কাবিলের বিচার

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: মঙ্গল, ০৫/০২/২০১৩ - ৬:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঈশ্বর জলদগম্ভীর স্বরে বলিলেন, কাবিল, তোমার বিরুদ্ধে ভাতৃহত্যার অভিযোগ প্রমাণিত হইয়াছে। গত শতকে যৌবনকালে তুমি তোমার সহোদর হাবিলকে চাপাতি দ্বারা কোপাইয়া হত্যা করিয়াছিলে।

বৃদ্ধ কাবিল মিটিমিটি হাসিল শুধু।

ঈশ্বর কহিলেন, হাবিলকে হত্যা করিয়া তুমি তাহার বাটী গমনপূর্বক তাহার স্ত্রীকে ধর্ষণ করিয়াছিলে, এই অভিযোগও প্রমাণিত।

বৃদ্ধ কাবিল পরম তৃপ্তিতে চক্ষু মুদিল।

ঈশ্বর কহিলেন, হাবিলের শ্বশুরবাড়িতে তুমি অগ্নিসংযোগ করিয়াছিলে, এই অভিযোগও প্রমাণিত।

বৃদ্ধ কাবিল কহিল, হিহিহি।

ঈশ্বর কহিলেন, তাই তোমাকে আমি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের দণ্ড দিতেছি ...।

হাবিলের পরিজন উৎকর্ণ হইয়া শুনিতে লাগিল।

ঈশ্বর কহিলেন, ... হাবিলের নাতিদের গোয়ালে তুমি বন্দী থাকিবে। তিনবেলা হাবিলের নাতিরা তোমাকে খাদ্য সরবরাহ করিবে। অসুখ হইলে চিকিৎসা করিবে। জার লাগিলে কম্বল দিবে। টিভিতে শাবানা-রাজ্জাকের চলচ্চিত্র ছাড়িলে গোশালার বেড়ার ফাঁক দিয়া অবলোকন করিতে দিবে। তাহাদের গাভীদিগের সহিত তুমি যৌনক্রিয়ায় লিপ্ত হইলে বাধা না দিয়া বড়জোর আপত্তিসূচক শব্দ করিবে।

বৃদ্ধ কাবিল দুই অঙ্গুলি উত্তোলন করিয়া ভি দেখাইয়া কহিল, হিহিহি।

হাবিলের পৌত্র দৌহিত্র সকলেই স্তব্ধ হইয়া রহিল। কাবিল ঈশ্বরের দরবার হইতে বাহির হইয়া নিম্নস্বরে কহিল, ঈশ্বর আলো দিয়া তৈরি। আমি জানিতাম, তাহার বিচি বলিয়া কিছু নাই।


মন্তব্য

রাহী এর ছবি

গুরু গুরু মারাত্নক !!

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

সকালে ঘুম থেকে উঠে রায় শুনে হতাশ হয়েছি। আসলেই মনে হয় আমরা বিচিহীন জাতিতে পরিণত হয়েছি।

ত্রিমাত্রিক কবি এর ছবি

সবার পার্সোনাল বিচি ঠিকই আছে। কারও প্লাস বিচি কারো মাইনাস বিচি, খালি যোগ করতে গিয়া দেখি প্লাসে মাইনাসে মিলাইয়া একটা বিশাল শূণ্য।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

বেচারাথেরিয়াম এর ছবি

আসলেই বিচি বলে কিছু নাই

নাসিফ  এর ছবি

সমসাময়িক ঘটনাকে খুব ভাল ভাবে তুলে ধরলেন। অনেক অনেক ধন্যবাদ গুরু গুরু

অতিথি লেখক এর ছবি

অথচ আমরা ভেবেছিলাম, বিচি আছে মন খারাপ

রব

ঘুমকুমার এর ছবি

ঈশ্বর আলো দিয়া তৈরি। আমি জানিতাম, তাহার বিচি বলিয়া কিছু নাই।

গুরু গুরু

উচ্ছলা এর ছবি

শেষ লাইনটা দুর্ধর্ষ চলুক চলুক

মন মাঝি এর ছবি

বিচি নাই, কিন্তু গাছ আছে।

****************************************

রংতুলি এর ছবি

চলুক চলুক

অতিথি লেখক এর ছবি

স্যালুট!!

ফারাসাত

ফারাবী এর ছবি

যতটা শ্লেষ আর ক্রোধ নিয়ে এটা লেখা হয়েছে, তার সবটুকুই আজ অনুভব করলাম। দেশটা এখন শুধু উচ্ছন্নে যাওয়াই বাকি আছে মনে হয়।

মুখফোড়ের লেখা সবসময় যেমন চৌকস হয়, এটাও তার ব্যতিক্রম নয়। শেষের আদিরস মাখা ট্র্যাম্প-কার্ডটা যথার্থ হলেও ব্যাপারটার গুরুত্বকে মনে হল একটু খেলো করে ফেলেছে। তবে এটা আদিম-চরিত সিরিজের চরিত্রের পরিপূরক হিসেবে প্রয়োগ করা বোধ করি।

অন্যকেউ এর ছবি

মন খারাপ

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

অতিথি এর ছবি

কাবিল যুক্তিসম্মত কথা বলে রেগে টং

টোকাই এর ছবি

হুম

কুমার এর ছবি

চলুক

অরফিয়াস এর ছবি

ঈশ্বর আলো দিয়া তৈরি। আমি জানিতাম, তাহার বিচি বলিয়া কিছু নাই।

বিচি না থাকাটা কি ফ্যাশন?

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

সাফিনাজ আরজু এর ছবি

ঈশ্বর আলো দিয়া তৈরি। আমি জানিতাম, তাহার বিচি বলিয়া কিছু নাই।

চলুক

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

কৌস্তুভ এর ছবি

হ... মন খারাপ

তানিম এহসান এর ছবি

মন খারাপ

ধুসর জলছবি এর ছবি

মন খারাপ

শান্ত এর ছবি

মনের কথা। বিচি নাই।

__________
সুপ্রিয় দেব শান্ত

শাব্দিক এর ছবি

চলুক

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

ব্যাঙের ছাতা এর ছবি

মন খারাপ
মন খারাপ

ঊর্ণনাভ এর ছবি

অতিথি লেখক এর ছবি

অসাধারন হাততালি

roni060007

অতিথি লেখক এর ছবি

লা জবাব V গড়াগড়ি দিয়া হাসি

ইভা এর ছবি

হাততালি গুরু গুরু

কল্যাণ এর ছবি

চলুক মন খারাপ

_______________
আমার নামের মধ্যে ১৩

সুবোধ অবোধ এর ছবি

গুরু গুরু

অতিথি লেখক এর ছবি

কাদেরের 'ভি' তার জায়গা মতো প্রবিষ্ট হয়েছে।

গোয়া র হলোনা, অন্তরের শান্তিও পরিপূর্ণ হলো না। মন খারাপ

----------------------------
ভালো মেয়ে

সাকিন উল আলম  এর ছবি

মুখা কই গেলেন ? মিস্করি তো মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।