বিজ্ঞাপন!

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: সোম, ০৫/০৬/২০০৬ - ৭:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজকাল অনেকেই দেখি ব্লগে আজান দিয়ে নাটক ল্যাখে (নামটা বললাম না, উনি মাইন্ড খাইতে পারেন)। তাই আমিও ঠিক করেছি বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় ফ্রিল্যানস (ফ্রি না কিন্তু!) কামলা খাটবো। খাটনির উদ্দেশ্য, বিজ্ঞাপন নির্মাতাদের কাহিনী যোগানো।

এছাড়াও আমার ইচ্ছা আছে ছাগুরাম নামে একটি কমিক চরিত্র নিমর্াণের। দুঃখের বিষয়, ভালো আঁকতে পারি না। কাটর্ুনিস্ট কেউ থাকলে আওয়াজ দিয়েন, জুটি বেঁধে কাজ করবো গোশিনি আর ইউদেরজোর মতো। মহিলা কাটর্ুনিস্ট হলে আরো ভালো, হে হে হে।

আমার এই উদ্যোগ সম্পর্কে আমার শুভানুধ্যায়ী ব্লগারুগণ উপদেশ খয়রাত করলে বাধিত হবো।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।