অতঃপর সময় করে গিয়েছিলাম সেই 'লং-উড গার্ডেন'। ঢুকে দেখি সমস্ত পাতা ঝরে গেছে! শরৎ শেষ হয়ে শীত চলে এসেছে। তবুও দু'চারটে এরকম গাছ পেলাম। দেখে দেখে চোখে আগুন ধরে যাচ্ছহিলো প্রায়!
সামনেই বিশাল 'কাউ লট'।
সেখানে ঘাস আর ঘাসের উপর এভাবেই ঝরা পাতা
যখন ভাবছিলাম কিছুই তো নেই আর কি দেখি....তখন আশা নিয়ে 'consevatory' তে পা রাখলাম।
লিফটের দরজা খুলতেই চারদিকে নানা রঙের ফুল আর গাছের সমারোহে দিশেহারা অবস্থা হলো আমার! দু'পাশে ফুল আর গাছ, মাঝে রাস্তা এরকম..........নানান রঙ এর অলি গলি
মাঠে নানান আকারের গাছ ছাঁটা
তাতে আবার নানান রঙ....
ক্লোজাপ!
ফোয়ারাটার জল গড়িয়ে পড়াটা ধরে রাখতে চেষ্টা করে ছিলাম, কিন্তু আমার ক্যামেরায় সেগুলো গ্রেইনি এলো তাই দিলামনা।
তবে এটা ভালো লাগলো।
conservatory তে অসংখ্য সুন্দর সুন্দর ফুল ছিলো, অনেক ছবিও তুলেছি। কিন্তু সেসব তো আর নূতন কিছু না, তাই ছবি দিলামনা।
শুধু কিছু অদ্ভুত গাছের ছবি দিচ্ছি। আজব টাইপ জিনিস এর ছবি তুলতে ভালো লাগে!
এটা একটা গাছের উপর থেকে এংগেল।
মন্তব্য
সুন্দর ছবিগুলো।
ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম পিপি'দা...
আরে বাঃ! ছবিগুলি তো বড় সুন্দর! ২ এবং ৩ বিশেষ ভলো লাগলো।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
'Fall' এর রঙ তো, ভালো না লেগে যায় কোথায় বলুন!
নাহ্, আজ সকালের নাস্তাটা করা হলো না...ছবি দেখে পেট ভরে গেছে!! *তিথীডোর
ধন্যবাদ তিথী!
ঘাসের ওপর বাদামী পাতার ছবিটা দারুণ এসেছে।
- এটা নিয়ে খুব দারুণ একটা ব্যানার হতে পারে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অনেক বড় সন্মান দিয়ে ফেললেন এই মামুলী এমেচার ফটোগ্রাফারকে ধূগো'দা!
আপনাদের শুধু ভালো লাগাটাই যথেষ্ট'রও বেশী.........ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ!
ওটা একটা বড় ছবির টুকরো অংশ। বড়টি ভালো আসেনি, মনে হলো প্রান্তে পড়ে থাকা পাতাটি নিয়ে একটু খেলি।
কি ছবি দেখাইলা মনু থুক্কু মৃত্তিকা, চউক্ষে ধান্দা লাইগা গেলগা। তয় ৪ লম্বরডা সুজা কইরা তুললে মনে হয় আরো ভালু লাগত। তয়, এরাম আরো ফুডু ব্লগ চাই, সাবাশ সচল মৃত্তিকা
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ঠিক আসে সুজা কইরা একটা ছবি পাঠামুনে আপনারে।
অনেক থ্যাংকু!
শেষের লাল রঙের ফুলটার নাম "বার্ডস অভ প্যারাডাইস"। সিলেট অঞ্চলে বিস্তর পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই ই আর-এর বাগানে কয়েকটা আছে বলে জানতাম।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আপনি বলার পরেই আমার মনে পরে গেলো, এ নাম তো বাংলাদেশেই বসে শুনেছি!
ধন্যবাদ পান্ডব'দা।
দারুণ !
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ধন্যবাদ।
খুব্বি সুন্দর আপু। ঝাক্কাস।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
হে হে.....থ্যাংকু রেশ্নুভা!
এই আজব ফুলটার নাম বলেন শিগ্গির............
স্বপ্নদ্রোহ
পান্ডব'দা বলে দিয়েছেন নাম........ 'বার্ডস অভ প্যারাডাইস'।
চমৎকার সব ছবি, মৃত্তিকা!!
আমার এখানে বেড়াতে আসুন, আশেপাশের কিছু জায়গা খুব সুন্দর
গ্রেট ফলসে যাওয়ার রাস্তাটা - Rt 193, গেছেন সেখানে ?
অনেক ধন্যবাদ!
গ্রেট ফলসে যাইনি। সুযোগ পেলে অবশ্যই আসবো আপনার ওখানে আপু! আপনারও দাওয়াত রইলো আমার বাড়ি
দারুন দারুন সব ছবি----!
ধন্যবাদ অনিকেত'দা। এখানে থাকতে থাকতেই একবার ঘুরে আসুন জায়গাটা।
এইসব ছবি দেখতে গিয়ে আমার শস্তা মনিটর জ্বলে যাওয়ার দশা! তারপরেও চলুক-
---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
থ্যাংকু বন্ধু!
সুন্দর আসছে ছবিগুলো, আফসোস আমার যাওয়া হলো না।
------------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
আফসোস আমাদের আর আপনার জন্মদিন খাওয়া হলো না!
ভালোয় ভালোয় ঘুরে আসুন দেশ থেকে, তারপরে ধরবো!
, ১টা না, ২ টা জন্মদিন মিস হবে। ১৫ তে প্রজাপতি আর ৭ এ সামারা , এমনিতেই আমি ভুখা নাঙ্গা, এরাম ২টা খাওয়া মিস হইলে হাড্ডিগুলাও শুকায় যাবে
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
খুব সুন্দর ছবি গুলো! তৃতীয় ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ ভ্রম! আপনার প্রোফাইল ছবিটা মজারু!!
দারুণ তো ছবিগুলি। বিশেষ করে ৬ নম্বরটা।
অনেক ধন্যবাদ
২,৩,৪ খুউবই সুন্দর লাগলো। তবে ২ নং টা একটা MASTERPIECE.
------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
বসে থাকি আলোকচিত্রকরদের মন্তব্যের জন্য, কোথায় কি করলে আরও ভালো হতো, কোথায় কি ভুল আছে জানার জন্য। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য!
চমৎকার
ধন্যবাদ সাফি!
নতুন মন্তব্য করুন