আদম এক বিষম দুর্বিপাকে পড়িয়াছে। ঈভের ঘরের দরওয়াজা খুলিতেছে না। ভিতর হইতে বন্ধ। টোকা দিলেও মাগী সাড়া দিতেছে না। হয়তো নাক ডাকিয়া ঘুমাইতেছে। আদম ঘরের বাহিরে বলিয়া তাহাকে রাত্রিকালে নিদ্রায় ব্যাঘাত ঘটাইবারও কেহ নাই।
আদম কয়েকবার গায়ের জোর খাটিয়া দরজা খুলিবার বৃথা চেষ্টা করিয়া হাল ছাড়িয়া দিলো। বাপরে বাপ। ঈশ্বর তাহাদের ঘরের দরজা এত মজবুত করিয়া বানাইয়াছেন কী কারণে? তিনি তো সর্বজ্ঞ। তবে কি তিনি বুঝিয়াছিলেন যে একদিন আদম এইরকম উত্তেজিত আলুথালু হইয়া ঈভের ওপর হামলা করিবে? আর ঈভের নিরাপত্তার কথা ভাবিয়াই তিনি দরজা এত লৌহকপাট করিয়া বানাইয়াছেন? আদম যারপরনাই চটিয়া উঠিলো ঈশ্বরের উপর।
অদূরেই কয়েকজন স্বর্গদূত হাসিমুখে আদমের কান্ড-কারখানা দেখিতেছিলো। তাহাদের একজন আসিয়া হাসিমুখে কহিলো, "ঘটনা কী আদম?"
আদম বিব্রত হইয়া কহিলো, "দরজা খুলিতেছে না।"
স্বর্গদূত অট্টহাস্য দিয়া কহিলো, "দরজা আবার না খুলে কীরূপে?"
আদম ভ্যাবাচ্যাকা খাইয়া কহিলো, "মনে হয় অভ্যন্তরে খিল আঁটিয়া রাখিয়াছে। এ ছাড়া তো কোন কারণ দেখি না।"
স্বর্গদূত চমকাইয়া গিয়া কহিলো, "আরেব্বাস! বলো কী? দরজা ভিতর হইতে বন্ধ?"
চোখের পলকে স্বর্গে রটিয়া গেলো, ঈভের ঘরের দরজা ভিতর হইতে বন্ধ।
স্বর্গদূতের দল আসিয়া আদমকে ঘিরিয়া ধরিলো। কেহ বলিলো, ইহা আদমেরই চাল। দরজা বন্ধ আদমেরই কারসাজি। নাম কামাইবার অপচেষ্টা। কেহ বলিলো, ইহা ঈভের ষড়যন্ত্র, মাগী নির্ঘাত ঘরে কোন মরদ লইয়া খিল দিয়াছে। কিন্তু আদম ছাড়া স্বর্গে মরদই বা কে আছে? আদম অস্থির হইয়া খোঁজ লইতে শুরু করিলো, ঈশ্বর সম্প্রতি দ্বিতীয় কোন পুরুষ নির্মাণ করিয়াছেন কি না।
গিবরিল আসিয়া গলা খাঁকারি দিয়া কহিলো, "ইয়ে, কোন পশুপক্ষী নয় তো?"
আদম কঞ্চি তুলিয়া গিবরিলকে তাড়া করিলো।
স্বর্গে দিন যায়। ঈভের দরজা আর খুলে না। ইতোমধ্যে রশ্মিনির্মিত স্বর্গদূতদের কয়েকজন ঘরের অভ্যন্তরে ঢুকিয়া গিয়া দেখিয়া আসিয়াছে, সত্যই, ৮০ নম্বর খিলটি বন্ধ করা।
আদম কহিলো, "খিলটি কি ঈভ বন্ধ করিয়াছে, নাকি কোন যান্ত্রিক গোলযোগ?"
কেহ সদুত্তর করিলো না, শুধু গোলযোগ করিতে লাগিলো।
স্বর্গদূতদের কয়েকজন ঠিক করিলো তাহারা আন্দোলন করিবে। কিন্তু তাহার পূর্বে আদমকে নাকে খত দিয়া বলিতে হইবে যে ঈভ তাহাকে ব্লক করিয়াছে।
আদম পড়িলো বিষম বিপাকে। ঈভ কি সত্যই তাহাকে ব্লগ করিয়াছে? নাকি ইহা ঈশ্বরের কোন চাল? নাকি খিলে যান্ত্রিক ত্রুটি, গোলযোগের কারণে বিঘ্ন ঘটিয়াছে, অনুগ্রহপূর্বক অপেক্ষা করিতে হইবে?
স্বর্গদূতেরা ক্যাওম্যাও করিতে লাগিলো। তাহারা আদমকে বাগে পাইয়াছে, যতখানি হেনস্থা করিয়া নেওয়া যায় এই সুযোগে, আবার কবে এমন সুযোগ আসিবে কে জানে? হেলায় কিছু হারানো ঠিক নহে।
আদম ফুঁসিতে ফুঁসিতে ঈশ্বরের দরবারে গিয়া হাজির হইলো।
"ঈভের ঘরের দরজা খুলিতেছে না।" অনুযোগ করিলো সে। "কারণ কী?"
ঈশ্বর জিলাপি খাইতেছিলেন, তিনি শুষ্কমুখে অর্ধভুক্ত জিলাপি তস্তুরিতে নামাইয়া লুঙ্গি তুলিয়া মুখ মুছিলেন। তারপর কহিলেন, "নো কমেন্টস!"
আদম ভ্যাবাচ্যাকা খাইয়া কহিলো, "কিছু তো বলিবেন?"
ঈশ্বর ফিসফিস করিয়া কহিলেন, "উপর হইতে হুকুম আসিয়াছে! নো কমেন্টস!"
আদম তব্দা খাইয়া উপরপানে চাহিয়া রহিলো। ওদিকে বাহিরে স্বর্গদূতগণ চ্যাঁ-ভ্যাঁ করিয়া স্বর্গপুরী গরম করিয়া তুলিতেছে।
মন্তব্য
মুখা ইজ ব্যাক। ঈভের ঘরের খিল খোলার ফন্দি সে বাহির করিয়াই ফেলিবে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
হা হা হা...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
বুঝছি । ঘটনা তাহলে এই ।
আমি দুষ্ট না বলিয়া বাস্তব-অবাস্তব, কল্পিত-অকল্পিত কোনোকিছুর সহিত এই গল্পের কোনো সাদৃশ্য আবিষ্কার করিতে শোচনীয়রূপে ব্যর্থ হইলাম।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
- শুনিয়াছিলাম মুখা একখানা কন্যাসন্তানের মা হইয়াছে, আই মীন পাপা। সেই কন্যা সন্তানের খালামণিরা কেমন আছে, জানিবার বড়ই শখ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আহ্ কতদিন পর !!!!!!!!!!
বুখে আয় বাবুল।
গল্প পুরা স্বর্গীয় হইয়াছে। বাস্তব কোন ঘটনার সাথে মিল খুঁজিয়া পাইলাম না!
কী ব্লগার? ডরাইলা?
প্রথমদিকে ভাবিতেছিলাম হয়তো আগের লেখার রেশ চলিতেছে। ৮০ নম্বর খিলে আসিয়া ক্ষণিক সন্দিহান হইলাম। অবশেষে ঘটনা দিবালোকের মত পরিস্কার হইল। এতদসংক্রান্ত ঘটনা লইয়া আদমচরিত লিখিবার জন্য আপনাকে জাঝা দেয়া হইল।
- মনে রাখিবেন মুখা হুজুরের অমর বানী। কোনো মিল খুঁজিয়া পাইলে কইলাম আপনি দুষ্টু লোক!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বাস্তবের সাথে কিসের মিল? কার কথা বলছেন? বাস্তবের সাথে মিল পাওয়ার প্রশ্নই আসেনা। এমনটা হতেই পারেনা
এর ওপর আর কোন কথা হয়?! শুধু ৮০ নং কেন, ইভের উচিত বাকি ৭৯টা খিলও বন্ধ করে দেয়া। আদম একটি ব্যাদ্দপ, বকাবাজ, বখাটে বালক - তার শাস্তি হওয়া উচিত বাক্স্বাধীনতা টাধীনতা কেড়ে, কষে একটা কানমলা দিয়ে, চোখেও একটা ঠুলি পড়িয়ে, হাতে ঈশ্বরের একটি বন্দনাকাব্য ধরিয়ে দিয়ে, অনন্তকাল বসিয়ে রাখা। তাইলে যদি ছোঁড়াটার একটু শিক্ষা হয়!
ওরে না রে।
এভাবে সব কথা বলতে হয় না রে।
দ্রোহী ভাইর কমেন্ট উদ্ধৃত করলাম।
বুখে আয় বাবুল।
আবার লিখবো হয়তো কোন দিন
কিঞ্চিত ভুল তথ্য আছে গল্পে। রশ্মিনির্মিত স্বর্গদূতদের থেকে আমি যা জানি ঈভ ঘরে ২টা খিল দিয়েছে। ৮০ তো বটেই, ১১০ নম্বর খিলটাও দিয়েছে।
এইটা একদমই অবাস্তব একটা গল্প হইছে, বাস্তবের সাথে একটা ফোটাও মিল পাইলাম না
বহু প্রতীক্ষিত আদমচরিত ফিরে আসায় আপনাকে জাঝা
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
পুলাপান বেশি বুঝে। এখন মুখ বন্ধ।
আবার লিখবো হয়তো কোন দিন
একই শুনাইলা সবজান্তা
২ দরজা বন্ধ
এখন আদম কেমনে কি করবে ?
নুরুজ্জামান মানিক
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
সেইরকম...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
মুখা!!!!!!!!!!
মামু আমার, বুখে আয়
গুরু মানিলাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমিও
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
ওরে আমার মুখা রে!!
আমি তারা দিতারি না ক্যান?!
-------------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমি তো দুষ্টু শব্দটার মানেই বুঝি না !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
(মাটিতে পা ঠুইকা) এর সাথে বাস্তবের কোন মিল নাঈ
ঈশ্বরাসিদ্ধে:
অজ্ঞাতবাস
ওয়েলকাম ব্যাক!
দি গ্রেট মুখফোঁড় (বিপ্লব)
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আসলেই দুষ্ট।
"বহুলোকই আমার আদমচরিতের সহিত পরিচিত নহেন। তাহাদের জ্ঞাতার্থে বলি, ইহা স্বর্গে আদমের কালপঞ্জি। বাস্তব কোন ঘটনার সাথে ইহার মিল নাই। যদি কোন দুষ্ট ব্যক্তি মিল পাইয়া থাকেন, তিনি আসলেই দুষ্ট। তাহাকে পাত্তা দিবেন না।"
স্বর্গীয় লেখা হয়েছে ।।।
নতুন মন্তব্য করুন