দ্যাশে কী যে অসময়ছিলো সবই রসময়এখন সবই কষময়তবু বলি, শুনে যাওওরে বাচ্চালোগ, তালিয়া বাজাও।ব্লগে ছিলো ফূর্তি কতনানা জনের নানা মতএখন খালি কাইজ্যা যততবু বলি, শুনে যাওওরে বাচ্চালোগ, তালিয়া বাজাও।শোমচৌদা কান্দে হায়প্রেস্টিজ কাউয়ার কাছে যায়আলীও তারে পিছে ফালায়তবু বলি, শুনে যাওওরে বাচ্চালোগ, তালিয়া বাজাও।ছাগু জ্বালায় লাখের বাতিআমরা সেই খুশিতে মাতিছাগুর গর্বে দশ হাত ছাতিতবু বলি, শুনে যাওওরে বাচ্চালোগ, তালিয়া বাজাও।কে যে হিট, কে যে কুলহিট কাউন্টারেও ভুলহাসিন গুণে তার মাশুলতবু বলি, শুনে যাওওরে বাচ্চালোগ, তালিয়া বাজাও।আস্ত আস্ত ভাঙ্গা ভাঙ্গাসাদামাটা পোস্টে পাঙ্গাব্লগ তবু হয় না চাঙ্গাতবু বলি, শুনে যাওওরে বাচ্চালোগ, তালিয়া বাজাও।তাই বলি ব্লগার সবেএকটু শুধরে নিতে হবেব্লগ চাঙ্গা হবে তবেআর বলি, শুনে যাওওরে বাচ্চালোগ, মুখফোড়ের কথায়, তালিয়া বাজাওওওওওওও!
মন্তব্য
নতুন মন্তব্য করুন