পিকনিক

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: মঙ্গল, ২৮/০২/২০১২ - ১১:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঘর থেকে দু-পা ফেলে কাছাকাছি যাওয়া হবে-
ভরপেট খাওয়া হবে,
চাপাবাজি আড্ডায় পুরো দিন হাওয়া হবে,
একই সুরে কানফাটা গানগুলো গাওয়া হবে,
চাঁদা নেই, বরঞ্চ মাস শেষে পাওয়া হবে,
-বদলানো হাওয়া হবে!

খেলা হবে, মেলা হবে
গুঁতো আর ঠেলা হবে
এইভাবে বেলা হবে-
বক্তৃতা ঝেড়ে কেউ কেউ ম্যান্ডেলা হবে!

আরো কিছু চাওয়া হবে?
গরম পরোটা চাই-গনগনে তাওয়া হবে,
তেলে ভাজা মোটে নয়? জ্বি জ্বি, ঘিটা গাওয়া হবে!
হোস্টেলে ঢুকে যান-আরো খাওয়াদাওয়া হবে,
বাথটাবে শুয়ে বসে চার হাতে নাওয়া হবে,
কেউ মুখ খুললেই তাকে করা ধাওয়া হবে!

লাল ইঁটের বিল্ডিংয়ে চলে পিকনিক-
মন শুধু বলে যায়-ধিক ধিক ধিক!


মন্তব্য

কৌস্তুভ এর ছবি

ফাঁকিবাজদের গুঁতো দিয়ে কাজ হচ্ছে দেখছি খাইছে

তানিম এহসান এর ছবি

আরে বাহ! মৃদুলকেও ফিরে আসতে দেখা গেলো।

আরো কিছু পাওয়া হবে?

মোখলেছুর রহমান সজল এর ছবি

পিকনিকের স্বরূপ এঁকেছেনে দেখছি। চমৎকার।

মুস্তাফিজ এর ছবি

কী যে মিস করি আপনার ছড়া।

কেউ মুখ খুললেই তাকে করা ধাওয়া হবে!
কেউ মুখ খুললেই তাকে কড়া ধাওয়া হবে! হবেনা?

...........................
Every Picture Tells a Story

অন্যকেউ এর ছবি

আমিও এটা ভাবছিলাম! কড়া ধাওয়া হলে আরও যায়।

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

মৃদুল আহমেদ এর ছবি

হেঁ হেঁ, ওটা করাই হবে! মানে ধাওয়া করা হবে-এই কথাটাকে লিখেছি করা ধাওয়া হবে... বেশি জটিল লাগছে কি?

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

মৃদুল ভাই, সেই যে চা পানের কথা বলে গেলেন আর এই এলেন!!!
ছড়া ভালো হয়েছে।

অন্যকেউ এর ছবি

লাল ইঁটের বিল্ডিংয়ে চলে পিকনিক-
মন শুধু বলে যায়-ধিক ধিক ধিক!

বুড়ো বমিটাকে মমি বানায়ে পুটুতে আগুন দেওনের কাম, অথচ তারে করা হয় খাতিরদারি! ধিক ধিক!

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

সাইফ তাহসিন এর ছবি

পইড়া মনে হইল আপনার ছড়ার পিজি-১৩ ভার্শন, আসলটা পোস্টান!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

খেকশিয়াল এর ছবি

আইসে ফাঁকিবাজ শিরোমণি দেঁতো হাসি খ্যা খ্যা খ্যা
হই মিয়া আপনের খবরই নাই ক্যান?
ছড়া ভাল্লাগসে

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দারুণ!
মনে মনে বেশ কয়েকবার আবৃত্তি করে ফেললাম। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ ছড়া। হাসি

অনিকেত এর ছবি

মিদুল'দা ইজ ব্যাক----
আরো আরো ছড়া চাই

দুষ্ট বালিকা এর ছবি

পিকনিক করুম! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মর্ম এর ছবি

দারুণ!!

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

মৃদুল আহমেদ এর ছবি

সবাইকে ধন্যবাদ। আরো ছড়া আসছে!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

স্পর্শ এর ছবি

বাথটাবে শুয়ে বসে চার হাতে নাওয়া হবে,

হুমম চোখ টিপি


ইচ্ছার আগুনে জ্বলছি...

ঝরাপাতা এর ছবি

আপনার ছড়াবিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখানে আপনি মেগা বস।

পিকনিক নিয়ে দারুন একটা ঘটনার মনে পড়ে গেলো. . . .

অফিসের এক গেট-টুগেদারে আগের দিন যখন পরের দিনের করণীয় ও খাবারের আয়োজন সম্পর্কে বর্ণনা দেয়া হচ্ছিলো তখন যিনি দায়িত্বে ছিলেন তার বক্তব্য ছিলো এরকম. . . .

"আমরা খানাফিনার ব্যবস্থা করছি ইস্পটেই। সেখানে গিয়েই একেবারে ফিকনিক ইস্টাইলে ফাক-সাক হবে।"

উনার কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল . . . . খাবারে একেবারে গণ দেয়া হয়েছিল আর কি !!!


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।