মোমটাদিদি

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: বুধ, ২৯/০২/২০১২ - ৩:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

চাঁদবাগানের মাথার ওপর বাঁশ উঠেছে ঐ
বাঁশটা দেবো, মাগো আমার মোমটাদিদি কই?
মণিমালার খাটের তলে
ভারতীয় প্রোডাক্ট জ্বলে
কালো ধোঁয়ায় ঘুম আসে না, প্রচণ্ড হইচই!
বাঁশটা দেবো, মাগো আমার মোমটাদিদি কই...


মন্তব্য

মৃদুল আহমেদ এর ছবি

নীড়পাতায় একইসাথে দুটি লেখা দেয়ার জন্য দুঃখিত। কিন্তু ছড়াটা চেপে বসেছিল। তাই না নামিয়ে পারলাম না!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

খেকশিয়াল এর ছবি

মোমটাদিদি হাহাহাহাহাহাহা
জটিল গুরু জটিল!!

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নজমুল আলবাব এর ছবি

দুষ্টু

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাহাহা
মোমটাদিদি বুঝতে আমার ক্যান যে একটু টাইম লাগলো!

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এরকম ছড়া দিয়ে প্রথম পাতা ভরে যাক।

স্পর্শ এর ছবি

ওরে তুফান হইসে!!! গুরু গুরু


ইচ্ছার আগুনে জ্বলছি...

guest_writter এর ছবি

জটিল

দীপাবলি।

খন্দকার মেহেদী হাসান  এর ছবি

ওরে......... কেউ আমারে ধর!

চমৎকার হয়েছে।

অতন্দ্র প্রহরী এর ছবি

পোংটাদিদি তিস্তা পাহারা দিচ্ছে!

দারুণ ছড়া। চলুক

অকুতোভয় বিপ্লবী এর ছবি

http://www.sachalayatan.com/secret_rebel/43442

চোখ টিপি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

চরম উদাস এর ছবি

চলুক

ajay saha এর ছবি

মোমটাদিদি টা কে?? জানতে খুব আগ্রহী ।।

তাপস শর্মা এর ছবি

মমটা বনঢোপাঢ্যায় ওরফে জনগণের স্বঘোষিত ডিডি! যিনি পশ্চিমবঙ্গে তিস্তার জল আটকে বিপুল পরাক্রমের সহিত জনগণের সেবা করে যাচ্ছেন।

যুধিষ্ঠির এর ছবি

চলুক

অনিকেত এর ছবি

গুরু গুরু

সুমিমা ইয়াসমিন এর ছবি

বাঁশটা দেবো

অকুতোভয় বিপ্লবী এর ছবি

গুরু সেলাম নেন দেঁতো হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

সজল এর ছবি

গুরু গুরু

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

আব্দুর রহমান এর ছবি

মোমটা দিদি ঝামটা দেছে

স্লুইস গেট ফাটলো তাই

সব পানি তো বাংলাদেশে

দিদির ক্ষতির হিসাব নাই।

পাছার কাপড় তুইলা মারে

কাঁটাতারে লাশ ঝোলায়

হিসাব মতোন চাইলে পানি

দিদি দেহি গাল ফোলায়।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

অকুতোভয় বিপ্লবী এর ছবি

গুরু গুরু (গুড়) আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অনিকেত এর ছবি

আরে এইটাও জট্টিল হইসে--বস!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

গুরু গুরু

মিঠেল রোদ এর ছবি

ঠিক বলেছেন।

দ্রোহী এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

ধুসর গোধূলি এর ছবি

হা হা হা
আমার চোখ গ্যাছে। আমি আজকে সারাটা দুপুর 'ঘোমটাদিদি, ঘোমটাদিদি' করে গুনগুন করতেয়াছিলাম!

তিথীডোর এর ছবি

চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

উচ্ছলা এর ছবি
যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

সাড়ে সর্বনাশ! দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

স্বপ্নহারা এর ছবি

গুরু গুরু

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।