সুকুমার রায়ের ছড়া ঃ মজহার স্মরণে

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: বুধ, ০৫/০৪/২০০৬ - ২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দোষ ধরবেন না, গরীবের সক্রেটিস আল্লামা মজহার জিন্দাই আছেন খোদার ফজলে। সাদা চোখে সবই দ্যাখে কিন্তু দর্শনে রুচি নাই এমন জনগোষ্ঠীর জন্য দার্শনিকতার এফএম মেথড যিনি চালু করেছেন, তাঁর কথাই স্মরণে আসে আমার, এই ছড়াটা পড়লে। তাই অন্যের মাল নিজের মনে করে নিয়ে তাঁরই চরণকমলে উৎসর্গিলাম।

সুকুমার রায় ঃ বুঝিয়ে বলা
--------------------------

ও শ্যামাদাস! আয় ত দেখি ব'স ত দেখি এখেনে,
সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে, দেখে নে।
জ্বর হয়েছে? মিথ্যে কথা! ওসব তোদের চালাকি---
এই যে বাবা চেঁচাচ্ছিলে, শুনতে পাইনি? কালা কি?
মামার ব্যামো? বদ্যি ডাকবি? ডাকিস না হয় বিকেলে;
না হয় আমি বাৎলে দেব বাঁচবে মামা কি খেলে।
আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাব---
না বুঝবি ত মগজে তোর গজাল মেরে গোঁজাব।
কোন কথাটা? তাও ভুলেছিস? ছেড়ে দিছিস হাওয়াতে?
কি বলছিলেম পরশু রাতে বিষ্টু বোসের দাওয়াতে?
ভুলিসনি তো বেশ করেছিস, আবার শুনলে ক্ষেতি কি?
বড় যে তুই পালিয়ে বেড়াস, মাড়াসনে যে এদিকই?
বলছি দাঁড়া, ব্যস্ত কেন? বোস তাহলে নিচুতেই---
আজকালের এই ছোকরাগুলোর তর সয় না কিছুতেই।
আবার দেখ! বসলি কেন? বইগুলি আন নামিয়ে---
তুই থাকতে মুটের বোঝা বইতে যাবো আমি এ?
সাবধানে আন, ধরছি দাঁড়া---সেই আমাকেই ঘামালি---
এই খেয়েছে! কোন আক্কেলে শব্দকোষটা নামালি?
ঢের হয়েছে! আয় ত দেখি বোস ত এদিকে---
ওরে গোপাল, গোটাকয়েক পান দিতে বল ড়েদিকে।
বলছিলাম কি, বস্তুপিন্ড সূক্ষ হতে স্থূলেতে
অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে---
গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি ক'রে,
রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে।
অর্থাৎ কিনা, এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে,
এই মনে কর, চাঁদের আলো পড়লো তারি পাশেতে---
আবার দেখ! এরই মধ্যে হাই তুলবার মানে কি?
আকাশপানে তাকাস খালি, যাচ্ছে কথা কানে কি?
কি বলি্ল তুই? এ সব শুধু আবোল তাবোল বকুনি?
বুঝতে হলে মগজ লাগে, ব'লেছিলাম তখুনি।
মগজভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে,
যায় কি দেওয়া কোন কথা তার ভিতরে ঢুকিয়ে?---
ও শ্যামাদাস! উঠলি কেন? কেবল যে চাস পালাতে!
না শুনবি ত মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে?
তত্ত্বকথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে---
ইচ্ছে করে ডানপিটেদের কান ম' েদি পেঁচিয়ে।


মন্তব্য

পাঠক sujit kumar sanyal এর ছবি

খুব খুব ভাল সাইট॥

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।