হিন্দু পিডা!

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: সোম, ০৫/০৫/২০১৪ - ৭:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

কইলটা কী নরেন মোদি?
হের প্রতিবাদ আমরা যদি
না করি, তো করবে কিডা?

--সবাই মিলা হিন্দু পিডা!

সাঈদী মামা চান্দে গেছে,
শুইন্যা সবে হাইস্যা দিছে
...টাটকা ঘায়ে নুনের ছিডা!

--সবাই মিলা হিন্দু পিডা!

ইসলামি দেশ, এইখানে বাল
হিন্দু এত হুদাই কেন?
মাইর বুঝে না? রেপ বুঝে না?
হিন্দুগুলা ভুদাই কেন?
রাইত্তে পালা ইন্ডিয়াতে
বেইচ্যা তগো বসত ভিডা!

--সবাই মিলা হিন্দু পিডা!

পিঁপড়া কালা কত্ত ভালা
দেয় না কামড়... মুসলমান!
লাল পিঁপড়ার হিন্দু কামড়
খাইলে ব্যথায় ছত্রখান!

গাড়ি ভাঙ্গার রেওয়াজ তো নাই,
নতুন ফ্যাশান আসছে যিডা...
পা চুলকায়, গা চুলকায়--

--সবাই মিলা হিন্দু পিডা!


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

..........................

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ঈয়াসীন এর ছবি

চলুক

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

ত্রিমাত্রিক কবি এর ছবি

মন খারাপ

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনিকেত এর ছবি

সচলের অন্যতম সেরা ছড়াকার ফিরে এলেন তার স্বভাবসিদ্ধ ছন্দের তলোয়ার নিয়ে
প্রতি পংক্তির শ্লেষ, ছড়াকারের হৃদয়ের ক্ষোভ কাঁটা হয়ে বিঁধল বুকে!

কোন একদিন আশা করি আমাদের সামগ্রিক জাতিসত্ত্বার জ্ঞানচক্ষুর উন্মীলন হবে----
হরেক রঙের মানুষের চামড়ার নীচে যে ঊষ্ণ শোণিত ধারা প্রবাহিত---তার রক্তিমাভা সবার নয়নগোচর হবে---
ততদিন পর্যন্ত এই কবিতার চাবুক আমাদের প্রাপ্য!!

মৃদুল আহমেদ এর ছবি

বিশেষণগুলোতে লজ্জা পাই বস।
আমি তো এখন আর তত ছড়া লিখি না। লজ্জার চাবুক যখন নিজেকেই রক্তাক্ত করে ফেলে, তখন বাঁচার জন্য লিখি!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

মৃত্যুময় ঈষৎ এর ছবি

স্তব্ধ মন খারাপ


_____________________
Give Her Freedom!

তাসনীম এর ছবি

মন খারাপ

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ইশতিয়াক রউফ এর ছবি

সময়ের প্রতিফলন মন খারাপ

প্রৌঢ় ভাবনা এর ছবি

মন খারাপ

দীনহিন এর ছবি

নতুন ফ্যাশান আসছে যিডা...
পা চুলকায়, গা চুলকায়--

চলুক

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

মেঘলা মানুষ এর ছবি

চমৎকার ছড়া, কিন্তু এরকম ছড়া লিখবার মত কারণ না ঘটলেই ভালো হত মন খারাপ

মেঘলা মানুষ এর ছবি

অভিনন্দন

অতিথি লেখক এর ছবি

মন খারাপ

সময়োপযোগী একটি লেখার জন্যে সাধুবাদ জানাই

-আনন্দময়ী মজুমদার

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

৯০ ভাগ "মুচলা"র দেশ
এইহানে কী বলবে কিডা
রোদ হইলে, পানি হইলেও
হিন্দু পিডা, হিন্দু পিডা।।

____________________________

সাফি এর ছবি

মন খারাপ

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

চলুক

গান্ধর্বী এর ছবি

পাঁচ তারা চলুক

------------------------------------------

'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)

আয়নামতি এর ছবি

মন খারাপ

এক লহমা এর ছবি

চলুক মন খারাপ

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

রূপালী সিংহ এর ছবি

সাধু! সাধু!!

দুষ্ট বালিকা এর ছবি

মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।