কেন আমি ছাগুরাম প্রতিযোগিতায় অংশ নিলাম না

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: বিষ্যুদ, ২৫/০৫/২০০৬ - ১:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আপনারা জানতে চাইতেই পারেন। বিশেষ করে যখন আমি বেইসবল ব্যাট হাতে ওয়া এবং ঠোলা শীর্ষক রচনা প্রতিযোগিতায় আমার প্র(তি)বন্ধ জমা দিয়েছিলাম।

আমি জানি আমার কাছে আপনাদের কিছু অনুচ্চারিত প্রত্যাশাও ছিলো। কিন্তু হায়, আমি ব্যর্থ হয়েছি তা পূরণে।

কারণ সবকিছু নিয়েই আমি লিখি না।

ছাগুকে জ্ঞানবৃক্ষের ছালবাকল বেটে খাইয়ে সুস্থ করে তুলুক কেউ, এই কামনায়।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।