কও তো মিয়া সমস্যা কই? সিনায় ব্যথা? ঠ্যাঙ্গে গোদ?
কোষ্ঠ কঠিন? জিব্বাতে ঘা? রাইতে হঠাৎ পাকছে পোদ?
বুক ধড়ফড়? বিশাল পাথর? ...জমছে মূত্রথলিতে?
এইচআইভি? হোটেল ছিলা মগবাজারের গলিতে?
সমস্যা নাই? আইছো কেন? সময় অনেক শস্তা, না?
চেহারাখান দেখতে আহো? রূপ কি আমার মস্তানা?
খাড়ায়া থাকো, আইবা পরে আবার তোমায় ডাক দিলে--
আপনে আহেন! কোথায় জখম? বুকে? খতরনাক দিলে?
জখম তো নাই! প্যাডের পীড়া? বিছনা ভিজে ঘুমাইলে?
গোপন অসুখ? হয় না খাড়া পরের বউরে চুমাইলে?
কোমর টাটায়? সর্দি নাকে? চিপায় চাপায় খাইজ্যানি?
মাথার ব্যারাম? নিজের লগে নিজেই করেন কাইজ্যা নি?
সমস্যা নাই? তাইলে মিয়া চেয়ারডারে চ্যাটকায়া
সকাল থিকা বইসা ক্যানো আমার দিকে ভ্যাটকায়া?
সবাই আহেন! সবাই আহেন! সমস্যা কী? কইন না ভাই!
মেয়র কাকা? মার্ক্সবিবাদি? জাতের উকিল মইন্যা ভাই?
কারোই দেখি সমস্যা নাই!
জামাত-শিবির?
সমস্যা নাই!
জাসদ বাসদ?
সমস্যা নাই!
লীগের ঘেঁটু?
সমস্যা নাই!
ন্যাপের জেঠু?
সমস্যা নাই!
মেয়র কাকার?
সমস্যা নাই!
নিউজপেপার?
সমস্যা নাই!
চেয়ারম্যানের?
সমস্যা নাই!
বৃক্ষপ্রেমী?
সমস্যা নাই?
তাইলে তোগোর সমস্যা কই? চেইতা গিয়া জিজ্ঞালে...
সবটিয়ে কয়... "সমস্যাডা শুধুই জাফর ইকবালে!"
মন্তব্য
অসাধারণ!
জামাত শিবির থেকে শুরু করে বৃক্ষপ্রেমী কোথাও কোন সমস্যা নেই। আহা! কি মিল আমাদের, কি অসাধারণ ভ্রাতৃত্ববোধ। শুধু নাস্তিক জাফর ইকবালি একটা সমস্যা এখন বাংলাদেশে। তাই এখন সব দলের আন্দোলন হওয়া উচিত হটাও জাফর বাঁচাও সিলেট, হটাও ইকবাল বাঁচাও রাজনীতি।
মাসুদ সজীব
সমস্যাডা শুধুই জাফর ইকবালে!
চ্রম হইসে মৃদুল'দা
- শ্রাবস্তী
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
"তাইলে তোগোর সমস্যা কই? চেইতা গিয়া জিজ্ঞালে...
সবটিয়ে কয়... "সমস্যাডা শুধুই জাফর ইকবালে!"
এরপরে সেই কইতেই হয় আগের কথাই ফাঁকতালে
বলেছিলেন আপনি যেটা - "বাঙালি তুই মর তা লে!"
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
বস উড়ায়ে দিছেন তো
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
আসাধারন
ইসরাত
নমস্য কবিতা পড়লাম!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
সেটাই
জোসসসসসসসসসসসসসসসসসসস। ইমো দিতে পারছিনা নাইলে দেয়ার মত অনেক কয়টা ছিল।
দারুন হয়েছে
বাঙালি তুই মর তা'লে !
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
চমৎকার লিখছেন
______________________________________
পথই আমার পথের আড়াল
অসাধারণ!
এতোকিছু করেও পারলো না ওরা! জাফর ইকবাল স্যার ঠিকই অতীতের অনেকবারের মতো এবারো বিজয় নিশান উড়ালেন। এর জন্য অবশ্য সাস্টিয়ানদের অসংখ্য ধন্যবাদ।
-এস এম নিয়াজ মাওলা
ধন্যবাদ সবাইকে। ছড়াটা রাগের মাথায় গোঁ গোঁ করতে করতে লিখেছি। রাত জেগে খবরাখবর নিতে নিতে জ্বলতে থাকা চোখে ঘুমোতে গেছি। ভোরে উঠে শুভ সংবাদটা পেলাম।
জাফর ইকবালকে শাবিপ্রবি ছাড়তে হচ্ছে না।
একদিনের মধ্যেই এদের এত আক্কেল হয়ে গেল?
ব্যাপারটা ফাজলামি ছাড়া আর কিছু না। আসলে এরা আমাদের শক্তিপরীক্ষা করে কয়দিন পর পর।
তবে একটা ব্যাপার, প্রতিবাদ আর একতার চেহারাটা এরা আবার দেখতে পেল।
একটাই দুঃখ, মিষ্টি বিতরণটা বৃথা গেল।
একটাই সুখ, ময়রার কিছু লাভ হল!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
প্রভুখণ্ড!
ইচ্ছার আগুনে জ্বলছি...
সমস্যাডা শুধুই জাফর ইকবালে
=সৌ রভ
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
অটঃ ওস্তাদ - আমি চাই আপ্নে যেখানে আছেন সেইখানেই থাকেন, এইখানে আসলে লেখা পাইনা
odbhuture bhabe oshadharon !!
অসাধারণ।
--
কচু পাতা
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অসাধারণ!
____________________________
দুষ্টু কবিতা
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
সত্যিই তো, এত সমস্যা কিসের?
আমার হাতে AK47 থাকেলও এত রাগ ঝারতে পারতাম না।
মনের রাজা টারজান,
এই এক সমস্যাই ঘুরে ফিরে আসে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
facebook
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
…বেতাল বাতচিৎ
একদম নিশানা বরাবর।
এতটুকুও অবস্থার পরিবর্তন হয়নি, হবেও না হয়তো। দেশটা ক্রমশ অন্ধকারে হারিয়ে যাচ্ছে...
নতুন মন্তব্য করুন