ঈশ্বর একগাদা প্যাপিরাসের তোড়া লইয়া গলদঘর্ম হইতেছিলেন, সেলুকাইল আসিয়া লম্বা সেলাম ঠুকিয়া কহিল, "খোদাবন্দ! আমাকে তলব করিয়াছিলেন?"
ঈশ্বর প্যাপিরাসের তোড়া নামাইয়া রাখিয়া নাসিকা হইতে চশমাখানি নামাইয়া কহিলেন, "সেলুকাইল, পাটীগণিতে তোমার ব্যুৎপত্তি কেমন?"
সেলুকাইল ঢোঁক গিলিয়া কহিল, "গণিতে আমি বরাবরই কিঞ্চিৎ অপক্ক জাঁহাপন!"
ঈশ্বর বেজার হইয়া কহিলেন, "আমারও দীর্ঘকাল চর্চা নাই। যোগ-বিয়োগ-গুণ-ভাগে কোনোমতে উৎরাইয়া গেলেও ভগ্নাংশ, সুদকষা প্রভৃতিতে গিয়া বিষম গোলযোগের সম্মুখীন হইয়াছি।"
সেলুকাইল কহিল, "কী এমন কঠিন হিসাব করিতেছেন, সদাপ্রভু? গণিত অলিম্পিয়াডে যোগ দিবেন নাকি?"
ঈশ্বর কহিলেন, "আদম আর ঈভ স্বর্গকোষ হইতে প্রচুর অর্থ উত্তোলন করিতেছে নানা বিল দেখাইয়া। হতভাগা প্রাইসওয়াটারহাউসকুপারাইলকে দায়িত্ব দিয়াছিলাম এইসব দলিলাদি পরীক্ষানিরীক্ষা করিতে। বেটা কোনো কাজেরই নহে। দিবানিশি ফেসবুকে ফার্মভিল খেলে!"
সেলুকাইল কহিল, "হিসাবে কি কোনো গোলযোগ খুঁজিয়া পাইলেন?"
ঈশ্বর কহিলেন, "হিসাবে বিলক্ষণ গোলযোগ আছে সেলুকাইল! আদম আর ঈভ, উভয়েই ভুয়া বিল দেখাইয়া সহস্র সহস্র মুদ্রা গাপ করিয়াছে এতদিন।"
সেলুকাইল কহিল, "কীরূপে মালেকুল্মুল্ক?"
ঈশ্বর কহিলেন, "উহারা নন্দন কাননে থাকে, কিন্তু বিল করিয়াছে পৃথিবীতে বাড়ি ভাড়া বাবদ!"
সেলুকাইল দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, "উহারা কি জ্ঞানবৃক্ষের ফল কোনোরূপে ভক্ষণ করিয়াছে হুজুর?
ঈশ্বর প্যাপিরাসের তোড়া আছড়াইয়া ফেলিয়া কহিলেন, "জ্ঞানবৃক্ষের ফল ভক্ষণ না করিয়াই ইহারা পাকিয়া ঝুনা হইয়া গিয়াছে! এই দুর্নীতির শাস্তি রগে রগে শোধ করিব। কানে ধরিয়া স্বর্গ হইতে বাহির করিব দুই পাপিষ্ঠকে!"
এই খবরের সহিত কোনোই সম্পর্ক নাই।
মন্তব্য
পলা পলায় না কেনু??
_______________________________________________
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???
পলা পালাবে কুতায়??? বিমান বন্দরে তো ক্যাক কইরা ধরবে, তারপর তো বান্দরের খাচায় চালান কইরা দিবে, আম্রিকা হইলে তাউ বর্ডার পার হইয়া মেক্সিকো পলাইতে পারতো
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
হুম ... ঘটনা তবে এই !!!
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কুন ঘটনা, উপ্রে পড়েন নাই, ঐ ঘটনার লগে কুনু মিল নাইকা
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ধুর, মনে করছিলাম পয়লা ইটা থুইসি, অহন আইয়া দেখি ওসিরিস আর অনুপম ত্রিবেদি আমারে লেংগি দিয়া আগে কমেন্টাইছে।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
হে হে... এইবার পাটকেল নিয়া রেডি হন।।
_______________________________________________
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???
ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে।
_______________________________________________
নীড়পাতা.কম ব্লগকুঠি
নীড়পাতা.কম ব্লগকুঠি
ছি ছি ছি। একজন আবার বলতেছে এটা নাকি বর্ণবাদী আচরণ। আসল ঘটনা কী তাহলে? তারা জেনেশুনে এরকম কাজ করবে এটাও কেমন যেন অবিশ্বাস্য ঠেকে
পিপিদা, এটা ওদের সিম্পল রাজনীতি ।
আমি চিন্তায় আছি, এই মহিলা না আবার দেশে ফিরে গিয়ে কোনো রাজনৈতিক দলে নাম লেখায়! পাউন্ডের হিসাবে যার টাকা মেরে খাওয়ার স্বভাব, দেশীয় টাকার হিসেবে তার চাহিদা মেটাতে গিয়ে অসহায় বাংলাদেশের কী হয়, একমাত্র ঈশ্বরই জানেন!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গল্প পড়ে তো ঈশ্বরও জানেন বলে মনে হলো না।।
_______________________________________________
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???
পলা নির্বাচিত হওয়ার পর পেপার গুলার বাড়াবাড়ি দেখে খুব বিরক্ত হয়েছিলাম। তখন আমার খুব একটা গর্ব হয়নি, কিন্তু এখন কেন জানি খুব লজ্জা হচ্ছে।
সজল
উম... ভালই, তবে এই সিরিজের অন্যান্য লেখাগুলোর মত অত চমৎকার লাগল না, কী জানি...
পলা গডজিলা উদ্দিন শিগগিরই পলাইবে।
র্যা মামুর বিটা মুখা। লেখাটা বেশি জমে নাই।
কাকস্য পরিবেদনা
লইজ্যা পাইলাম! হেরা তো পাইবোনা! আমরাই পাই! প্রক্সি সার্ভিস!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নতুন বোতলে পুরোনো মদ আর কি?
গর্বের বিষয় কয়দিনের মাথায় লজ্জার বিষয় হয়ে যায়!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
পলাগ্ডজিলাদ্দিনকে দিক্কার!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
নতুন মন্তব্য করুন