গাব্রিয়েল মগাদিশু চৌরাসিয়া কৌচে বসিয়া ভোগান্তির বোতলের ছিপি মোচড় মারিয়া খুলিতে যাইতেছিলেন, তখনই সিনে সাংবাদিক পমি রহমান আসিয়া হাঁফাইতে হাঁফাইতে উপস্থিত।
মগাদিশু চৌরাসিয়া তাহাকে ভুরু কুঁচকাইয়া পর্যবেক্ষণ করিলেন কিয়ৎক্ষণ, তাহার পর কহিলেন, "আমি জানি আপনি কী বলবেন।"
পমি রহমান হাঁফাইতেই লাগিলো।
চৌরাসিয়া মৃদুহাস্যসহযোগে কহিলেন, "কার্বন মাঝি সম্প্রতি রহস্যময়ভাবে চুপ করে গেছে। জানালায় কালো মোটা পর্দা ঝুলিয়েছে, ওপাশে আলো জ্বলে কি না বোঝার উপায় নেই। তবে তার বারান্দায় সেদিন পেটিকোট শুকাতে দেখা গেছে।"
পমি রহমান তবুও হাঁফাইতে লাগিলো, কিছু কহিলো না।
চৌরাসিয়া কহিলেন, "পাশের ফ্ল্যাটের মিস মঞ্জুময়ূরীও সম্প্রতি সন্ধ্যাবেলা হাফপ্যান্ট পরে বারান্দায় বসে যোগাসন করেন। আমি জানি। আপনার বারান্দা থেকে দেখা না গেলেও আমার বারান্দা থেকে দেখা যায়।"
পমি রহমান হাত নাড়িয়া নেতিবাচক ভঙ্গিই করিলো শুধু, কোন উত্তর করিলো না।
চৌরাসিয় বোতল হইতে খানিকটা পানীয় গেলাসে ঢালিতে ঢালিতে কহিলেন, "উল্টোদিকে ফ্ল্যাটের মিসেস অর্ধকুমারীর বাড়িতে ইদানীং সন্ধ্যার দিকে কে এক রহস্যপুরুষ আনাগোনা করেন, আমার বারান্দা থেকে বিলক্ষণ দেখা যায় অনেককিছু।"
পমি রহমান এতক্ষণে ঝাঁঝাইয়া উঠিলো, "আরে সেসব কিছু নয়!"
চৌরাসিয়া গম্ভীর হইয়া কহিলেন, "এলিমেন্টারি, মাই ডিয়ার পমি! তবে কী?"
পমি রহমান আরেকটি কৌচে ধপ করিয়া বসিয়া পড়িয়া কহিলো, "হ্যাপি বার্থডে!"
আজ সচল শোহেইল মতাহির চৌধুরীর জন্মদিন। তাঁহার সহিত আমার অম্লমধুর সম্পর্ক বিদ্যমান। বহুকাল পূর্বে, বাংলা ব্লগিং যখন অন্যত্র সবেমাত্র অঙ্কুরাবস্থায় ছিলো, তখন আমরা একত্রে ব্লগিং করিয়াছি। কার্বন মাঝি, মঞ্জুময়ূরী, মিসেস অর্ধকুমারী সেই যুগের চরিত্র। তখন আমরা বহু শৃগাল পিটাইয়াছি, বহু ছাগলকে পদাঘাতে ঠান্ডা রাখিয়াছি। সচলায়তনে শৃগাল বা ছাগল নাই বলিয়া আজ আমি আর চৌধুরী, দুইজনেই কম লিখিয়া থাকি। কিন্তু তাঁহার প্রতি আমার বন্ধুভাব বিন্দুমাত্র কমে নাই। জন্মদিনে তাই এই গল্পটি তাঁহাকে উৎসর্গ করিলাম।
Happy birthday to dear old Big C!
মন্তব্য
হুমম, উৎসর্গপত্র দেখে অশেষ আনন্দিত হইলাম।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
শুভ জন্মদিন
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
শুভ জন্মদিন বীগ সি!
ঈশ্বরাসিদ্ধে:
অজ্ঞাতবাস
এই মহীরূহের জন্মদিনের পোস্ট কে, কীভাবে লেখেন, তা দেখবার জন্য অপেক্ষায় ছিলাম। এরকম কিছু কল্পণায়ও আসেনি মাথায়। যেমন চৌরাসিয়া, তাঁর জন্য তেমন মুখা!
শুভ জন্মদিন, বিগ সি!
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
মুখা বাটপারটাকে বিপদের সময় পাওয়া যায় না আজকাল।
শোমচৌদাকে জন্মদিনে অনেক বড় দেখে একটা শুকনা কাঁথার শুভেচ্ছা। পাড়ায় আইসেন, ডাইলপুরি খাওয়ামুনে।
হাঁটুপানির জলদস্যু
অদ্ভুত এই জন্মদিনের শুভেচ্ছা জানানোর ধরন। শুভ জন্মদিন SMC!
শুভ জন্মদিন
শুভ জন্মদিন বিগ সি। যাক এই উপলক্ষে অন্তত মুখাচোরা একটু উঁকি দিয়া গেলো।
ওয়াও! মুখা পুরা মনে রাখছে।
মুখারে জাঝা।
বিগ সি, শুভ জন্মদিন।
আবার লিখবো হয়তো কোন দিন
শুভ জন্মদিন গ্যাব্রিয়েল মোগাদিসু চৌরাসিয়া
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুভ জন্মদিন বিগ সি!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জন্মদিনে অশেষ শুভেচ্ছা শোমচৌ। আমরা সচলে যারা নতুন তারা আপনার অনেক বেশি বেশি লেখা চাই।
--------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
শুভ জন্মদিন শোহেইল মতাহির চৌধুরী
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শোহেইল সাহেবের জন্মদিনটাও জানলাম।
মুখফোড়ের আ ক র্ষ ণী য় লেখার সঙ্গেও পরিচিত হলাম।
একেই কি এক গুলিতে দুই পাখি বলে?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
শুভ জন্মদিন বিগ সি ! সবার দেখাদেখি আমারও একটাই অভিযোগ - আপনি এত কম লিখেন কেন ?
বেঁচে থাকুন কম পক্ষে আরো ১০০ বছর - আর চমৎকার কিছু লেখা আমাদের পড়তে দিন।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
শুভ জন্মদিন
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
- বিগ সি'র জন্মদিনের ব্যাপারটা বুঝলাম, শুভেচ্ছাও দিলাম কিন্তু কার্বন মাঝি চুপ কইরা আছে মানে কী!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভ জন্মদিন!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
শুভ জন্মদিন।
মুখফোড়ের অভিনব শুভেচ্ছার বিপরীতে প্রথম মন্তব্যেই কৃতজ্ঞতা জানিয়েছি। মুখাকে আবার সচলে দেখা গেল - এও এক পরম পাওয়া।
যারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, নাম উল্লেখ না করেও প্রত্যেককে আলাদা আলাদা করে কৃতজ্ঞতা জানাচ্ছি।
সবাই ভালো থাকুন.... সচল থাকুন।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
শুভ জন্মদিন।
মুখফোড় এবং এস এম সি - দুজনকেই সচলে নিয়মিত চাই...
শুভ জন্মদিন গাব্রিয়েল মগাদিশু চৌরা... ধুরো কী বলি ... প্রিয় শোহেইল মতাহির চৌধুরী, ব্লগারজীবনের বহু পুরাতন সুহৃদ!
শুভ জন্মদিন শোহেইল মতাহির চৌধুরী!
জুলাই মাসে দেখছি জন্মদিনের ছড়াছড়ি
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
নতুন মন্তব্য করুন