নতুন প্রতিশব্দ ঃ দফা ০৫

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: শুক্র, ০৩/০৩/২০০৬ - ১১:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিভিন্ন পোস্টের মন্তব্যে গিয়ে কিছু শব্দ আবিষ্কার করেছি। আমার ধারণা আমি চাকা, আগুন এসবের মতোই গুরুত্বপূর্ণ সব জিনিস আবিষ্কার করছি, কিন্তু দুষ্টু বাঙালি মূল্য দিচ্ছে না। কী আর করা।

এডিট = সংকাটন।
প্যারোডি = ব্যঙ্গিকা।
সীটবেলট = আসনপাশ।
প্লেযিয়ারিজম = পরলেখহরণ।
ক্যারিশমা = ক্যারামতি।

ভালো কথা, আমরা তো শবপূজারী জাতি, মৃত মানুষকে নিয়ে মুখে ফ্যানা তুলি আর জীবিতকে পাত্তা দেই না, আসেন কিছু লামীদামী লুকজনকে বাংলা ভাষার শব্দসংগ্রহে ঠাঁই দেই।

যেমন,
বাবরানো = ক্রমাগত ব্যকরণগত ভুলে ভরা খিচুড়ি ভাষায় কথা বলে যাওয়া। উদাহরণ, আরে আজকালকার পোলাপান খালি বাবরায়।

জলিল দেয়া = ফাঁপা হুমকি প্রদান। উদাহরণ, আরে যা যা, অন্য জায়গায় গিয়ে জলিল দে।

মৌদুদ করা = কোন কাজকে ক্রমাগত পিছানো। উদাহরণ, তোকে এক মাস আগে বললাম আমার মোজাগুলো ধুয়ে দিতে, আর তুই খালি গন্ধের দোহাই দিয়েয় কাজটা মৌদুদ করিস!

নৈজামিকতা = অতীত বর্তমান ভবিষ্যৎ জুড়ে আকাম করে বেড়ানোর পরও নিজেকে ভালো বলে দাবী করার চর্চা। উদাহরণ, তোমার বাড়িতে বুয়া টেকে না কেন আমি জানি, রেখে দাও তোমার নৈজামিকতা!

আকবরণ = গরু মেরে জুতা দান (অশ্লীল একটা সংস্করণ আছে এর, পশ্চাৎ মেরে টিসু্য দান)। উদাহরণ, লঞ্চডুবিতে নিহতে কুদ্দুসের পরিবারকে দেড়শো টাকা ক্ষতিপূরণ দিয়ে আকবৃত করা হয়েছে।

আপনারও কিছু যোগ করেন না।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আকবরণ ,নৈজামিকতা ,মৌদুদ করা, জলিল দেয়া, বাবরানো কে আমি আমার প্রাত্যহিক জিবনে ব্যবহার্য হিসেবে নিলাম।হয়াট এ শব্দসন্ডান !(বাবরানো ) হইছে না বস?
মৌটুশি বাশার

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কিঞ্চিত দ্বিমত।

এডিট = সম্পাদনা - এটা বহুকাল ধরে প্রচলিত, তার মানে এই না যে নতুন প্রতিশব্দ বানানো যাবে না। 'সংকাটন' শব্দটি কীভাবে নির্মিত হলো? ভেঙে বললে বোঝা যেতো।

প্যারোডি = ব্যঙ্গিকা বললে 'ছোট' বা 'হালকা' ব্যঙ্গ বুঝায়। এরচেয়ে একে শুধু ব্যঙ্গ বলতে সমস্যা কোথায়?

সীটবেলট = আসনপাশ। 'পাশ' বললে তো 'পার্শ্ব' বোঝায়। এরচেয়ে একে 'আসনবন্ধনী' বললে হয় না!

প্লেযিয়ারিজম = পরলেখহরণ। plagiarism তো শুধু লেখা চুরি না। যে কোন সৃষ্টিকর্ম বা নবধারণা চুরিও বটে। সুতরাং 'পরকর্মহরণ' বললে ব্যাপারটা আরও স্পষ্ট হয় না!

ক্যারিশমা = ক্যারামতি। দুটো শব্দই আরবী। একটা كاريشما আর আরেকটা قرمط - দুটোর অর্থ ভিন্ন। এটা নিয়ে ভাবতে হবে।

বাবরানো, জলিল দেয়া, মৌদুদ করা, নৈজামিকতা, আকবরণ শব্দগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এগুলোর নতুন সংস্করণ দরকার।

- কিন্তু এতো কথা কারে কইলাম? মুখা কি বাঁইচা আছে?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।