গিবরিল আসিয়া কহিল, "আদম, তোমার জন্য দুঃসংবাদ আছে!"
আদম আমড়ার আঁটি চুষিতে চুষিতে কহিল, "বলিয়া ফেল। নন্দন কাননের জীবন, সুসংবাদ আশা করা ছাড়িয়া দিয়াছি। মৃত্তিকা হইতে সৃষ্ট হইয়াছি বলিয়া বগল ঘামিয়া গন্ধ হয়, পঞ্জরের বিনিময়ে একখানা হতভাগিনী স্ত্রী পাইয়াছি যে এক শয্যায় শয়ন করিতে চায় না, জ্ঞানবৃক্ষের ফলটাও শ্যালকের দল এক কামড় খাইতে দিতে রাজি না, আর বন্ধুস্যাঙাৎ বলিতে আছ এই তুমি, রশ্মিনির্মিত নির্বোধ স্বর্গদূত গিবরিল। এই জীবনে অধিক কী দুঃসংবাদ থাকিতে পারে? ঈশ্বর আমাকে কি এইবার ঊর্বাস্থির বিনিময়ে একজন শাশুড়ি নির্মাণ করিয়া দিবেন? নাকি জ্ঞানবৃক্ষের ফলের পাশাপাশি এই সাধের আমড়াখানিও ফৌজদারি তালিকায় নাম লিখাইল?"
গিবরিল গলা খাঁকরাইয়া পরোয়ানা বাহির করিয়া পড়িল, "বয়সের কারণে তোমাকে আদম পদ হইতে অপসারণ করা হইল!"
আদম সটান উঠিয়া বসিয়া কহিল, "আদম পদ হইতে অপসারণ করা হইল মানে? আদমকে আদম পদ হইতে অপসারণ করে কীরূপে? অ্যাঁ? মশকরা মারিতেছ নাকি?"
গিবরিল চশমা পরিষ্কার করিয়া পুনর্বার পরোয়ানা পাঠ করিয়া কহিল, "না। পরিষ্কার লেখা আছে। আদম নির্মাণ অধ্যাদেশের ধারা ৪২১ উপধারা গ-তে পরিষ্কার লেখা আছে সবকিছু। তোমাকে বৎসর দশেক পূর্বেই আদম পদ হইতে সরাইয়া দেওয়ার কথা। কিন্তু তুমি জবরদস্তি এই পদে দশ বৎসর অধিক গুজরান করিয়াছে। এখন মানে মানে কাটিয়া পড়।"
আদম চক্ষু রাঙাইয়া কহিল, "কাটিয়া পড়িব মানে? কাটিয়া কোথায় পড়িব? এইখানে আমার ঘর-সংসার, জমি-জিরাত, আড্ডা-আস্তানা সকল ছাড়িয়া কোথায় কাটিব আমি?"
গিবরিল কহিল, "ঈশ্বর তোমাকে পৃথিবীতে পাঠাইয়া দিবেন মনে হয়।"
আদম দন্তে দন্তে ঘর্ষণ করিয়া কহিল, "ঈশ্বর হতভাগা বহুদিন যাবৎ আমার পিছে অঙ্গুলিসঞ্চালনের মতলবে আছে! জ্ঞানবৃক্ষের ফলের উপর নিষেধাজ্ঞা জারি করিয়া বেটার মন ভরে নাই, এইবার বয়সের দোষ ধরিয়া আমাকে নন্দন কানন হইতে খেদাইবার অপচেষ্টা! আমি কাটিয়া পড়িলে স্বর্গ আর স্বর্গ থাকিবে? ধ্বসিয়া পড়িয়া গুড়া গুড়া হইবে না?"
গিবরিল কহিল, "মনে হয় না।"
আদম মাটিতে পা ঠুকিয়া কহিল, "আমি কাটিয়া পড়িব না। পশ্চাদ্দেশে ভাতের আঠা মাখিয়া এই স্বর্গেই পড়িয়া থাকিব। দেখি কোন শালা আমাকে হঠায়!"
গিবরিল কহিল, "তুমি কি মামলা মকদ্দমা করিবে?"
আদম ক্রুর হাসিয়া কহিল, "না!"
গিবরিল ভয়ে ভয়ে কহিল, "হিলারিক্লিনটনিলকে ফোন করিয়া নালিশ ঠুকিবে?"
আদম ক্রুরতর হাসিয়া কহিল, "তা-ও না!"
গিবরিল কহিল, "তবে কী করিবে? সশস্ত্র বিপ্লব?"
আদম হুহুঙ্কারে হাসিয়া কহিল, "কাল সক্কালেই উঠিয়া সাপ্তাহিক চান্দের আলোর ইস্পোর্টস রিপোর্টার উটপোঁদশুভ্রিলকে সুপারি খিলাইব! বহিষ্কৃত বাতিল মালকে কীরূপে পুনরায় তাহার আগের জায়গায় বসাইতে হয়, সেই কায়দা তাহার ন্যায় উত্তমরূপে আর কেহই জানে না!"
মন্তব্য
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
হাহাহা এইটা ভালো হইছে
এটা এই লেখার বেস্ট পার্ট। শেষে এসে উটপোদকেও ছাড়লেন না দেখা যাচ্ছে।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
-------------------------------------
কেউ যাহা জানে নাই- কোনো এক বাণী-
আমি বহে আনি;
- দিগন্ত বাহার
হে হে হে
আদম আলী এইবার য়ূনুচ্চাইলের ঘাড়ে সওয়ার হইলো মনে হয়!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বিধ্বংসী!! এই প্যারা'র কোন তুলনা হয় না!!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
একমত।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সহমত
==========================
আবার তোরা মানুষ হ!
এই লেখাটির তুলনা হয়না। জনাব শুভ্রিল কি ইতিমধ্যেই কিছু লিখে ফেলেছেন নাকি?
ওহ রে। হাসিতে হাসিতে ভূমিতে পড়িয়া ভূমানন্দিত হইলাম।
আহা রে আদমের বামকর্ণের পশ্চাৎভাগ চাঁছিয়া একখানি শালী নির্মাণ করিয়া দিলেই তো পারেন ঈশ্বর।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
তয় উটপোদের উপর দিয়া একটু কম গেলো মনে হয়,
অতীত
বিয়াপক হইয়াছে
খালি গুনিতেছি কয়জন আদমসন্তান অঙ্গুলিসঞ্চালনের শিকার হইল
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
---আশফাক আহমেদ
ভাবছিলাম অফিসে বসে আদমচরিত পড়া ঠিক হবে না। বাসায় গিয়ে রাতে পড়ব। সংযমে কুলালো না। আশেপাশে বস নাই শিয়র হয়ে পড়ে ফেললাম। লেখা সেই রকম হইছে। হাসতে হাসতে পেট ব্যাথা হয়া গেল।
হাহাহাহা।।।।। ইউনুস..
কড়ড়া হইছে।
চোস্ত হয়েছে!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
পুরাই কশা ... ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
হাহাহা
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
টুথলেস টাইগাররাও মাঝে মাঝে দাঁত দেখাতে জানে...
আমাকে কি এইবার ঊর্বাস্থির বিনিময়ে একজন শাশুড়ি নির্মাণ করিয়া দিবেন?
"আদম পদ হইতে অপসারণ করা হইল মানে? আদমকে আদম পদ হইতে অপসারণ করে কীরূপে? অ্যাঁ? মশকরা মারিতেছ নাকি?"
তুলনা হয়না। জিও
পোস্ট
_________________
ঝাউবনে লুকোনো যায় না
জব্বর
শুনিলাম দশ কোটি টাকা দিয়া নোবেল ক্রয় নিমিত্তে পার্বত্য শান্তিচুক্তিও করা হইয়াছিল -- কিন্তু কোথাকার আদম সুদের ব্যবসা করিয়া শান্তির নোবেল নিয়া গেল। আরে ব্যাটা নিলে অর্থনীতিরটা নিতি, শান্তিরে নিয়া টানাটানি করলি কেন! .... রে তস্কর... এইবার তোর আদমগিরি ছুটাইতেছি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
অসাধারণ।
এক লগে দুইখান..
গুণী মানুষদের নিয়ে ঠাট্টা মস্করা করায় মুখফোড়ের ফাঁসি চাই।
সিরামাত্মক অমানুষিক
অনেক দিন পর অনেক বেশি হাসলাম ।
এক কথায় অসাধারণ।
হাসতে হাসতে চোখে পানি এসে গেলো!!পারেনও বটে! হো হো হো!
আদমের "চাকরি নটের" এক বছর হয়ে গেল, সময় দেখছি সত্যি সত্যি উড়ে। এরই মধ্যে আদমের নাম স্বর্গ ব্যাঙ্কের প্রধানের পদেও এসেছে।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
হা হা হা , রহস্য
নতুন মন্তব্য করুন