জংলাদেশের গপপো বলি শোনো,
না, সেখানে রাজা তো নেই কোন
মন্ত্রী নামের আজব কিছু প্রাণী
সে দেশ চালায়, এমন কথাই জানি।
কিন্তু রাজা নেই সে কেমন দেশ?
পাত্রমিত্র চুলকে মাথা শেষ
বিদূষক এক চুলকে মাথা কয়
"নামের রাজা, কামের রাজা নয়
এমন রাজা সিংহাসনে তুলে
চুকিয়ে ল্যাঠা সমস্যা যাও ভুলে।"
মন্ত্রী যিনি গোটা পালের গোদা
চক্ষু দুটি ভাবের ঝোঁকে মোদা
কোন সে টোলের পন্ডিতেরে ডাকি
কন, "হে রাজন, প্রণাম কোথা রাখি?"
মন্ত্রীসকল মস্ত সেলাম ঠুকে
হাসলো। রাজার ল্যাঠাও গেলো চুকে।
টুলো রাজন কাজ তো না পায় ঢুঁড়ে
মর্জি হলে বেড়ায় সে যে ঘুরে।
রাজ্যে যত বেসরকারি টোলে
বক্তিমা দেয় একঘেয়ে সব বোলে।
পার্বণে আর উৎসবে দরবারে
সবাই মিলে দেখতে আসে তারে।
সেলাম ঠোকে, প্রণাম করে পায়
এমন করেই রাজার সময় যায়।
হঠাৎ করে কী যে বিপদ হোলো
রাজন বুঝি অসুখ করেই মো'লো
পঙ্খীরাজে চাপিয়ে নিয়ে তায়
ভিনদেশেতে বদ্যিধামে যায়।
জংলাদেশের মানুষ শুধু ভাবে
এমন করেই রাজন আসবে যাবে
একটা গেলে আরেকটাকে ধরে
বসিয়ে দেবে সিংহাসনের পরে।
রাজার মতো রাজন পাবো কবে?
দেশটা তবে শান্তিসুখে রবে?
মন্তব্য
নতুন মন্তব্য করুন