বাংলা ভাষায় নতুন শব্দ প্রণয়নের একটা চেষ্টা করি আমরা, আসুন। রসসৃষ্টির প্রয়োজনে যদি ব্যকরণের বৃত্ত থেকে দু'এক পা বাইরে বেরোতে হয়, হলাম।
ডাইনিশিকারীরা আমন্ত্রিত আমাদের প্রচেষ্টায় খুঁত ধরার জন্যে, আর সমালোচক ছাড়া তো এ প্রচেষ্টা অচল।
একটু চেষ্টা করে দেখবো নাকি আমরা?
এই ব্লগে বসেই কিছু শব্দ পাচ্ছি হাতের কাছে।
ওয়েবপেজ
ক্লিক
মাউস
কীবোর্ড
আপনাদের পছন্দসই নতুন প্রতিশব্দ তৈরি করা থাকলে আমাদের জানান।
মন্তব্য
ক্লিক > খোঁচা/টিপ
আমি জানি কিন্তু কমু না
নতুন মন্তব্য করুন