আদমচরিত ০০৮

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: বিষ্যুদ, ৩০/০৪/২০০৯ - ৭:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পুরাতন লোডশেডিং নতুন বোতলে। তাই পুরাতন গল্প নতুন লেবেলে।

আদমের হঠাৎ ঘুম ভাঙিয়া গেলো গরমে। গায়ে জবজব ঘাম। পাশের খাটে শায়িতা ঈভ। বেলাল্লা বেটি, গাত্রে জামাকাপড়ের ঠিকঠাক নাই, নিঃশ্বাসের তালে তালে তাহার বক্ষ উঠিতেছে আর নামিতেছে। আদম মুগ্ধলোচনে চাহিয়া থাকিয়া গুনগুনাইয়া ওঠে, তোমার বুকের ফুলদানিতে ফুল হবো বধূ আমিইইইইইইইই ...।

ঈভের নিদ্রা ভাঙিয়া যায়, সে ধড়ফড়াইয়া উঠিয়া দুই হস্তে বক্ষ আবৃত করে। নিষিদ্ধ ফলের পশ্চাতে ঘুরিয়া ঘুরিয়া আদমের অবস্থা কাহিল, ফল চাখিয়া না দেখিলেও শুঁকিয়া সে দেখিয়াছে বিস্তর। ঘ্রাণম অর্ধভোজনম, তাই আদ্ধেকটা আছর পড়িয়াছে আদমের ওপর। আজকাল সে নানা কদর্থক ইঙ্গিত করে, ফুলটুল আনিয়া দিয়া ঈভের অঙ্গে আনমনে হস্তক্ষেপ করিতে চায় ... অবস্থা খারাপ।

ঈভ খ্যাঁক করিয়া ওঠে, "ঘুমাও না ক্যান?"

আদমের মেজাজ চটিয়া যায়। সে দন্তে দন্তে প্রবল ঘর্ষণ করিয়া বলে, "ঘুমাই ক্যামনে? কারেন্ট নাই!"

ঈভ চাহিয়া দেখে, আসলেই, ভ্যাপসা গরম। ফ্যান নাই। স্বর্গে কয়েকদিন ধরেই ঘন ঘন লোডশেডিং চলছে।

আদম রাগে গরগর করিতে থাকে, তারপর খাটিয়ার তলদেশ হইতে একটি খর্বকায় লাঠি লইয়া বাহির হয়।

পরদিন দৈনিক স্বর্গবার্তায় বিরাট বড় হেডলাইন ছাপা হয়:
আদমজীর লঙ্কাকান্ড!

ছবিতে দেখা যায়, উন্মত্ত আদম লাঠি দ্বারা পিটাইয়া বৃক্ষগুল্মতৃণ স্বর্গদূত পুষ্পকানন সব তছনছ করিতেছে। ইনসেটে আহত গুটি কতক প্রহরী স্বর্গদূতের পট্টিবন্দী মস্তকের ছবি। তাহাদের মুখচ্ছবি বিষণ্ণ।

ঈশ্বর আদমকে ডাকিয়া পাঠান। আদম গোমড়াবদনে গিয়া দরবারে হাজির হয়।

ঈশ্বর গম্ভীর মুখে বলেন, "আদম, তুমি যে পাপ করেছো, তার শাস্তি কী, তা জানো?"

আদম ডুকরিয়া উঠিয়া বলে, "খালি শাস্তির ভয় দ্যাখান! আর ঐদিকে যে রাত্রে কারেন্ট থাকে না, ঘুমাতে পারি না ... সেটার কী হবে?"

ঈশ্বর বিরক্ত হইয়া বলেন, "আশ্চর্য কথা! একটু খোলা বাতাসে বেরিয়ে হেঁটে চলে আসবে। এখন স্বর্গে শরৎকাল, মৃদুমন্দ বাতাস চালায়, তার ওপর আকাশে কত বড় চাঁদ, অতি বড় পাষন্ডও এই পরিবেশে রসগ্রস্ত হয়, আর তুমি কি না দাঙ্গা ফ্যাসাদ করলে? স্বর্গের শান্তিশৃঙ্খলাউন্নয়নের কথা ভাবলে না? এসব নাশকতামূলককাজ করলে চলবে?"

আদম ক্ষেপিয়া গিয়া কহিলো, "রসগ্রস্ত হয়ে লাভ কী? ঈভের কাছে গেলেই সে আমাকে ধাক্কা দেয়, ঐদিন নেংটুতে হাঁটু দিয়ে গুঁতা দিছে, ব্যথা পাইছি ... ই ই ই ...।" আদম নেংটুর বেদনা স্মরণ করিয়া কাঁদিয়া ফেলে।

ঈশ্বর একটু বিব্রত হন। কিন্তু তবুও কঠোর মুখে বলেন, "আমি লক্ষ্য করেছি, তুমি খালি দাঙ্গাহাঙ্গামার দিকে যাও। আইনের শাসনের প্রতি তোমার কোন শ্রদ্ধা নাই। এরপর যদি এমন করো তাহলে কিন্তু খুব কড়া স্বর্গদূতের হাতে তোমাকে সমর্পণ করা হবে। কোহিনূর স্বর্গদূত নূরের তৈরি হলেও তার হাতের মার বড় কড়া ... তখন চিকিৎসার জন্য স্বর্গের বাইরেও যেতে হতে পারে ... হুঁশিয়ার!"

আদম খুব ক্ষেপিয়া ওঠে, বলে, "খালি স্বর্গ থেকে বাইর করার হুমকি দ্যান ক্যান, হুমকি দ্যান ক্যান? এইরকম করলে কিন্তু আমি নিজেই বালবাচ্চা নিয়া যামুগা, হ! থাকুম না স্বর্গে। স্বর্গের মায়রে বাপ। আমি দুনিয়াতে যামুগা ঈভরে লইয়া।"

ঈশ্বর বড় বিচলিত হইয়া পড়েন।

আদম বকিয়া চলে, "হ, পদত্যাগ করুম। সবাইরে গিয়া কমু, আপনে খালি পার্শিয়ালিটি করেন। দুর্নীতি করেন। তখন বুইঝেন কইলাম।"

এই বলিয়া সে দুপদাপ পা ফেলিয়া নিষ্ক্রান্ত হয়।

ঈশ্বর চিন্তিত হইয়া পড়েন। তারপর খানিক ভাবিয়া তাঁহার লিপিকার স্বর্গদূতকে বলেন, "পবিত্র মহাগ্রন্থে আদমের শ্লোকগুলোতে একটু পরিবর্তন হবে। লেখো এইভাবে ...

নিষিদ্ধ ফলের তরে জিভে তার লালা ঝরে
চুরি করি খাইয়া আদম
বমাল পড়িলো ধরা শাস্তি হইলো কড়া
যাবজ্জীবন ও সশ্রম
কারাদন্ড দুনিয়াতে ঈভও গেলো তার সাথে
তার পাপও ছিলো না তো কম
সে-ই গিয়া সাধি সাধি করাইলো পাপ আদি
দুইজনে গিলিলো গন্ধম।

আদমকে নিষিদ্ধ ফল ভক্ষণের অপরাধে পৃথিবীতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছিলো। ওকে?"

লিপিকার স্বর্গদূত একটু ভ্যাবাচ্যাকা খাইয়া কহিলো, "বস, মিথ্যা কথা লিখবো?"

ঈশ্বর মহা চটিলেন। বলিলেন, "মিথ্যা হবে কেন, এমনটাই ঘটবে! আদম যদি পদত্যাগ করে, আমার মান সম্মান কিছু থাকবে? ওকে আমি স্বর্গ থেকে ... অব্যাহতি দেবো!"

বি.দ্র. আনোয়ার তালুকদারের পদচ্যুতি, যাহাকে উনি পদত্যাগ আর প্রধানমন্ত্রীর অফিস অব্যাহতি বলিতেছে, তাহার সহিত এই গল্পের কোন সম্পর্ক নাই।


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

হায় রে মুখা ও তার আদম...

জিজ্ঞাসু এর ছবি

হো হো হো

___________________
সহজ কথা যায়না বলা সহজে

কীর্তিনাশা এর ছবি

দেঁতো হাসি

এই গল্প কখনই পুরাতন হবে না !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

লুৎফর রহমান রিটন এর ছবি

পড়ে খুবই আমোদ পেলাম।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

আনিস মাহমুদ এর ছবি

মুখা পারেও...

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

রিয়াজ উদ্দীন [অতিথি] এর ছবি

আপনার কলমে দেখি কিছুই আটকায় না!!
আদমকে নিয়া বেদম কৌতুক!!
আপনারতো ভাই নরকেও ঠাই হইবে না!

দৃশা এর ছবি

চিন্তিত

দৃশা

মৃদুল আহমেদ এর ছবি

হ হ, ঠিকোই কইসেন, কোনো সম্পর্ক নাই!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

লুৎফুল আরেফীন এর ছবি

হাহাহাহাাহ...জবর হইছে!
...আর হ্যাঁ কোনই সম্পর্ক নাই।
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

সুমন চৌধুরী এর ছবি

কুনো সম্পক্ক নাই



অজ্ঞাতবাস

আনিস মাহমুদ এর ছবি

এইটা তো মনে হয় আদমচরিত ০১৮ হওয়ার কথা, ০০৮ না।

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

সুহান রিজওয়ান এর ছবি

সেইইইইইইইইইই রকম !!!!!!!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সাইফ এর ছবি

এরেই কয় কোপা সামশু লেখা। নরকে যদি এই লেখা নিয়া ুনারে যাইতে হয়, তাহলে আমিও আপনার লগে। অনেকদিন এরকম লেখা পড়ি নাই, হাসতে হাসতে পেট ফাটার অবস্থা॥ কোপায়া যান। আমরা আসি নরকের দ্বারে।

দেবোত্তম দাশ এর ছবি

ফাটাফাটি, খাইছে রে এখন কি হইবো !!!
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি পড়ছিলাম। সেইবার ৮ নম্বর সিরিজের সিরিয়াল উল্টাপাল্টা হয়েছিল।

রণদীপম বসু এর ছবি

আমিও তো দেখতেছি, কোনো সম্পর্ক নাই...!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

চ্রম! চ্রম! চ্রম!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তানবীরা এর ছবি

আনোয়ার তালুকদারের পদচ্যুতি, যাহাকে উনি পদত্যাগ আর প্রধানমন্ত্রীর অফিস অব্যাহতি বলিতেছে, তাহার সহিত এই গল্পের কোন সম্পর্ক নাই।

ভাগ্য, নাই বললেন, আমিতো ভাবলাম বুঝি আছে ঃ-}

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।