মুখফোড়ের মন ভালো নাই ...

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: বুধ, ২৮/০১/২০০৯ - ১২:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

... তাই মনফোড় কবিতা লিখবো ঠিক করলাম।

তোমাকে তিব্বতী কোন জপযন্ত্র ভেবে নিয়ে
ঘোরাচ্ছি ফেরাচ্ছি আর
তুমি
বাঁদরের ডুগডুগি হয়ে
পল থেকে পলান্তরে বেজে ওঠো, বেজে চলো
মঙ্গোল প্রান্তরে কোন অশ্বক্ষুর তাল ঠুকে

অথচ আজন্ম জানি
ভালোবাসা অশ্মীভূত হতে শেখে নাই
কিন্তু তুমি ... অবলীলে
পল থেকে পলান্তরে
সঞ্চয়, সঞ্চয় করো
একদিন জমে জমে সবটা পাথর হয়ে যাও।

পেলব পাঁজরে তাই ধরে রাখি
হে হৃদয়,
হে প্রেমের শব ...
নিষ্প্রেম পৃথিবী, জানো, এ আমার একমাত্র বান্ধব।


মন্তব্য

হিমু এর ছবি

এই কবিতাটা ভাল্লাগসিলো।


হাঁটুপানির জলদস্যু

নিটোল এর ছবি

লিখেছেন মুখফোড় (তারিখ: বুধ, ২৮ জ্যান ২০০৯, ১২:০৮ PM)

বুঝলাম। কিন্তু...

লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ০৮ আগ ২০০৮, ০৮:৫৮ PM)

অ্যাঁ অ্যাঁ অ্যাঁ

_________________
[খোমাখাতা]

সবজান্তা এর ছবি

আগে পড়া হয় নাই। চমৎকার কবিতার হদিস দেওয়ার জন্য হিমু ভাইকে জাঝা।


অলমিতি বিস্তারেণ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মুখফোড় প্রেমে পড়লো নাকি!!!

পরিবর্তনশীল এর ছবি

বাহ!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কীর্তিনাশা এর ছবি

চমৎকার লিখিয়াছেন !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আরণ্যক সৌরভ (রিটায়ার্ড হার্ট) এর ছবি

ক্যা? মুখার মন খারাপ ক্যা?
এক্টা গান শোনেন। ভাল্লাগছিলো।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

রিটায়ার্ড ব্লগার্সৌরভ,
আপ্নার্গাষ্ণোনা যায় না মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- বস, বানানে মিশটেক হইছে। আপ্নার্গান্সোনা যায় না হবে। আপনের বানানে একটা উষ্ণতার ছোঁয়া, কীসের জানি! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমার মিশটেক হইসে, স্বীকার করি। তয় আপনের দেওয়া বানানে যে "সোনা"-র উপস্থিতি পাওয়া যায়! চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি
তীরন্দাজ এর ছবি

তোফা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অমিত আহমেদ এর ছবি

মঙ্গোল প্রান্তরে কোন অশ্বক্ষুর তাল ঠুকে

কাম সারছে!
চলুক

ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

স্নিগ্ধা এর ছবি

আচ্ছা, মুখফোঁড়ের কি নিয়মিত পেট পরিষ্কার হয়? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

- কোন এক মান্ধাতার আমলের মন খারাপের কাহিনি কইতে আইছে আমাগের মুখা। মন কি নতুন কইরা খারাপ হয় না বাবুল?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সাফি [অতিথি] এর ছবি

সাধুাু

অনিন্দ্য রহমান এর ছবি

র-ফলায় বিঁধে আছে পেম।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।