৮ | লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: রবি, ২৭/০৩/২০১১ - ৪:২২অপরাহ্ন)
চ্রম হইছে । ফেসবুকে শেয়ার করলাম ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মন্তব্য
চর্মিলা বসুরে পচানোয় আপনারে তীব্র দিক্কার!
৩য় লাইনে পরিচয়টা জব্বর দিয়ে দিয়েছেন
টুইটার
৩য় লাইনে কবি বলতে চেয়েছেন, যারা ভাড়া খাটে তারা বাড়াও (অন্যের ফেলে দেয়া আমের) চাটে, তাই তো তারা পশু। আপনি বোধ হয় অর্থ বুঝতে ভুল করেছেন।
আচ্ছা আমের আটি-কে এইটা কোন এলাকায় বলে যেন? কুমিল্লা??
ইচ্ছার আগুনে জ্বলছি...
উত্তর সঠিক হয়েছে! কিন্তু আপনি কী করে জানেন তা-ই ভাবছি। আচ্ছা আপনার দেশের বাড়িও আবার ওইদিকে না তো?
দারুণ হইছে...
অনেকদিন পরে আপনাকে পাওয়া গেলো...
______________________________________
পথই আমার পথের আড়াল
স্টার ওয়ারস: মৃদুলদা স্ট্রাইকস ব্যাক।
চ্রম হইছে । ফেসবুকে শেয়ার করলাম ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অতৃপ্তি থেকে গেলো যে! মাত্তর চারচাট্টে লাইন!!
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
হ, চ্রম কিপ্টামি করসেন মৃদুলদা
অমানুষিক!
মৃদুল্দাইজব্যাক!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
লাজবাব মিদুল'দা !!!
চ-র-ম....
^:)^
সুপার।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ঘুটঘুটে রাত্তিরে একসাথে কারা?
শর্মিলা বোস আর ইয়াহিয়া খাড়া
ইতিহাসে পাতিহাঁস পেড়ে গেলো ডিম
শর্মিলা-ইয়াহিয়া বাঁধে ট্যাগ টিম
সত্যকে তত্ত্বের গুড় লেপে ঢেকে
শর্মিলা ঘোরে ফেরে ভ্যাসলিন মেখে
রাতভর ঠাপাঠাপি কেঁপে ওঠে পাড়া
শর্মিলা বোস আর ইয়াহিয়া খাড়া।
খাসা বস্। আহারে পিচিডেন্ট
- সুমিত রহমান
পিচিডেন্ট দেখার পর থেকেই আমার মাথায় খালি 'ইমপিচেন্ট' ঘুরতেছে।
মৃদুলাম্মেদ'দা ইজ ব্যাক। কিন্তু সাড়া-শব্দ কো?
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন