আদমচরিত ০১৩

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: বিষ্যুদ, ১৮/০৯/২০০৮ - ৪:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


adam01

ঈশ্বর কুরসিতে হেলান দিয়ে ঝিমাইতেছিলেন। বয়স হইয়াছে, ইদানীং দ্বিপ্রহরে আহারের পর পরই ঠেলিয়া নিদ্রা আসে।

তন্দ্রার ঘোরে তাঁহার মনে হইতে লাগিলো, দরবারের বাহিরে কে বা কাহারা যেন গুজগুজ ফুসফুস করিতেছে। তিনি পাত্তা দিলেন না। সম্ভবত ইহা স্বপ্ন। এর অর্থ, নিদ্রা চাগাইয়া উঠিয়াছে। ঈশ্বর মনস্থির করিলেন, ঘুমাইয়া পড়িবেন। বিকালে উঠিয়া এক কাপ গরম চা পান করিবেন ফ্রেশ পাত্তি যোগ করিয়া, তাহলেই চলিবে।

কিন্তু নিদ্রা ঘনীভূত হইবার সুযোগ মিলিলো না, দরবারের দরজায় কে বা কাহারা যেন দমাদম কিল ঠুকিতে লাগিলো।

ঈশ্বর রক্তচক্ষু উন্মীলিত করিয়া উঠিয়া পরিধানের লুঙ্গি আরো সুচারুরুপে আঁটিতে আঁটিতে আসিয়া দরজা খুলিয়া দিলেন। দরজার বাহিরে ইতস্তত অবস্থানরত যত্তসব অর্বাচীন স্বর্গদূত, এবং অবধারিতভাবেই পোঁদপাকা আদম।

ঈশ্বর মনে মনে বেজায় চটিলেন। দিবানিদ্রায় ব্যাঘাত সহ্য করার স্বভাব তাঁহার আয়ত্বে আসে নাই।

কিন্তু তিনি হুঙ্কার দিবার পূর্বেই আদম গলা খাঁকারি দিয়া বলিয়া উঠিলো, "আমাদের একটি আরজি আছে।"

ঈশ্বর বিড়বিড় করিয়া কী যেন বকিতে বকিতে দরবারমহল খুলিয়া দিয়া রিভলভিং আসনটিতে বসিলেন।

আদমসহ কয়েকজন স্বর্গদূত আসিয়া দরবারে দাঁড়াইল। আদম বলিলো, "স্বর্গে গণতন্ত্র ঠিকমতো চর্চ্চিত হচ্ছে না।"

ঈশ্বর হাঁক পাড়িয়া জনৈক স্বর্গদূতকে চা দিতে বলিলেন। তারপর একটি হাই তুলিয়া বলিলেন, "বটে? স্বর্গে গণতন্ত্র চাও?"

আদম বলিলো. "হ্যাঁ। গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে এখানে ব্যাপক হুজ্জত হবার আশঙ্কা আছে। বিভিন্ন কুচক্রীমহল এখানে কেলো করার জন্যে সবসময় সক্রিয়।"

ঈশ্বর আবারও একটি হাই তুলিয়া তুড়ি মারিতে মারিতে বলিলেন, "তা কিভাবে এ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? ক্যাম্নেকী?"

আদম বলিলো, "আমরা নিজেদের মধ্যে আলাপসালাপ করে স্থির করেছি, আজ থেকে আপনি আজীবন স্বর্গের চেয়ারপারসন হিসেব দায়িত্ব পালন করবেন।"


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আহারে কতদিন পর মুখার মুখ খুলিয়াছে। সুদিন তাহলে আসিয়াই পড়িল!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

জিফরান খালেদ এর ছবি

হাহাহা... দারুন লাগলো...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হু... মুখা এখন যে কার মুখাপেক্ষী... লেখেই না একদম।
যা পাইলাম তাতেই ধন্নিত
থ্যাঙ্ক ইউ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

আমরা নিজেদের মধ্যে আলাপসালাপ করে স্থির করেছি, আজ থেকে আপনি আজীবন স্বর্গের চেয়ারপারসন হিসেব দায়িত্ব পালন করবেন।

কিন্তু নির্বাহী ক্ষমতা থাকিবে মহাসচিবের হাতে?

সবজান্তা এর ছবি
কীর্তিনাশা এর ছবি

হো হো হো

মুখার প্রত্যাবর্তন দীর্ঘ্য হোক!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নজমুল আলবাব এর ছবি

তিনি না বলে দিয়েছেন, তাও বিনিতভাবে। তারপরেও মুখার এমন কেচ্ছা ফাদার কোন মানে হয় না। এটা অগণতান্ত্রিক আচরন। শ্যাম মুখা, শ্যাম...

ভুল সময়ের মর্মাহত বাউল

হিমু এর ছবি

মুখা বদমাইশটারে দরকারের সময় পাওয়া যায় না মন খারাপ


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- দোস্ত, মুখা বদমাইশরে গাইল দিশ না, পরে দেখবি আইসিই ট্রেনের সামনে দাঁড় করায়া দিছে!

শাপ্পাশ মুখা। চালু পুরা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৌরভ এর ছবি

আজীবন স্বর্গের চেয়ারপারসন হইলে কী হইবে? সজীব হুরপরীরা কি সব আজীবন ফ্রি?


আবার লিখবো হয়তো কোন দিন

আলমগীর এর ছবি

জোশ লাগল।

রণদীপম বসু এর ছবি

হা হা হা ! লগইন না করিয়া পারিলাম না।
আপনি ফোড়া মুখ লইয়া আসিয়াছেন মানেই তো আমাদের গণতন্ত্রের দরজা হাট করিয়া খুলিয়া গেল।
অতিশয় মুগ্ধকর লেখা। বড়ই প্রীতিকর।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পুতুল এর ছবি

হা হা হা গনতন্ত্র হা!
খুব ভাল বলেছেন!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ঝরাপাতা এর ছবি

ঈশ্বর পরদিন প্রত্যুষে তাহা বিনয়ের সহিত প্রত্যাখ্যান করিয়াছেন কিনা আর জানা হইলো না।

আফসোস!


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মুখা, মিস ইউ ম্যান।
একটু রেগুলার হোন গুরু...

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু গুরু

রিয়েল ডেমোন এর ছবি

শয়তানী হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।