২। রঙ রসহীন রুক্ষতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাসি দিচ্ছে সে, ঠোটময় কমলা আভা নিয়ে....
শরৎ দেখবো বলে বেরিয়েছিলাম আসে পাশেই..... যেতে যেতে পথে সেই বিশাল বাগান পরলো, নাম "লং-উড গার্ডেন"। প্রায় ১,০৫০ একর জমি নিয়ে এই বাগান পেনসিল্ভ্যানিয়া স্টেটে অবস্থিত। তবে দুঃখের বিষয় এই যে, ভেতরে না ঢুকেই ফিরে এলাম সময় স্বল্পতার কারণে। খুব শিঘ্রই লম্বা সময় নিয়ে ঘুরে দেখতে যাবো বাগানটি।
তবে বাগানের বাইরে ৫ মিনিটে এই দু'চারটি ছবি তুলেছিলাম.....
৩।
৪।
৫। এটা কি মরিচ, না ফুল, তা জানিনা!
বাকি ছবি পরের পর্বের জন্যে থাকলো না হয়, ঘুরে আসি
মন্তব্য
আপনার মরিচের ছবিখানা প্রিণ্ট করে বাধাই করব ভাবছি।আহা কতদির মরিচ ক্ষেত দেখিনা!
ধন্যবাদ হেলাল
৫ নাম্বার ছবিটা আমাকেও অনেক স্মৃতি মনে করিয়ে দিল। দারুন সব ছবি মৃত্তিকা!
অনেক ধন্যবাদ মামুন ভাই
সুন্দর ছবিগুলো। দ্বিতীয় ছবিটি বেশি ভালো লাগলো।
--------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
ধন্যবাদ মউ! ওটা আমারও সবচেয়ে প্রিয়
সবগুলা ছবিই সুন্দর- তবে মরিচেরটা বেশি ঝাল হইসে!
চলুক!
---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
থ্যাংকু ওডিন
বাহ্ ! দারুন ছবি তুলেছেন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অনেক ধন্যবাদ তীরুদা
১ আর ২ ভাল্লাগলো
খুশি হলাম ধন্যবাদ।
আহা, করছেন কি, মরিচগুলো তো খেয়ে দেখবেন মরিচ কি না?
স্বপ্নদ্রোহ
রং দেখে মাথা খারাপ ছিলো, খাওয়ার কথা মনে ছিলোনা! দু'একটা তুলে আনা উচিত ছিলো বটে!
মৃত্তিকাপু, ১ আর ২ সেরাম হইসে! আর পাঁচ দেখে ফ্রিজ থেকে আমিই মরিচ বের করে 'কামড়' দিলাম! আহা!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
হি হি হি........ থ্যাংক্স বালিকা!
শতভাগ ভালো লাগা একটি পোস্ট।
মহসীন রেজা
থ্যাংকু!!
মৃত্তিকা খাতুন তো দেখি আগুন লাগায় দিসে পুরা। বরই সৌন্দর্য। ঘুরাঘুরি তো শেষ, এখন ২য় দফায় ছবি আসুক
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
অনেক ধন্যবাদ!
ঘুরাঘুরি শেষ হয়নি। আগে ভিতর থেকে ঘুরে আসি, এগুলো তো কেবল দরজার বাইরের
প্রথম দুটি ছবি খুব সুন্দর হয়েছে। আমিও গতকাল কয়েকটা তুলতে পেরেছি, তবে আপনারটার মতো সুন্দর হয়নি বলে আর দিচ্ছিনা।
আপনি বললেন আর আমি বিশ্বাস করলাম? কোথায় আপনার ছবি আর কোথায় আমার!! যা হোক ভালো লাগলো জেনে উৎসাহিত হলাম
আর আপনার ফলের ছবিগুলো পোস্ট করুন তাড়াতাড়ি।
১, ২, ৫= ফাডায়াদিসেন......
-------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
ধন্যবাদ সুহান
প্রতিটা দৃশ্যই যেনো জীবন্ত...
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
ধন্যবাদ
এক নাম্বারটায় থ্রিডি একটা ভাব আসছে, সবগুলাই জোস
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
wow, আপনি তো দেখছি শুধু ভালো লেখকই নন, ভালো পর্যবেক্ষকও!
অশেষ ধন্যবাদ।
২ নং সরাসরি অসাধারণ!!!
বাকীগুলোও ভাল লাগল।
তোমার আসলে প্রতি উইকএন্ডে এইরকম ঘোরাঘুরি করা উচিত।
ইন ফ্যাক্ট, আমরা ভাবছি, উইকএন্ড এলেই তোমাদের ধরে বেঁধে বাসা থেকে বের করে দেব। তাতে কিছু ফাটাফাটি ছবি অন্তত পাওয়া যাবে--কি বল?
নো থ্যাংক্স অনি'দা, ডরাইসি।
এতো কষ্ট না করে বলি কি, ইয়ে মানে, একটা ক্যামেরা জোর করে কিনে দিলে.....
ইশ ১ আর ২ একেবারে খুনখারাপী ভাল লাগল মৃত্তিকা৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
তাই? অনেক ধন্যবাদ দময়ন্তী আপনাকে।
রং-বেরঙের ছবিগুলো দেখতে বেশ ভাল লাগল। দারুন ছবি তোলেন আপনি দেখা যাচ্ছে। আর থাকলে দিয়েন।
--------------------------------------------------------
--------------------------------------------------------
দারুন তুলি না, তোলার চেষ্টা করি আর কি! মন্তব্যের জন্য ধন্যবাদ বাচ্চা ভূত!!
কী সুন্দর সব ছবি!!
---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।
---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।
থ্যাংকু.............
আহ্ ! দ্বিতীয়টা দেখিলে বুকের ভেতর কেমন খালি খালি লাগে.....*তিথীডোর
ধন্যবাদ মন্তব্যের জন্য, তিথী।
- এই সময়টাতে আসলে রঙ বদল করা পাতার ছবিগুলোই সুন্দর লাগে বেশি। তবে বাকি ছবিগুলোও দারুণ উঠেছে। মরিচের ছবিটা আমার কাছেও জোস লেগেছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অনেক ধন্যবাদ ধূগো'দা!
আরেহ... কি সুন্দর সুন্দর ছবিগুলা...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
শুকরিয়া, শুকরিয়া তানিম.....
নতুন মন্তব্য করুন