পরের উপকার করিও না

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: সোম, ২১/০৯/২০১৫ - ৫:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাবা যখন খোকার সাথে রাস্তা হবেন পার,
হঠাৎ করেই পথের কোনায় নজর গেল তার।
"নাউজুবিল্লা" বলেই তিনি বসেন কেটে জিব,
দিনের আলোয় করছে এ কী নাপাক দুটি জীব?
সাধেই কি লোক কুত্তা বলে? করছেটা কী! শিট!
একটা পেতে, আরেকটা তার পেছন থেকে ফিট!
দেখলে খোকা ভাববেটা কী, ভাবতে বাবার কান
টুকটুকে লাল হতেই মারেন খোকার হাতে টান!

"এইদিকে চল, ঐদিকে চোখ দিস না খবরদার!"
কিন্তু খোকার চোখ সেদিকেই যাচ্ছে বারংবার।
"আচ্ছা ঐ যে কুকুর দুটো, করছেটা কী ওরা?"
বাবার দিকে তাকিয়ে খোকার সরল দুচোখ জোড়া।
কপাল জুড়ে চিকন ঘামের প্রলেপ মোছেন বাবা,
কাষ্ঠ হেসে বলেন, "শুনলে অবাক হয়ে যাবা,
পিছনের ঐ কুকুরটা না খুব অসহায়--ব্লাইন্ড,
সামনের ঐ কুকুর আবার ভীষণ রকম কাইন্ড,
অন্ধকে সে চাপিয়ে পিঠে করছে রাস্তা পার..."

"সামনের ঐ কুকুর তবে করছে উপকার?"
"এই তো গেছিস বুঝে" বাবা হাসেন মেলে দাঁত,
ব্যাখ্যা দেয়ার তৃপ্তি নিয়ে ঘষেন কষে হাত।
খোকা তখন মুচকি হাসে, বিড়বিড়িয়ে কয়,
"এমন হওয়াই উচিত তবে, এমনটাই তো হয়!"

বাবা বলেন, "উচিত মানে? কোনটা উচিত বল?"
বলল খোকা, "ঐ দেখ না উপকারের ফল...!"
ভালো মানুষ সাজেন বাবা--"বুঝছি না তো কিছু!"

"পেছনের ঐ কুকুর দেখ করছে আগুপিছু!
উপকারী বেকুব কুকুর করছে রাস্তা পার,
সেই সুযোগে আন্ধা কুকুর মারছে পুটু তার!"

খোকার বয়ান শুনে বাবার উল্টে গেল চোখ,
গেলেন পড়ে ধপাস করে, দৌড়ে এল লোক!
খোকার কী দোষ, সত্যি কথা শক্ত বড় হায়,
সুশীল লোকের পক্ষে সেটা সহ্য করা দায়!
তাই উপকার বাদ দিয়ে আজ এমন শপথ নাও,
পরের খাবে, ভাগ বসাবে, খুঁজবে শেষে ফাও!

উঠলে জেগে দেশাত্ববোধ ফাটাও গলা রোজ,
মিটিং-মিছিল-সভায় চালাও শ্লোগান এবং ভোজ!
গান কর বা তবলা বাজাও, আর না হলে প্রেম--
উপকারের চিন্তা মাথায় আসলেই প্রবলেম!
ফেসবুকে দাও উজাড় করে দেশপ্রেমটার ক্যারা,
লাইক কামিয়ে সেলিব্রিটির দুচোখ করে ট্যারা
বাসায় বসেই বিপ্লবী হও, মাতিয়ে তুলে দেশ
আরাম করে ছিঁড়তে থাক বিশেষ স্থানের কেশ,

কিন্তু ভায়া কেউ খুলো না মজার সে ইশকুল,
সেটাই হবে এই জীবনের প্রথম ও শেষ ভুল..
পথের শিশু করবে মানুষ শিখিয়ে লেখাপড়া,
তবেই তুমি শত্রু দেশের, তুমিই ছেলেধরা!
জাকিয়া, আরিফ, হাসিব, শুভ চারটি ছেলেমেয়ে
বনের এতিম মোষ তাড়াত শুধুই ঘরের খেয়ে,
তাই তো মানব পাচারকারী খেতাব পেয়ে জেলে,
ওদের দেখেই সাবধান হও বাংলাদেশের ছেলে!

এই দেশেতে চোরের মায়ের সবচে বড় মুখ,
পরের খেয়ে মারবে পুটু--তাদের বড় সুখ!
দেশের ভালো দশের ভালো করতে যাবে যারা,
তারাই খাবে দিনের আলোয় নগদ পুটুমারা!


মন্তব্য

স্পর্শ এর ছবি

পড়তে পড়তে হাসি আসলেও একটা চাপা দুঃখ চেপে ধরল।

ঐ ছেলেমেয়েদের শেষ অবস্থা কি? এ নিয়ে কোথাও আর কোনো আওয়াজ হচ্ছে না মনে হলো। আমরা নতুন ইস্যু পেয়ে গেছি। মন খারাপ

বাংলাদেশ সরকারের উচিৎ ক্ষমা চাওয়া, এবং ক্ষতিপূরন দেওয়া এদেরকে।


ইচ্ছার আগুনে জ্বলছি...

মৃদুল আহমেদ এর ছবি

এখনো জামিন হয় নি। সামনে ঈদ। ছেলেমেয়েগুলো জীবনের সবচে খারাপ সময় পার করছে!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

এক লহমা এর ছবি

এখনো জামিন হয় নি! কি অমানবিক ব্যাপার! ছিঃ!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সো এর ছবি

হো হো হো মিজান, পিষে ফ্যালো

মৃদুল আহমেদ এর ছবি

ধন্যবাদ।

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

স্যাম এর ছবি

যথারীতি গুল্লি মিজান, পিষে ফ্যালো
"পরের খেয়ে মারবে পুটু--তাদের বড় সুখ!" > পরের খেয়ে মারতে পুটু--তাদের বড় সুখ! - কেমন শোনায়?

মৃদুল আহমেদ এর ছবি

ভালো শোনায়।
আমি লিখতে চাচ্ছিলাম, পরের খাবে, মারবে পুটু--তাদের বড় সুখ! হাসি

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

গুল্লি চলুক

মৃদুল আহমেদ এর ছবি

ধন্যবাদ।

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

ঈয়াসীন এর ছবি

চলুক

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক [ মন খারাপ ]

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নজমুল আলবাব এর ছবি

একটা অসুস্থ স্বদেশ

অতিথি লেখক এর ছবি

শাণিত লেখা। ছন্দে ছন্দে হাসতে হাসতে কাঁদা ও কিছুটা মুখ ঝুঁকে যাওয়া।
-----------------------------------
ইচ্ছে মত লিখি
http://icchemotolikhi.blogspot.in/

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

মিজান, পিষে ফ্যালো

____________________________

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।