নাকের বদলে নোবেল পেলাম

মুখফোড় এর ছবি
লিখেছেন মুখফোড় (তারিখ: শনি, ১৪/১০/২০০৬ - ১:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ড. ইউনুস আর গ্রামীণ ব্যাঙ্ক নোবেল শান্তি জিতে নিয়েছেন। বাংলাদেশ এখন দস্তুরমতো নোবেলজয়ী দেশ।দারিদ্র্য ঘোচানোর জন্য ক্ষুদ্র ঋণ দেয়ার বৃহৎ যজ্ঞের আয়োজন করেই ইউনুস বাংলাদেশের ললাটে এই নোবেলতিলক এঁকে দিলেন। আগামীকাল বাংলাদেশের তিনকোটি ভুখানাঙ্গা মানুষ ঘুম থেকে জেগে উঠবে শূন্য উদর, গৌরবপূর্ণ বক্ষ, নোবেলজয়ের আনন্দে হাসিভরা মুখ, আর ক্ষুদ্র ঋণের প্রতিশ্রুতিতে ভরপুর হৃদয় নিয়ে।আমি চোখ মুছি। আনন্দে, বেদনায়। দাতারাও হাসেন। কেন কে জানে।কত লজ্জা, কত দুর্নাম, কত কিছু রটে আমাদের নামে। আমরা, লড়তে লড়তে যাদের সবকিছু ফুরিয়ে আসে, হঠাৎ যেন ঝপ করে রাজকন্যার খোঁপায় বাঁধা পারিজাতের মালা এসে আমাদের হাতে পড়েছে। এ নিয়ে কী করবো আমরা ঠাহর করতে পারি না। লজ্জায় কাটা পড়া নাক আমরা নোবেল পদক দিয়ে ঢাকি।মেনে শত বাধা টিকটিকি হাঁচিটিকি দাড়ি নিয়ে আজো বেঁচে আছিবাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছিএবারে সব্যসাচীযা হোক একটা দাও কিছু হাতে, একবার মরে বাঁচি!হাতে নোবেলই পেলাম আমরা। দেশে শান্তি না থাকুক, পদক তো আছে!ড. ইউনুস, আপনি মুখফোড়ের সালাম নিন। শতায়ু হোন। গলা টিপে দারিদ্র্য মারুন। আমরা, দরিদ্ররা, বড় কষ্টে আছি।


মন্তব্য

রিয়েল ডেমোন এর ছবি

গরিবেরাই সর্বস্বান্ত হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।