প্রাচীন দিনের খাটটি নড়িতেছে। একটি মৃদু অসোয়াস্তিকর শব্দ হইতেছে, ক্যাঁচর ক্যাঁচ ক্যাঁচর ক্যাঁচ।
আকাশমণি কাষ্ঠনির্মিত এই খাটটি গুলবাহার বেগমের পিত্রালয় হইতে আগত, বিবাহের উপঢৌকন হিসাবে। বাসর রাত্রি হইতেই গুলবাহার বেগম এই খাটে সঙ্গম করিতেছে। তাহার সাত বৎসরের বিবাহিত জীবনের প্রায় সকল যৌনক্রিয়াদি এই খাটের উপরেই সম্পন্ন হইয়াছে। কদাচিৎ অন্যত্র যে হয় নাই এমনটি নহে, কিন্তু তাহা ভিন্ন গল্প।
হরকাতুর রহমান প্রবলবেগে নড়িতেছে। গুলবাহার বেগম তাহাকে আলিঙ্গন করে, পুলকাবেশে তাহার চক্ষুদ্বয় নিমীলিত। হরকাতুর রহমান দন্তে দন্তে ঘর্ষণ করিয়া প্রবল উত্তেজনায় মৃদু শীৎকার করিতেছে, গুলবাহার বেগম মনোযোগ দিয়া শ্রবণ করিলো, হরকাতুর অকথ্য সব খিস্তি করিয়া চলিতেছে। সঙ্গমকালে এইরূপ অশ্রাব্য বাণীবর্ষণও ক্রিয়াটিতে নতুন মাত্রাযোগ করিয়া থাকে, তাই গুলবাহার বেগম আপত্তি করিল না। সে তনুমন সঁপিয়া হরকাতুর রহমানকে উপভোগ করিতে লাগিলো।
হরকাতুর শুভ কাজে বেশিক্ষণ টিকিতে পারিল না। অচিরেই সে রূদ্ধকণ্ঠে কাতর শব্দ করিয়া স্খলিত হইল। গুলবাহারের পেটের পেশী প্রকম্পিত হইয়া উঠিল পুলকে।
ঘর্মাক্ত হরকাতুর নিজেকে পৃথক করিয়া হাতের উল্টাপিঠে ললাটের স্বেদ মুছিল, তাহার পর ধপ করিয়া উলঙ্গিনী গুলবাহারের পাশে শুইয়া পড়িল। বলিল, বাপরে!
গুলবাহার পাশ ফিরিয়া একটি হাত রাখিল হরকাতুর রহমানের লোমশ বক্ষে। হরকাতুর আবারও বলিল, বাপ রে বাপ!
গুলবাহার মৃদুকণ্ঠে বলিল, হবে তো?
হরকাতুর রহমান বলিল, হবে না আবার। একটা না, দুটো হবে দেখো!
গুলবাহার এখনও নিঃসন্তান।
হরকাতুর দম লইতে লাগিল। গুলবাহার বলিল, ছেলে হবে না মেয়ে?
হরকাতুর বলিল, তা কী করে বলি? তুমি কী চাও?
গুলবাহার বলিল, ছেলেই ভালো। তাকে ফৌজে পাঠাবো।
হরকাতুর বলিল, আরে ছোহ, ছেলেকে ফৌজে পাঠিও না। পাকিস্তানে বাঙালিদের ফৌজে কোনো আশা নেই।
গুলবাহার বলিল, তাহলে কি জজবারিস্টার বানাবো?
হরকাতুর বলিল, জজ হলে খারাপ না। শুনেছি প্রচুর উপরি কামাই। আর বারিস্টার বানাতে কিন্তু ম্যালা খরচা, হুঁ হুঁ।
গুলবাহার বলিল, তাহলে কী বানাবো?
হরকাতুর কিছুক্ষণ চিন্তা ভাবনা করিয়া বলিল, ছেলেকে পত্রিকার সম্পাদক বানিও!
গুলবাহার বলিল, সুবহানাল্লাহ। পত্রিকার সম্পাদক হয়ে দিন রাত কলম পিষবে? মাস গেলে ঘরে চাল বাড়ন্ত?
হরকাতুর মৃদু হাসিয়া কহিল, ওরে মুখ্যু জেনানা, সামনের দুনিয়া চালাবে পত্রিকার সম্পাদকেরা। তারা উঠতে বললে পাকিস্তানী জাতি উঠবে, আর বসতে বললে পাকিস্তানী জাতি বসবে।
গুলবাহার বলিল, গোটা পাকিস্তান?
হরকাতুর হাই তুলিয়া বলিল, পাকিস্তান আর কতদিন টেকে কে জানে? যা দিনকাল পড়েছে, পাঞ্জাবিদের মস্তানি তো আর সহ্য হয় না। তোমার ছেলে বড় হতে হতে পাকিস্তান ভেঙে দু টুকরোও হয়ে যেতে পারে।
গুলবাহার বলিল, আস্তাগফিরুল্লাহ এ আপনি কী বলছেন?
হরকাতুর বলিল, ওরে গরীবের কথা বাসি হলেই ফলে। তবে তুমি চিন্তা কোরো না। তোমার ছেলে মস্ত লোক হবে। দেশের অতীত-বর্তমান-ভবিষ্যৎ নিয়ে বড় বড় কথা লিখবে কাগজে।
গুলবাহার বলিল, বটে?
হরকাতুর বলিল, হাঁ।
গুলবাহার হরকাতুরের বক্ষে মুখ গুঁজিয়া কিছু একটা বলিতে চাহিতেছিলো, এমন সময় বাহিরে একটি ঘোড়ার হ্রেষাধ্বনি শোনা গেলো।
হরকাতুর ঝট করিয়া খাটের উপর উঠিয়া বসিল। বলিল, সর্বনাশ, এখন?
গুলবাহার চাপা কণ্ঠে বলিল, জামাকাপড় পরে পালান জলদি!
হরকাতুর চক্ষের পলকে পায়জামা ও কুর্তা পরিয়া খিড়কির জানালার দিকে ছুটিয়া গেল। গুলবাহার ত্রস্ত হাতে শায়া ঠিকঠাক করিয়া শাড়ি পরিতে লাগিল।
হরকাতুর জানালা দিয়া অদৃশ্য হইবার আগে গুলবাহার বলিল, আপনি যা বললেন, তা-ই যেন হয়!
হরকাতুর হাসিমুখে বলিল, আলহামদুলিল্লাহ। বলিয়া সে সন্তর্পণে জানালা গলিয়া বাহির হইল। আর মনে মনে ভাবিল, ৫ মিনিটের সঙ্গমে কী হাতিঘোড়া উৎপন্ন হয় কে জানে, তবে সে যে দুনিয়া কাঁপাইতে পারিবে না, ইহা আর বিচিত্র কী?
গুলবাহারের সদর দরজায় ঘা পড়িল খটখট করিয়া। তাহার স্বামী আবদুর রহমান ফিরিয়া আসিয়াছেন।
[সমাপ্ত]
মন্তব্য
এদ্দিন বাদে।
- এইটা কোন রহমান? সাম্পাদিক মহলে তো রহমানদেরই রাজত্ব! গোলাপ রেহমান থেকে শুরু করে লাড্ডু রহমান পর্যন্ত, কারে যে ধরি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
বিগবস, বহুতদিন পরে লেখা দিলেন। তয় বিয়াফুক আনন্দ পাইলাম আপনার লেখাটা পইড়া। ৫ বছর ধইরাও রহমান মিয়া কিছু পয়দা করবার পারে নাই,
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
জখেম...।। দুনিয়া কাপিতেছে ভাই কাপিতেছে
কাঁপায় দিসেন মামাআআআআ...রহমানের পো এইটা পড়ে মামলা-টামলা না করে দেয় হাহাহা
আমিই ভয়ে কাঁপতেছি। আর তো রহমান! ভাবতেছিলাম আমার জন্মদিনে "দুনিয়াকাঁপানো এক মিনিট" জাতীয় কিছু করব কীনা। আমি গরীব মানুষ। ৩০ মিনিটের টাইম স্লট কেনার সামর্থ্য এখনো হয় নাই।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
দুনিয়া কাঁপানো তিরিশ মিনিট তো আমার কাছে ভালো উদ্যোগ বলেই মনে হইসে। কি জানি আমার বোঝার ভুলও হইতারে। কর্পোরেট খাদকদের সম্মিলন বুঝলাম, ব্যবসায়িক ধান্ধাও হইতারে, কিন্তু তাই বলে কানা মামার চেয়ে তো নাই মামা ভালু হয়ে যায়না। যায় কি?
ভাইয়া, এগুলা দেখ...
http://www.facebook.com/video/video.php?v=1334659159495&ref=mf
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ভাইয়া, এটা দেখ...
http://www.facebook.com/video/video.php?v=1334659159495&ref=mf
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
যেখানে বিশুদ্ধতার প্রয়োজন, সেখানে এমনকি সামান্য বিকৃতিও পরিত্যাজ্য। এখানে নাই মামা কিভাবে আসলো বুঝলাম না। এই দেশের স্বাধীনতার ইতিহাসের ধর্ষণ তো সেই স্বাধীনতার পর থেকেই চলছে। ডিজুস সংস্করণও এই ইতিহাসবিকৃতির অংশ। কালোটাকার বাপের বিএমডাব্লিউতে চড়া কিছু বখে যাওয়া ডিজুস পোলাপানকে হিরো হিসেবে তুলে ধরার ক্রেডিটও মতিদের। দেশের তরুণ সমাজ হয়তো ক্রমাগত খারাপের দিকেই যাচ্ছে। কিন্তু এই ডিজুসরা এখনও সংখ্যালঘু। এদেরকে ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল বানানোর জন্য ইতিহাসকে বিকৃত করার কোনো মানে নাই। তারা তাদের বিএমডাব্লিউর ব্যাকসিটে কোপাকুপি করে গাড়ি কাঁপায়া দিক; কিন্তু সেইটাকে শহীদ মিনারে টেনে এনে তাদেরকে ইতিহাস শেখানোর নামে শহীদ মিনারকে ধর্ষণের সুযোগ দেয়াটা কোনোভাবেই সমর্থনযোগ্য না।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ধন্যবাদ বলাইদা। আসলে পুরো ঘটনা না জেনে মন্তব্য করাটাই আমার ভুল হয়েছে। আমি আসলে এটাকে একটা সাধাসিধা সাংস্কৃতিক অনুষ্ঠান বলেই ভেলেছিলাম। আমারই ভুল।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
বহুদিন পরে মুখফোড় রহমান খাট কাঁপাইতে আসলো।
বুখে আয় বাবুল।
ফাটাফাটি।
মুখাকে মিস করছিলাম , যথাসময়ে হাজির হবার জন্য ধন্যবাদ আর পোষ্ট বরাবরের মতই চ্রম ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মুখফোড়, আমার ব্লগ জগতে নিয়মিত পদার্পণ আপনার ব্লগ পড়ার মধ্যদিয়েই। এত তীক্ষ্ম রসবোধ আমি খুব কম লেখকের লেখাতেই পাই। আপনি লেখালেখি থেকে প্রায় স্বেচ্ছা নির্বাসন নিয়ে আমাদের মত পাঠকদের সাথে ঢের অন্যায় করছেন।
আপনার নিকটা সবসুদ্ধ পড়তে বেশ লাগে। দারুণ।
---- মনজুর এলাহী ----
-------------------------------------------------------------------
স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়
বুখে আয় মুখা...
_________________________________________
সেরিওজা
পাঁচমিনিটের কাঁপুনিতে কাঁপতেছি এখনো!!!!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
কাঁপায়া দিলেন বস!!!
নিয়মিত হন পিলিজ লাগে!!
কথা ফলছে!! দুনিয়া কাপায়া দিছে!
বোহেমিয়ান
আচ্ছা আপ্নের কি কোন ধারণা আছে আপ্নেরে আমরা আমব্লগাররা কি পরিমান 'মিস' করি???
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হা হা হা হা!!
চ্রম চ্রম!! হাস্তে হাস্তে উল্টায়া গেলাম!!
রহমান সাহেবের হাতি-ঘোড়ারা কি করতেছে জান্তে মঞ্চায়!!! ;)
- মুক্ত বয়ান
এই ৩০ মিনিটের কাঁপাকাঁপির চোটে আর টেকা গেল না। এখন দেখি দেশপ্রেম এর জন্য "গেরামিন" আর "প্রথমালু" থেকে লাইছেন নিতে হবে। ডিজ্যুস দিয়া বাংলিস ফুটানোর সময় খেয়াল থাকে না এখন আসছে ভাষার জন্য মায়া চু**ইতে। সাহস থাকলে রাজাকার এর বিচার এর ব্যাপারে কিছু বলুক.........
আমার খোমাখাতার মন্তব্যটাই কপি/পেস্ট মারলাম।
চন্দ্রবিন্দু ছাড়াই যে মুখফোড় কিভাবে এতো কাঁপায়া দেন আপনিই জানেন। আরো আদম চরিত চাই তাড়াতাড়ি।
হুদাই আমাগো লাহান নাদানরে নিজের অনুপস্থিতির মাধ্যমে ক্ষতিগ্রস্থ করেন।
রহমান মিয়া তো কলম থুইয়া উকিলের হাত ধইরা কুপ্পির আলু দিয়া আপনারে খুজবার লাগব। গামলা ভরা মামলা না দিয়া বসে দেখেন!
লেখা কাঁপায়া দিসে বস। থরথরথরথরথরথর..................
---- মনজুর এলাহী -----
হেহেহে...
আরও আদমচরিত আসুক!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ঘাম, স্বেদ, পেশী - একটু অচলিল হয়ে গেল না দাদা
মুখফোড়ের লেখায় মন্তব্যের কিছু নাই... সিরাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
-------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
এর চাইতে তীক্ষভাবে এরকম "হরকাতুর কর্ম" আর কেউ করতে পারতো না।
মুখফোড় দ্য গ্রেট - স্যালুট।
কাপায়া দিলেন বস...
দারুণ হয়েছে লেখাটা।
টুইটার
বহুদিন পর আইসা তো কাঁপায়া দিলেন
যাক, অবশেষে জন্ম-রহস্যটা উদঘাটিত হল!
আল্লার অশেষ রহমত যে, বেচারা জারজ পিতার আকাংখা (না কি আশংকা) সত্যি হয় নাই! একসাথে দুই জমজ লাড্ডু রহমান থাকলে কি দশা হইত আল্লা'ই মালুম, তবে দুনিয়া তো দুনিয়া, পুরা বেহেশত-দোযখ যে কাঁপাইয়া দিত, এতে কোন সন্দেহ নাই!
কাকুল কায়েশ
উদ্ধৃতি
হরকাতুর রহমান বলিল, হবে না আবার। একটা না, দুটো হবে দেখো!
কায়েস ভাই, আমার তো মনে হয় একটা না... দুইটাই হইছে...
নাইম, দুইটা মানে? লাড্ডু রহমান এবং গ্রামীনফোনের সিইও কি জমজ ভাই নাকি? দুজনেই কি হরকাতুর-জাত??
যাই হোক, অবশেষে হাচল হলাম মনে হয়, মডুদেরকে অসংখ্য ধন্যবাদ!
-------------------------------------------
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
উদ্ধৃতি
হরকাতুর রহমান বলিল, হবে না আবার। একটা না, দুটো হবে দেখো!
কায়েস ভাই, আমার তো মনে হয় একটা না... দুইটাই হইছে...
আরে মুখাচৌদা যে,
ম্যালাদিন পরে।
দুনিয়াও কাঁপলো, আপনিও কাঁপাইলেন, কাঁপাকাঁপি জারি থাকুক।
ইউটিউবে ৩০ মিনিটের দুনিয়া কাপানো ভিডিও দেখে মাথায় রক্ত উঠে গেল।
কর্পোরেট শুয়োরগুলারে কি বলে গালি দিলে মাথা ঠান্ডা হবে বুঝতে পারছিলাম না।
............
৫ মিনিটের কাপাকাপি পড়ে একটু শান্তিবোধ হচ্ছে।
অত্যন্ত সাধারনভাবে অসাধারন।
ধন্যবাদ।
মুখা রক্স
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
হা হা হা। বহুত ঝাঝা।
ব্যপক মজাক খাইলাম।
ম্রাত্তক
এই রূপ বংশদন্ড বহুদিন কর্ঙোচর হয় নাই!!! সাধু সাধু!!!
---থাবা বাবা!
এরম লেখেন কেম্নে?
কামরুল হাসান রাঙা
নতুন মন্তব্য করুন