রাজাকারের ভাগিনা

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: সোম, ৩০/১০/২০১৭ - ৬:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাজাকারের ভাগিনা--
তার আর কী দোষ, সে তো মামার পুরান পাপের ভাগি না!
তার ওপরে চা-বিস্কুট খাওয়ায় মিনিমাগিনা,
এই কারণেই তার ওপরে রাগতে গিয়াও রাগি না!

রাজাকারের ভাগিনা--
রক্ত খারাপ, তাই বলে তো আসামী সে দাগি না!
তার ওপরে ফ্রি টিকিটে দেখায় মুভি 'নাগিনা'!
এই কারণেই তার পিছনে লাগতে গিয়াও লাগি না!

রাজাকারের ভাগিনা--
হঠাৎ সেদিন বইলা বসে, বুঝলা নাকি ভাইডি?
একাত্তরে বালক ছিল আমার মামা সাঈডী!
তোমরা যারে সাঈডী ভাব, ডিফরেন্ট সেই আইডি!

চুপ আছিলাম, যদিও আমরা কেউ ছাগু বা ছাগী না!
স্বভাব গেছে নষ্ট হয়া, এখন তো আর জাগি না!

রাজাকারের ভাগিনা--
তার আর কী দোষ, সে তো মামার পুরান পাপের ভাগি না!


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

গুরু গুরু গুল্লি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু গুল্লি কোপাইয়া দিছেন আবার । আমরা আসলেই আর জাগি না ।

মামুনুর রশীদ [ ভবঘুরে শুয়োপোকা ]
=============================
হাজার মানুষের ভিড়ে আমি মানুষেরেই খুজে ফিরি

দেবদ্যুতি এর ছবি

ঠিক কথা। উত্তম, অতি উত্তম!

...............................................................
“আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস”

খেকশিয়াল এর ছবি

অনেকদিন পর আপনার ছড়া পড়লাম মৃদুলদা হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গুল্লি

______________________________________
পথই আমার পথের আড়াল

Kazi masudur rahman এর ছবি

আসলেই মরে গেছি আমরা। চমৎকার লিখেছেন

তানিম এহসান এর ছবি

উত্তম জাঝা!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।