ-ই এর মত করে পড়ছিলাম।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অকুতোভয় বিপ্লবী এর ছবি

ইয়াপ ইয়াপ হাসি

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

জি.এম.তানিম এর ছবি

সেটাই তো বলছি। দ্বিতীয় ই তে থেমে গেলে তো মাত্রা একটাই হয়। কিন্তু দু'টো মিলিয়ে দীর্ঘ উচ্চারণ করলে মাত্রা একটা বেড়ে যায়।

তবে শেষ কথা হলো, ছড়াকার যা ভালো মনে করেন।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রিখি এর ছবি

চোখ বন্ধ! শরম শরম!!

রেশনুভা এর ছবি
অকুতোভয় বিপ্লবী এর ছবি

মৃদুলদা, আপনে ভাই একটা বিকট মাল,
মসলা দিয়ে সবজি মেখে, মেশান চাল আর ডাল।
নিমকি পড়ে হেসেই মরি, লজ্জায় হই লাল,
ধন্য তব ডেফিনিশন, হিন্দিতে যা বাল ... গড়াগড়ি দিয়া হাসি

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

স্পর্শ এর ছবি

গুরু গুরু
অনেক দিন বাঁচবেন মিয়া!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

বাউলিয়ানা এর ছবি

এবারের নিমকি ছড়া বেশি কড়া চোখ টিপি

অনার্য সঙ্গীত এর ছবি

খাইছে
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রাহিন হায়দার এর ছবি

গুরু গুরু

প্রথমটার মাজেজা পাঠকের লিঙ্গনির্ভর।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

অকুতোভয় বিপ্লবী এর ছবি

উঁহুঁ খাইছে
---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

রাহিন হায়দার এর ছবি

উঁহুঁ ক্যান?
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

অকুতোভয় বিপ্লবী এর ছবি

কীপ থিংকিং চোখ টিপি

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

রাহিন হায়দার এর ছবি

আমি কইতে চাইসিলাম, লেবেঞ্চুষের তুলনায় পাঠকের মনে যা আসবে, পাঠিকার মনে তা নাও আসতে পারে।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

অকুতোভয় বিপ্লবী এর ছবি

কে বললো? চোখ টিপি

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

মামুন হক এর ছবি

পুলাপান যদিও খুশীতে ফাল পাড়তেছে তবুও নিজের মতামতটা জানাইয়া যাই। বন্ধু হিসাবে না একজন সাধারণ পাঠক হিসেবে। নিমকি ছড়া ১ থেকে ৬ দূর্দান্ত ছিল। কিন্তু তার পর থেকেই আগের মতো আর টেস পাইনা। আগেরটা আর এইটা দু'টাতেই খাইস্টামি বাড়ানোর জবরদোস্তি চোখে পড়ে কিন্তু পাঠোপযোগিতা কম। এই পর্বে কয়েকটা ছড়া মোটামুটি হলেও কয়েকটা ভালগার বলেও মনে হলো।
মোদ্দাকথা আমার ভাল্লাগলোনা এই পর্ব। খাইস্টামির বাড়াবাড়ি ছাড়াও হয়তো পাঠপোযোগী প্রাপ্তবয়স্কদের ছড়া লেখা যায়। এখন আবার লিখে দেখাইতে কইলে পারুম না, সেই এলেম নাই। মৃদুল আহমেদের কাছ থেমে আমি এর চেয়ে অনেক উঁচুমানের ছড়া প্রত্যাশা করি।

স্নিগ্ধা এর ছবি

সহমত!

মৃদুল আহমেদ এর ছবি

সহমত। ঘ্যাচাং করছি।
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

রিখি এর ছবি

ঘ্যাচাং করলে কষ্ট পাবো কিন্তু।

স্নিগ্ধা এর ছবি

মৃদুল, একদম ঘ্যাচাংই করতে হবে নাকি?! অবশ্য, তুমি যদি তোমার ছড়া পোর্টফোলিওতে শুধু একদম 'দারুণ'গুলা ছাড়া আর কিছু না রাখতে চাও, তাইলে অন্য কথা, নাইলে ভেবে দেখতে পারো চোখ টিপি

আর, পাঠকের মতামতকে এতোটা সম্মান দেখানোর জন্য অনেক ধন্যবাদ! এটা খুব সুলভও না, সহজও না হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

মামুন ভাইয়ের সাথে একমত।

দুর্দান্ত এর ছবি

১ নম্বরে 'দেবেন' এর জায়গায় 'দেবো' বসালে কেমন হয়?

সুহান রিজওয়ান এর ছবি

নাহ... বয়স হয়ে যাচ্ছে দেঁতো হাসি

_________________________________________

সেরিওজা

ইশতিয়াক রউফ এর ছবি

ঘ্যাচাং-ঘুচাং -এর কিছুই নাই। যেকোন সিরিজই পর্বভেদে মিঠে-কড়া হতে পারে। চাইলে নিজ ব্লগে নিতে পারেন, ঘ্যাচাং করেন না।

আমি বলি, প্রথম পাতায়ই থাকুক। শুধু অপ্রাপ্তবয়স্ক পাঠকের কথা চিন্তা করে ছড়া শুরুর আগ পর্যন্ত এটা-সেটা লিখে প্রিভিউটা আড়াল করে দেন।

শাহেনশাহ সিমন এর ছবি

নিমকি ছড়া স্বাগতম।

তবে গুরু, এট্টু ইয়ে করে আর কি।
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

স্পর্শ এর ছবি

ধুরো, সবাই দেখি বুড়ো হয়ে গেছেগা মন খারাপ

মানের কোনো অবনতি হয়েছে বলে তো মনে হলো না!!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সাইফ তাহসিন এর ছবি

মৃদুলদা, পুরাই গুল্লি ২য় বার পড়ার পর মনে হইল গুল্লি না, গুরু, পুরাই রকেট লঞ্চার দাগাইছেন এইবার!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।