অপারেটিং টেবিলে শুইয়া আদম পাংশুমুখে বলিল, "অন্য কোনো উপায় কি নাই?"
ঈশ্বর পেলাসটিকের দস্তানা আঁটিতে আঁটিতে গম্ভীর মুখে কহিলেন, "উপায় অবশ্যই আছে আদম। পর্যবেক্ষণ করিলেই বুঝিবে।"
আদম বেজার হইয়া কহিল, "আপনি সর্বদাই আকারে ইঙ্গিতে কথা কন। পরিষ্কার করিয়া বলেন না কেন? কী উপায়?"
ঈশ্বর একটি ক্ষুরধার স্ক্যালপেল লইয়া জীবাণুনাশক দ্বারা ধৌত করিতে করিতে কহিলেন, "কখনও কি ভাবিয়া দেখিয়াছ, তোমার শিশ্নখানি কী সুচারুরূপে বাম ও দক্ষিণ, উভয় হস্তের নাগালেই রহিয়াছে?"
আদম বাম ও দক্ষিণ, উভয় হস্ত চাদরের নিচে প্রবিষ্ট করিয়া কহিল, "বিলক্ষণ। কিন্তু ...।"
ঈশ্বর কহিলেন, "হাঁ। তোমাকে সৃজন করিবার সময়ই হস্ত দুইটি এইরূপে নকশা করিয়াছিলাম, যাহাতে নিজের বিনোদন নিজেই যোগাইতে পার। কিন্তু তোমার চাহিদার অন্ত নাই।"
আদম গোঁ গোঁ করিয়া কহিল, "আপনি আমাকে মৃত্তিকা হইতে সৃজন করিয়াছেন, আমার সঙ্গিনীকেও মৃত্তিকা দিয়া নির্মাণ করিলে আপনার ক্ষতি কী? মৃত্তিকার কি অভাব পড়িয়াছে? মৃত্তিকার অভাব পড়িলে পেলাসটিক দিয়া বানাইয়া দিন।"
ঈশ্বর মৃদু হাসিয়া কহিলেন, "আমার সম্মান তাহে সামান্যই বাড়ে। তোমার সম্মান তাহে একেবারে ছাড়ে।"
আদম কহিল, "আমার পঞ্জরের অস্থি দিয়াই কেন সঙ্গিনী নির্মাণ করিবেন?"
ঈশ্বর কহিলেন, "পঞ্জরাস্থি কি তুমি বেচিয়া দালান কিনিবে নাকি নির্বোধ? এইবার চুপ মার। অপারেশনখানা সারিয়া ফেলি।"
আদম কিছু কহিবার পূর্বেই ঈশ্বর স্ক্যালপেল বাগাইয়া আদমের পঞ্জরের একখানি অস্থি নিমেষে কাটিয়া বাহির করিয়া লইলেন। ভয়ে আদম কাপড় নষ্ট করিয়া ফেলিল।
ঈশ্বর পঞ্জরাস্থিটিকে ঈভ-নির্মাণ যন্ত্রের ভিতরে ঢুকিয়া কয়েকটি ডায়াল ঘুরাইয়া যন্ত্রের দরজা বন্ধ করিয়া দিলেন।
আদম ক্ষিপ্ত কণ্ঠে কহিল, "আমার অস্থি হইতে যদি ঈভ নির্মাণ করিতে পারেন, তবে আমার পায়খানা হইতেও কিছু নির্মাণ করিয়া দেখান!"
ঈশ্বর বিরক্ত হইয়া কহিলেন, "এয়ার্কি পাইয়াছো? পায়খানা হইতে মনুষ্য সৃজন সম্ভব?"
আদম ঘ্যানর ঘ্যানর করিতে লাগিল। মনুষ্য হউক, গাধা হউক, সজারু হউক, একটা কিছু ঈশ্বরকে সৃজন করিতে হইবে।
ঈশ্বর দীর্ঘশ্বাস ফেলিয়া এক টুকরা পলিথিনে করিয়া আদমের মলখণ্ড নিয়া যন্ত্রে ঢুকাইলেন।
যন্ত্র হইতে বাহির হইয়া আসিল জাকির নালায়েক।
মন্তব্য
ইটা রাখি আগে
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ব্যপক বিনোদন... জোকার নায়েকের জন্মগাথাঁ...
ভালো হইলো, তয় আমোদ একটু কম পাইলাম -কিছুটা আন্দাজও করতে পারসিলাম।
তবে মোদ্দা আইডিয়াটা চমৎকার !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
এক্কেরে
খালি একখান কথা। মলত্যাগের সময় কারো কল্পনার চক্ষু বেশি দূর প্রসারিত না হইলেই হয়। পরে ত্যাগপূর্বক জাকির নালায়েক দেখিতে পারে।
অলস সময়
ওরে মুখারে, বিগ বসে ফাডায়া লাইচে, পুরাই হা হা হ গে, জাকির নালায়েক
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
(গুড়)
কাকস্য পরিবেদনা
who is zakir nalaek???
আমাদের ত্রাতা। জ্ঞানের সাগর। মহামানব। ইত্যাদি।
দ্রুত চিনে ন্যান, নাইলে বেহেশ্ত দূর অস্ত।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
ফাটাফাটি!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
জট্টিল হইছে।
অনন্ত আত্মা
নালায়েক জোকার!!
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
হ
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
(হাহাপগে)
-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
নির্ মল রস পাই লাম ...
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
নাউজুবিল্লাহ ! ) )
মুখফোড়!
(বিশেষ্য নয়, বিশেষণ!)
-----------
প্যাঁচাল
-----------
চর্যাপদ
"চৈত্রী"
হা হা প গে ...................... :D
লা হাওলা ওয়ালা কুওয়াতা...
[ ]
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
হা হা প গে ..
আদমচরিত বেদম হইসে
--------------------------------------------
আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
মারাত্মক! হাহাপগে।
বুঝতে পারতেছিলাম না, বাঁশ কার পশ্চাদদিয়ে যাবে। পরে মনে হলো আরে জোকার নালায়েক ছাড়া কে আর এর উপযুক্ত!
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
পুরাই গুল্লি হইছে।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অশেষ কৃতজ্ঞতা গুরু। এই ছাগুর জন্মবৃত্তান্ত নিয়া ভাবিত ছিলাম অনেকদিন। এই ব্যাটা আবার জন্মনিয়ন্ত্রণে বিশ্বাস করে না, কয় সে বাপ মায়ের চতুর্থ সন্তান। জন্মনিয়ন্ত্রণ থাকলে নালায়েক ছাগু আলোর্মুখই নাকি কোনদিন দেখত না। এখন বুঝলাম আসলে আদমের গু না থাকলে সে দুনিয়াতে আইতো না। ইশ, আদম্ভাই না হাগলে কত্ত ভালোই না হৈত - জোকার আর তার সাঙ্গপাঙ্গের জ্বালায় জীবন অতিষ্ঠ হয়া যাইতেসে।
অতঃপর আদম ফিরিয়া আসিল।
ভাই কি লিখলেন! এইরকম লেখা অনেকদিন পড়ি না। সেইরকম ইন্টেলেকচুয়াল বাঁশ আর সেইরকম স্টাইল। অসাধারণ!!!
এবং অবশ্যই- হাহাপগে!
পুদ্দিচেরি
হাস্যকর, কিন্তু বেটা যা বলে সত্য বলে।
উনাকে নিয়ে খারাপ কিছু এর আগে পড়ছি বলে মনে করতে পারছি না। দুঃখিত।
শাফি।
নতুন মন্তব্য করুন