প্রাঙ্গণে মোর শিরীষশাখায়

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: শনি, ০৮/০৫/২০১০ - ৮:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে
কী উচ্ছ্বাসে
ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা।
ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলা
প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন শুধায় আমায় দেখি
'এসেছে কি-- এসেছে কি।'

আর বছরেই এমনি দিনেই ফাগুন মাসে
কী উচ্ছ্বাসে
নাচের মাতন লাগল শিরীষ-ডালে
স্বর্গপুরের কোন্‌ নূপুরের তালে।
প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল, 'শুনাও দেখি
আসে নি কি-- আসে নি কি।'
আবার কখন এমনি দিনেই ফাগুন মাসে
কী আশ্বাসে
ডালগুলি তার রইবে শ্রবণ পেতে
অলখ জনের চরণ-শব্দে মেতে।
প্রত্যহ তার মর্মরস্বর বলবে আমায় কী বিশ্বাসে,
'সে কি আসে-- সে কি আসে।'

প্রশ্ন জানাই পুষ্পবিভোর ফাগুন মাসে
কী আশ্বাসে,
'হায় গো, আমার ভাগ্য-রাতের তারা,
নিমেষ-গণন হয় নি কি মোর সারা।'
প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলোমেলো--
'সে কি এল-- সে কি এল।'


তিনি আমাদের সচলায়তনের একজন নহেন, কিন্তু সচলায়তন জুড়িয়া আছেন। ক্লান্তিবিহীন ফুল ফুটাইয়া গিয়াছেন বহু বহু বৎসর। প্রত্যহ তাঁহার ফুল্ল শিরীষগুলিকে দেখি ঘরে ও বাহিরে।

অলখ জনের চরণ-শব্দে মুখরিত চারিদিক, কিন্তু বনের বাতাস আসিয়া প্রশ্নে প্রশ্নে তাঁহার রচিত পুষ্পগুলির কথাই স্মরণ করাইয়া দেয়। ক্রোধে প্রেমে বিষাদে হর্ষে আপন পিতার ন্যায় হৃদয়ের কন্দরস্থল হইতে জাগরিত হইয়া অস্তিত্বের কথা প্রত্যহ মর্মরস্বরে জানাইয়া যাইতেছেন এই চিরযুবা চিরজীবী বৃদ্ধ।

বন্ধু নহেন, কিন্তু বন্ধু হইতেও নিকট তিনি। তাহার গান, তাহার গল্প, তাহার কবিতা গ্রাস করিয়া রাখিয়াছে আমাদের হৃদয়াকাশকে। জন্মদিনে এই পরম বান্ধবকে জানাই শতকোটি শুভাশিসরাগরঞ্জিত প্রণাম।

রবি করে জ্বালাতন, আছি ত সবাই!


মন্তব্য

সবজান্তা এর ছবি

ভাগ্যিস জন্মেছিলেন !

কী দৈব যোগাযোগ... আজ সকালে ঘুম থেকে উঠে মনে পড়লো, পঁচিশে বৈশাখ সমাসন্ন... ফাঁকা অফিসে বসে গান শুনছিলাম- এমন সময় এই পোস্ট !


অলমিতি বিস্তারেণ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চমৎকার লাগলো।

সুজন চৌধুরী এর ছবি

এই গানটা আমার খুব প্রিয়... হেমন্ত মুখোপাধ্যায়ের খুব ভালো ১টা রেকর্ড আছে। আগামী বছর বুড়ার ১৫০ হবে !


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

তিথীডোর এর ছবি

"শুনেছি আমারে ভালোই লাগেনা, নাইবা লাগিলো তোর.../
কঠিন বাঁধনে চরণ বেড়িয়া, চিরকাল তোরে রবো আঁকড়িয়া/ লোহার শিকল ডোর"

এই বুড়োটা না জন্মালে যে কী হতো!!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এই লাইন কয়টা আমারো ভীষণ প্রিয়, তিথী। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

"কানা পালোয়ান সনে শিখেছিলে কুস্তির প্যাঁচ
সেই প্যাঁচে পরে দেখি অন্য যতেক কবি ঘ্যাঁচ্
জাহাজ-ক্যাপ্টেন তুমি ,বাকি সব মাঝি আর মাল্লা
সকলে জাঙ্গিয়া পরা,তুমি শুধু পরে আলখাল্লা।
সকলে কুড়োয় বেল,তুমি একা বাগাও নোবেল
ইস্কুলে না পরিয়া ফার্স্ট তুমি, বাকি সব ডাহা ফেল
তোমার ওজনে ভারি একদিকে হেলে দাঁড়ি-পাল্লা
সকলে জাঙ্গিয়া পরা, একা তুমি পরে আলখাল্লা।" (নবারুণ ভট্টাচার্য)

শুভ জন্মদিন গুরুদেব!



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

দ্রোহী এর ছবি

পুরন্দর ভাট এর কেতাবি নাম নবারুণ ভট্টাচার্য???? জানতাম না!!!!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

মেম্বর, কবি পুরন্দর ভাট আসলে নবারুণ ভট্টাচার্যের সৃষ্ট একটি চরিত্র। সুতরাং পুরন্দর ভাটের কবিতাগুলো আসলে নবারুণ ভট্টাচার্যেরই কবিতা, তাই না। এই দুইজনকে আরো চিনতে পড়তে পারেন "কাঙাল মালসাট", "ফ্যাতাড়ুর বোম্বাচাক" আর "ফ্যাতাড়ুর কুম্ভীপাক"।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

দ্রোহী এর ছবি

জানতাম না। অ্যাঁ

দময়ন্তী এর ছবি

দেঁতো হাসি
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

ধুসর গোধূলি এর ছবি

- শুধু নাম বললে হবে না পাণ্ডব'দা। হয় বই পাঠান নাইলে নিদেনপক্ষে লিংক দেন যেখান থেকে নামিয়ে পড়তে পারবো।

নাম বুইলবেন, বই দিতেন্ন,
এইত্তা অইতো ন, ছৈল্তো ন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে যখন বন্দর-মদনগঞ্জ যাবো তখন আপনার ব্যাগে বইগুলো ঢুকিয়ে দেবো। চিন্তা করবেন না। আর লিঙ্কের কথা জানিনা। নিজে একটু চেষ্টা করে দেখতে পারেন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সাবিহ ওমর এর ছবি

আরটি রক্স (বুঢ়াকে ক্লোন করার কোন উপায় আছে?)

বোহেমিয়ান এর ছবি

একমত! ক্লোনিং করণ দরকার!!!
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

আনন্দী কল্যাণ এর ছবি

তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি।
বুঝতে নারি কখন তুমি দাও-যে ফাঁকি।।
ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁওয়ার
পিছন হতে পাই নে সুযোগ চরণ-ছোঁওয়ার,
স্তবের বাণীর আড়াল টানি তোমায় ঢাকি।।
দেখব বলে এই আয়োজন মিথ্যা রাখি,
আছে তো মোর তৃষা-কাতর আপন-আঁখি।
কাজ কী আমার মন্দিরেতে আনাগোনায়
পাতব আসন আপন মনের একটি কোণায়,
সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি।।

শুভ জন্মদিন, প্রাণের মানুষ।

সাইফুল আকবর খান এর ছবি

গুরুকে প্রণাম! গুরু গুরু

পোস্ট তো বুক-সুদ্ধ ফুঁড়ে দিলো! খাইছে

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন ঠাকুর!!!!

দুষ্ট বালিকা এর ছবি

শুভ জন্মদিন ঠাকুর!!! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ জন্মদিন ঠাকুর!!!
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মর্ম এর ছবি

তুমি রবে নীরবে
হৃদয়ে মম...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

ধুসর গোধূলি এর ছবি

- শশ্রুমণ্ডিত কাউকে দেখলেই আমার বেজায় ভালো লাগে। পরহেজগার পরহেজগার মনে হয়। বহুত কামেল লোক মনে হয়। বিরাট পীর মনে হয়। হুজুর মনে হয়।

শুভ জন্মদিন হুজুর।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আহির ভৈরব এর ছবি

এখন সে যে আমার বীণা হতেছে তার বাঁধা
বাজবে যখন তোমার হবে, তোমার সুরে সাধা।

প্রণাম।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

শুভাশীষ দাশ এর ছবি

পেন্নাম দাঁড়িবাবু।

---------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।