ঝুলে যাচ্চিস? ...কাদের?
মুখগুলা কি দ্যাখস আবার?
প্রাণ নিছিলি যাদের?
ঠেকাইতে তো পারল না কেউ--
ফরেন দালাল, জামাতি ফেউ,
নাভি, গাভি, গোলাপি বা
সাঈদী মামা চাঁদের...
ঝুলে যাচ্চিস? ...কাদের?
দাঁত কেলায়া হাসছিলি খুব
মাইখা হাতে রক্ত...
এখন হাসি বন্ধ ক্যানো?
দড়িটা খুব শক্ত?
এইটা সবে দেখলি শুরু
দেখবি আর কত...
গাছে গাছে ঝুলবি তোরা
পাকনা কলার মতো!
বিজয় তো খুব দেখাইছিলি
চেতায়া আঙ্গুল দুই...
এখন ডরে ছ্যাড়ছ্যাড়ায়া
মুতস ক্যানো তুই?
মন্তব্য
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
জটিল। তবে গাভিটা কে?
কলা-টলা ছাড়া আর কিছু হইলে ভাল হইত মনে হয়।
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ওরে-এ-এ-এ-এ-এ-এ!!!!
জট্টিল গুরু--
ঝুলে গেছিস?... কাদের?
V
____________________________
ঝুলে গেছে... জয় বাংলা...
দারুল হইছে রে ভাইয়া
আজ আর কাজকর্ম কিছু হবে না দেখা যায়।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
এইটা ভাইজান একখান কথার মতো কথা কইছেন!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আজকে সচলে ঈদ বলে মনে হচ্ছে! ব্যাপক লাগছে!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
গাছে গাছে ঝুলবি তোরা পাকনা কলার মতো
হাহাহাহাহাহাহাহাহা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আহা ! বড় খাসা লিখেছেন দাদা ।
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
মাসুদ সজীব
নতুন মন্তব্য করুন