আদমচরিত ০৫৩

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: মঙ্গল, ২৩/১০/২০১২ - ১০:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আদম গলা খাঁকরাইয়া কহিল, আমার কোন প্রকার দোষ নাই। সব দোষ ঈভের।

কারাগারের বাহিরে দাঁড়াইয়া গিবরিল বিষণ্ন বদনে কান চুলকাইতেছিল, সে কহিল, তোমাকে তো বমাল ধরা হইয়াছে আদম। একেবারে হাতেনাতে ধরা পড়িয়াছ। দোষ নাই বলিয়া কি পার পাইবে?

আদম গরাদ মুষ্ঠিতে ধরিয়া কহিল, ঈভ আমাকে ফুসলি না দিলে আমি জ্ঞানবৃক্ষের ফলে দন্ত ফুটাইবার পর্যায়ে যাইতে পারিতাম না হে মর্কট গিবরিল। ঈশ্বর হতভাগা এইরূপ ইষ্টিং অপারেশন ফাঁদিয়া আমায় ফাঁসাইবে, জানিলে জ্ঞানবৃক্ষের ফল ত দূরের কথা, আমি বাদামবুটও মুখে দিতাম না।

গিবরিল কহিল, ঈশ্বরের কাছে সকলই প্রমাণাদি আছে। তিন চান্দ্রমাস পূর্বে তুমি ঈভকে গিয়া বলিয়াছিলে, তুমি স্বর্গে আসিয়াছ জ্ঞানবৃক্ষের ফল ভক্ষণ করিয়া বংশবিস্তার করিতে।

আদম কহিল, ডাঁহা মিথ্যা কথা। বরঞ্চ ঈভই আমার বংশদণ্ডটি দেখাইয়া কহিয়াছিল, ইহাকে বিস্তৃত করিতে জ্ঞানবৃক্ষের ফল ভক্ষণ আবশ্যক। সে আমাকে সরল পাইয়া ফুসলি দিয়াছিল।

গিবরিল কহিল, তুমি দুই চান্দ্রমাস পূর্বে একটি সিঁদকাটি ও একটি মই সংগ্রহ করিয়া ঈভকে বলিয়াছিলে, সিঁদ কাটিয়া নিষিদ্ধ বৃক্ষের বাগানে ঢুকিয়া তুমি কীরূপে মই বাহিয়া জ্ঞানবৃক্ষের শাখায় চড়িয়া জ্ঞানবৃক্ষের ফল পাড়িবে।

আদম কহিল, ডাঁহা মিথ্যা কথা। বরঞ্চ ঈভই আমাকে কামারশালা হইতে সিঁদকাটি আর করাতশালা হইতে মই কিনিয়া দিয়া বলিয়াছিল, বংশ বিস্তৃত হইলে রাত্রিকালে আসিও আমার ঘরে। সে আমাকে নাজুক পাইয়া ফুসলি দিয়াছিল।

গিবরিল কহিল, তুমি এক চান্দ্রমাস পূর্বে নিষিদ্ধ বাগানের নকশা, মুদ্গরধারী রক্ষীদের টহলের তফশিল, বাগানের বেড়ার চতুর্পার্শ্বের সয়েল টেস্ট প্রতিবেদন ও জ্ঞানবৃক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার স্পেক শিট সংগ্রহ করিয়া ঈভকে বলিয়াছিলে, তেড়েমেড়ে ডাণ্ডা করে দিব ঠাণ্ডা।

আদম কহিল, ডাঁহা মিথ্যা কথা। ঈভই ঐসব দলিল দস্তাবেজ বোন্দায় বাঁধিয়া আমার হাতে তুলিয়া দিয়া কহিয়াছিল, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিবি রে। সে আমাকে কচি পাইয়া ফুসলি দিয়াছিল।

গিবরিল কহিল, গতকল্য তুমি রাত্রি দ্বিপ্রহরে চুপেচাপে নিষিদ্ধ বাগানে সিঁদ কাটিয়া ঢুকিয়া বৃক্ষের গায়ে মই লাগাইয়া জ্ঞানবৃক্ষের ফল পাড়িতে উপরে উঠিয়াছিলে। তারপর জ্ঞানবৃক্ষের ফল পাড়িয়া গাছে বসিয়াই ভক্ষণকালে আড়ালে ওঁত পাতিয়া থাকা রক্ষী এফবিয়াইল তোমাকে বমাল গেরেফতার করে।

আদম কহিল, ঈভ আমাকে বৃক্ষে তুলিয়া মই লইয়া চম্পট দিয়াছিল। আর আমি কদাপি জ্ঞানবৃক্ষের ফল পাড়িয়া খাইতে পারি নাই, উহা ছিল একটি কাঁঠাল। কাঁঠাল খাইলে বংশদণ্ড বিস্তৃত হয় না, বরং পেটটি ফাঁপিয়া বংশদণ্ড দৃষ্টিসীমার আড়ালে চলিয়া যায়। আমি দিনে পাঁচবার ঈশ্বরপ্রণাম করি, তাহার লিখিত অকথ্য বটতলার উপন্যাসগুলি পাঠ করি। মহল্লায় সকলেই আমাকে ভাল যুবক বলিয়া জানে। ঈভ একটি ছলনাময়ী ইষ্টিং এজেন্ট। সে আমায় পরহেজগার পাইয়া ফুসলি দিয়াছিল।

গিবরিল কহিল, হাঁ হাঁ এইসব ঈশ্বরকে গিয়া বলিও। শুনিয়াছি তিনি তোমায় কানে ধরিয়া স্বর্গ হইতে খেদাইয়া মর্ত্যে পাঠাইবেন।

আদম গিবরিলের সঙ্গে তর্ক জুড়িয়া দিল। গিবরিলও গামছা রশ্মিনির্মিত কটিদেশে বাঁধিয়া তর্জনী নাড়াইয়া গর্জন করিতে লাগিল।

এমন সময় সাপ্তাহিক চান্দের আলোর কৃতী সাংবাদিক, ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও আরারাত পর্বতারোহী চক্রের সভাপতি আনিসাইল কারাগারের সম্মুখে আসিয়া মধুর দীর্ঘশ্বাস ছাড়িয়া কহিল, আহারে আদমটা। গরিব মায়ের গরিব ছেলেটা। ঈভ কি উহার উত্থানোদ্যত বংশদণ্ডটি দেখামাত্র একটু মৌখিক কাউন্সেলিং করিতে পারিত না? আহারে কচিটা। আহারে দুষ্টুটা।


মন্তব্য

চরম উদাস এর ছবি

হো হো হো

সাজ্জাদ সাজিদ এর ছবি

চলুক

রাতঃস্মরণীয় এর ছবি

হো হো হো

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

কৌস্তুভ এর ছবি

আহারে আদমটা। গরিব মায়ের গরিব ছেলেটা। ঈভ কি উহার উত্থানোদ্যত বংশদণ্ডটি দেখামাত্র একটু মৌখিক কাউন্সেলিং করিতে পারিত না? আহারে কচিটা। আহারে দুষ্টুটা।

গড়াগড়ি দিয়া হাসি

তারেক অণু এর ছবি
পদব্রজী এর ছবি

এইবার বুঝিবা আদমের জারিজুরি ফাঁস হইলো খাইছে --- আনিসাইল ঈশ্বরের কাছা ধরে টানাটানি করে কোন ফায়দা লুটতে পারবে বলেতো মনে হয় না,,,

পথখোঁজা পথিক  এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

মহান হয়েছে গুরু।
এফবিয়াইল ও চান্দের আলো পত্রিকার আনিসাইল এ গুরু গুরু গুরু গুরু

কড়িকাঠুরে এর ছবি

হো হো হো

আহারে মক্কার খেজুরটা...

অনুপম ত্রিবেদি এর ছবি

পুরাই কোপা রে গড়াগড়ি দিয়া হাসি হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অরফিয়াস এর ছবি

আহারে কচিটা। আহারে দুষ্টুটা।

ওরে না রে !!!! গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

স্বপ্নচারীর স্বপ্ন এর ছবি

গুরু গুরু গুরু গুরু
-স্বপ্নচারী

ফারাসাত মাহমুদ এর ছবি

এন্ড দি বস ইজ ব্যাক!!! গুরু গুরু

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

গুল্লি

---------------------
আমার ফ্লিকার

সত্যপীর এর ছবি

ঈভ কি উহার উত্থানোদ্যত বংশদণ্ডটি দেখামাত্র একটু মৌখিক কাউন্সেলিং করিতে পারিত না?

গড়াগড়ি দিয়া হাসি হাততালি

..................................................................
#Banshibir.

মৃত্যুময় ঈষৎ এর ছবি

এমন সময় সাপ্তাহিক চান্দের আলোর কৃতী সাংবাদিক, ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও আরারাত পর্বতারোহী চক্রের সভাপতি আনিসাইল কারাগারের সম্মুখে আসিয়া মধুর দীর্ঘশ্বাস ছাড়িয়া কহিল, আহারে আদমটা। গরিব মায়ের গরিব ছেলেটা। ঈভ কি উহার উত্থানোদ্যত বংশদণ্ডটি দেখামাত্র একটু মৌখিক কাউন্সেলিং করিতে পারিত না? আহারে কচিটা। আহারে দুষ্টুটা। গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

মুখা ফিরা আসছে রে...................


_____________________
Give Her Freedom!

দ্রোহী এর ছবি

সব দোষ ঈভের। এ বিষয়ে যে সন্দেহ পোষন করিবে সে ঈশ্বরের দালাল।

এরিক এর ছবি

গুরু গুরু । গুরু গুরু
পুরাই অমানুষ

শেষ বাক্যে একেবারে মেরে দিয়েছেন ! হো হো হো গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি হাততালি

ঘুমকুমার এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

দিগন্ত এর ছবি

হো হো হো


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

মাহফুজ খান এর ছবি

গুল্লি গড়াগড়ি দিয়া হাসি গুরু গুরু ঈশ্বরের স্টিং অপারেশন নিয়া স্যটায়ার, আপানারত গুয়াতে-হান্নামেও জায়গা হবে না চিন্তিত

তামান্না ঝুমু এর ছবি

জ্ঞানফলে আগে কামড় বসাইয়াছিল ইভ। পরে সে ভোলাভালা আদমকে জ্ঞানের লোভ দেখাইয়া, নানা ভাবে ফুসলাইয়া উহা ভক্ষণ করিতে প্ররোচিত করে। নতুবা জ্ঞান লাভের কোনো দুরভিসন্ধিই একেন্ত বাধ্য বেকুব আদমের মনে ছিল না। আগে প্রকৃত জ্ঞান লাভ করিয়াছিল ইভ, আদম তাহার উচ্ছিষ্ট খাইয়া কিঞ্চিত উচ্ছিষ্ট-জ্ঞান আহরণ করিয়াছিল মাত্র।
তামান্না ঝুমু

অতিথি লেখক এর ছবি

উত্তম জাঝা!
সেরকম হইছে দাদা

দিবাকর

রায়হান আবীর এর ছবি

কী তীক্ষ্ণ!

সপ্তর্ষি  এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

মামুন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গুরু গুরু

স্যাম এর ছবি

হো হো হো

রাব্বানী এর ছবি

গুল্লি
চান্দের আলোর অনলাইন জরিপের প্রশ্ন:

সন্ত্রাসী ধরার নামে মার্কিন গোয়েন্দাদের ফাঁদে ফেলার কৌশল বা স্টিং অপারেশন কি সমর্থনযোগ্য?

অন্যরকম ধ্রুব এর ছবি

ম্যালাদিন পর!! হো হো হো

সুহান রিজওয়ান এর ছবি

তুমুল !!

সাব্বির সারোয়ার আহমদ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

দিগন্ত বাহার এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

সাইফ তাহসিন এর ছবি

মুখা এদ্দিন কইয়াছিল? আদমের লগে গিয়ানবৃক্ষে চড়িয়া বসিয়াছিল নাকি?

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

Hasanul karim এর ছবি

আনিসাইলরা এতই কচি যে এই স্যাটায়ার বুঝিবেনা

ক্লোন৯৯ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি হো হো হো গুরু গুরু গুল্লি

নয়ন আহমেদ এর ছবি

গুল্লি

ত্রিমাত্রিক কবি এর ছবি

খালি হাসতেছি, খালি হাসতেছি গড়াগড়ি দিয়া হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

কীর্তিনাশা এর ছবি

চ্রম !!

গড়াগড়ি দিয়া হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পার্ফেক্টো!

মণিকা রশিদ এর ছবি

আহারে কচিটা। আহারে দুষ্টুটা।

গড়াগড়ি দিয়া হাসি

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

কনফুসিয়াস এর ছবি

বাহ-রে মুখাটা! গুল্লি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তারানা_শব্দ এর ছবি

হো হো হো

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

অতিথি লেখক এর ছবি

আহারে আদমটা। গরিব মায়ের গরিব ছেলেটা। ঈভ কি উহার উত্থানোদ্যত বংশদণ্ডটি দেখামাত্র একটু মৌখিক কাউন্সেলিং করিতে পারিত না? আহারে কচিটা। আহারে দুষ্টুটা

গুরু গুরু গুরু গুরু

জুন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ...

কাক্কেশ্বর কুচকুচে এর ছবি

আহারে কচিটা।আহারে দুষ্টুটা।

হো হো হো গড়াগড়ি দিয়া হাসি হো হো হো গড়াগড়ি দিয়া হাসি
গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

কল্যাণ এর ছবি

হো হো হো

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।