মুখফোড় কবিতা ল্যাখে!

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: মঙ্গল, ১৭/০২/২০০৯ - ৬:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমার হাসির আরশি ভাঙা সার্সি জাদু
আমার বুকে হাত বুলিয়ে হঠাৎ করে
কলম থামায়, হৃদয় ঘামায়, পলক নামায়
আয়াস ছাড়া দেয় ভুলিয়ে ণ-ত্ব বিধান
ষ-ত্ব বিধান আঁকড়ে ধরে ষন্ডা আমি
তালের পাতায় আঁচড় কেটে পদ্য খামি
মাখাইজোখাই, তবুও ভুলি মধ্যপথে
হ্রস্ব ই আর দীর্ঘ ঈ এর কী হয় নিদান
তোমার হাসির ফার্সিকোমল জার্সি খোলা
নগ্ন হাসির ঝঙ্কারে তাই বানান ভোলা
কী ছাই লিখি মুখের ফোড়ন বুকেই কাটি ...
এখন বলো, বিস্মরণের কী প্রতিদান?


মন্তব্য

চয়ন [অতিথি] এর ছবি

.....বিস্মরণের কী প্রতিদান

দারুন লাগলো, তবে একটা ভাল নাম চাচ্ছে বোধহয়.....

স্নিগ্ধা এর ছবি

হায় আল্লাহ্, হা ভগবান, হায় ঈশ্বর, হা ......‌!!!!!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বিষ্মরণ?
সে তো সুদূর গ্রহের মতো অসম্ভব, প্রিয় মুখা... ;(

নুরুজ্জামান মানিক এর ছবি

(জাঝা )

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সবজান্তা এর ছবি
কনফুসিয়াস এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুম...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কীর্তিনাশা এর ছবি

তুমুল চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সচেতনা এর ছবি

ওরেব্বাবা, এতো ঝমঝমিয়ে জমজমাট!!!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কিছুই বুঝিনি, কিন্তু পড়তে দারুণ লাগলো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দৃশা এর ছবি

চিন্তিত
---------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।