গেসবল : জনকল্যানমূলক হইলেও হইতে পারে

জ্বিনের বাদশা এর ছবি
লিখেছেন জ্বিনের বাদশা (তারিখ: বিষ্যুদ, ১৩/১২/২০০৭ - ৫:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

[অনেকদিন ধরে ব্যস্ত; ব্যাস্ততার সময় ব্যাপারটা এমন হয় যে, যেটুকু ফ্রি সময় পাওয়া যায়, মনে হয় ঘুমিয়ে কাটাই। লিখতে ইচ্ছে হয়না, ব্লগেও ঢোকা হয়না। যাই হোক, গেসবল দিয়েই লেখার ইচ্ছাকে চাঙা করার চেষ্টা চালাই] হাসি

********************************

ব্লগার অভিজিত আর বজলুর রহমানের একটা বিতর্ক হচ্ছিল; গে বা সমকামীদের এইডস হবার সম্ভাবনা বেশী -- এই বিষয় নিয়ে। যাকগে, সে অনেক পুরোনো কথা, তবে এই গেসবলটা সেই আলোচনার সাথে কিছুটা সম্পর্কযুক্ত।

এইডস রোগটা হয় এইচআইভি ভাইরাসের সংক্রমণে, এটা আমরা সবাই জানি। আবার এইচআইভি পজিটিভ মানেই যে এইডস রোগী না সেটাও জানি। এইচআইভি পজিটিভ বা এইচআইভি ভাইরাস আপনার দেহে বাসা বাঁধার পরও অনেকদিন আপনি এইডসমুক্ত থাকতে পারেন, ৫, ১০ এমনকি ২০ বছরও। এমনকি, কপাল ভাল না খারাপ বলাটা ঠিক হবে জানিনা, তবে এইডস আক্রান্ত হবার আগেই দুনিয়া থেকে বিদেয় নিতে পারেন; তবে এইচ আইভি পজিটিভ হলে এইডস হবার সম্ভাবনা খুবই খুবই বেশী।

তো আজকের গেসবলটা এই এইচ আই ভি আর এইডসের পরিসংখ্যান নিয়ে।

পরিসংখ্যানে নাকি জানা গেছে (টিভিতে দেখলাম সেদিন, সত্য-মিথ্যা কইতে পারুমনা),
এইচ আইভি পজিটিভদের মধ্যে ৬০শতাংশেরও বেশীই সমকামী, যেখানে মাত্র ২০ শতাংশের কাছাকাছি বা কিছুটা বেশী হলো হেটেরো বা বিষমকামী (অভিজিতদা'র কাছ থেকে ধার করলাম শব্দটা)।
কিন্তু এইডস রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ৪০% এর কাছাকাছি হলো সমকামী, আর ৩৫% এর কাছাকাছি হলো বিষমকামী।

সাদাচোখে চিন্তা করলে, এখন তো হিসাব মিলেনা। এইচ. আই. ভি পজিটিভদের বেলায় আসমকামী/বিষমকামীদের পার্সেন্টেজের মাঝে এত তফাত, অথচ এইডস রোগীদের বেলায় তফাতটা খুবই কম ... কেন?

আপনার কাজ হইল গেস কইরা হিসাবটা মিলানো।

লন, শুরু করেন। চোখ টিপি


মন্তব্য

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

বাকী তথ্যটা কই?
এইচআইভি পজেটিভের কত পার্সেন্ট শেষ পর্যন্ত এইডসের মুখ দেখতে পায়?
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

জ্বিনের বাদশা এর ছবি

এক্সাক্ট তথ্যটা জানা নেই ,,,, তবে স্ট্যাটিস্টিক্স বলছে সমকামী এইচআইভি পজিটিভরা বিষমকামী এইচআইভি পজিটিভদের চেয়ে কম এইডস আক্রান্ত হয় ,,, এর কারণটা কি? সমকামীদের কোন বৈশিষ্ট্য তাদেরকে এইদস আক্রান্ত হওয়া থেকে রক্ষা করে?

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

দিগন্ত এর ছবি

আমার ওয়াইল্ড গেস -
সময় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ধরা যাক গড়ে ১০ বছর পরে এইচ আই ভি পজিটিভ দের মধ্যে এইডস দেখা দেয়। সমকামীদের মধ্যে এইচ আই ভি পজিটিভ ছড়ানোর হার বেড়ে চলেছে, তাই ১০ বছর আগে এইচ-আই-ভি পজিটিভদের মধ্যে হয়ত ৪০% সমকামী ছিল, তাই এখন ৪০% এইডস আক্রান্ত। আরো দশ বছর পরে দেখা যাবে ৬০% এইডস আক্রান্ত হলেন সমকামী। ব্যাপারটা একটা ফেস-ল্যাগ চলছে আর কি।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

জ্বিনের বাদশা এর ছবি

দিগন্ত,
ধন্যবাদ ... চমৎকার গেস ... ইম্প্রেসিভ!!!
কিন্তু এখানে পার্সেন্টেজটা আপনি যেভাবে নিচ্ছেন ব্যাপারটা ঠিক সেরকম না ...এটা হলো একদল মানুষের স্যাম্পলের মধ্যে কত পার্সেন্ট সমকামী, কতপার্সেন্ট বিষমকামী সেই হিসেব ...
আপনার প্রস্তাবিত ফেইজ-ল্যাগ আইডিয়াটা আসলেই চমৎকার (আসলে এমনসব আইডিয়া দেখতে পাবার জন্যই গেসবলের আয়োজন হাসি ) ,,, এবং হয়ত এই ফেইজ-ল্যাগটা আছেও ,,, যেজন্য হয়ত দেখা যাবে কোন এক বৎসরে, মানুষের ক্ষেত্রে এইচআইভি পজিটিভ বাড়ার সংখ্যাটা এইডস রোগীর বাড়ার সংখ্যার চেয়ে বেশী ,,,তবে, এখানে ফেইজ-ল্যাগটা সমকামী-বিষমকামী নির্বিশেষে কাজ করার কথা, যেজন্য পার্সেন্টেজে কোন ল্যাগ দেখতে পাবার কথা না ,,,
কারণ এইডস কিন্তু সমকামীদের আগে হয়েছে, তারপর বিষমকামীদের মাঝে ছড়িয়েছে এমন কোন ব্যাপার না

মূল কারণটা আসলে আরো অনেক সাদামাটা ,,,
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জ্বিনের বাদশা এর ছবি

একটা হিন্টস দেই ,,,
এখানে একটা 'শাপেবর' ফ্যাক্টর কাজ করেছে ,,,
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অতিথি লেখক এর ছবি

এইচ আই ভি পজেটিভ দের এইডস এ আক্রান্ত হবার পিছনে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হলো CCR5 নামে একটি chemokine receptor এর উপস্থিতি। সৌভাগ্যবশত যাদের শরীরে এটি অনুপস্থিত তারা এইচ আই ভি ভাইরাস দ্বারা আক্রান্ত হলেও তাদের এইডস হওয়ার ঝুকি নেই। সমকামীদের রক্ষক হিসেবেও কি এই ফ্যাক্টরটা কাজ করছে?

সু

জ্বিনের বাদশা এর ছবি

ধন্যবাদ, সু। গুরুতৃপূর্ণ একটা তথ্য পেলাম।
এটা হয়ত ভবিষ্যত গবেষণার একটা বিষয় হতে পারে, যেখানে সমকামীদের দেহে বিষমকামীদের চেয়ে CCR5কম না বেশী থাকে সেটা যাচাই করে দেখা যেতে পারে ,,,
তবে এখানে যে সহজ কারণটা কাজ করেছে তা মেডিকেল সায়েন্স বা বায়োলজীর সাথে তেমন সম্পর্কযুক্ত না ,,, বরং কিছু সোশ্যাল ফ্যাক্টর কাজ করছে ,,, যেজন্য ব্যাপারটা সমকামীদের জন্য শাপেবর হয়ে দেখা দিয়েছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অয়ন এর ছবি

সমকামীরা বিষমকামীদের চেয়ে বেশী পরিস্কার পরিচ্ছন্ন থাকে, এইকারণে এইচ আই ভি ভাইরাস আক্রান্ত হলেও এইডস রোগটা আক্রমণ করতে পারে না।

জ্বিনের বাদশা এর ছবি

ইন্টারেস্টিং তথ্য @ অয়ন হাসি
আমি জানিনা, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এইচআইভি-টু-এইডস এর রিলেশন কতটুকু ,,,
তবে কারণটা আরো সহজ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

স্নিগ্ধা এর ছবি

আপনার শাপে বর আর কারণটা সহজ এই কথা দুটা থেকে আন্দাজ করার চেষ্টা করছি - ব্যাপারটা কি এরকম যে সমকামীরা সংখ্যায় মাত্র ১০ - ১৫% আর বিষমকামীরা আরও অনেক বেশী, ফলে সমকামীদের যৌন সংসর্গের হার এবং সুযোগ কম যে জন্যHIV positive হয়েও AIDS এ পরিণত হবার absolute number টা কমে পার্সেন্টেজ কমিয়ে দিয়েছে? Just a stupid guess, I guess হাসি

জ্বিনের বাদশা এর ছবি

স্নিগ্ধা, ধন্যবাদ গেসের জন্য ... তবে এইচআইভি পজিটিভ হবার সবচেয়ে বড় কারণ যৌন সংসর্গ, কাজেই সেটার সম্ভাবনা কম থাকলে এইচ আইভি পজিটিভের হারও কম হতো।

আরেকটু সহজ করে দিই ....

গে'দের সম্পর্কে একটা প্রচলিত কথা আছে যে, গে'দের এইচআইভিপজিটিভ অথবা এইডস বেশী হয় ... যেটা কতটুকু সত্য বলা যায়না, তবে গে'দের জন্য এটা তো একরকমের অপবাদ ... মানে শাপ, তাইনা? এই শাপটাই বর হয়ে দেখা দিয়েছে এখানে হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।