জামাত শিবির মারছে মানুষ--
বললে তোমার জ্বলে কেন?
"দুর্বৃত্ত" বসাও তুমি "জামাত"
কথার স্থলে কেন?
বিএনপি যে সঙ্গে আছে--
বলতে তোমার ক্লান্তি লাগে?
মারছে পুলিশ নিরীহ লোক--
বললে তবে শান্তি লাগে?
পিটলে হেফাজতকে ওয়েব
দাও ফাটিয়ে প্রতিক্রিয়ায়...
মনির যেদিন পুড়ল সে রাত
ব্যস্ত ছিলে রতিক্রিয়ায়!
সারা বছর ঘুমিয়ে থেকে
উঠলে হঠাৎ জ্বলে কেন?
বোবা ছিলে, তোবা বলে
জোরসে জবান চলে কেন?
একাত্তরের সময় ছিলে হয়ত দুধের খোকা,
হিস্ট্রি তুমি পড়ই তো না, নও তো বইয়ের পোকা,
কেবল
কাদের মোল্লা ঝুললে পরে,
চেঁচিয়ে ওঠ আর্তস্বরে,
মানবতার অণ্ডকোষে তোমার লাগে টোকা!
মানবতার মশাল তোমার
জায়গা বুঝে জ্বলে কেন?
এখন কিছু বুঝছ সবাই
"ছাগু" তোমায় বলে কেন?
মন্তব্য
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
উড়কি !!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
মাসুদ সজীব
সেই লিখেছেন
--ব্যঙাচি
দারুন লাগলো পড়ে । বেশ মজার ।
Mohammad Anwar
নতুন মন্তব্য করুন